নতুন ল্যাপটপ খোঁজ করছেন? মাত্র ১৬৫০০ টাকা থেকে পাবেন এই পাঁচটি সেরা Laptop

বর্তমান সময়ে, কর্মজীবি তথা শিক্ষার্থীদের জীবনে মোবাইলের পাশাপাশি ল্যাপটপও একটি অতি জরুরি ডিভাইসে পরিণত হয়েছে। এক্ষেত্রে...
SUPARNA 9 Jun 2022 9:58 AM IST

বর্তমান সময়ে, কর্মজীবি তথা শিক্ষার্থীদের জীবনে মোবাইলের পাশাপাশি ল্যাপটপও একটি অতি জরুরি ডিভাইসে পরিণত হয়েছে। এক্ষেত্রে আপনারা যারা সাশ্রয়ী মূল্যে একটি নতুন ল্যাপটপ কিনতে চান, তাদের জন্য আজ আমরা এমন ৫টি ল্যাপটপের তালিকা নিয়ে চলে এসেছি, যেগুলির দাম শুরু হচ্ছে মাত্র ১৬,৫০০ টাকা থেকে। তবে দাম কম থাকলেও, ফিচারের দিক থেকে ল্যাপটপগুলিতে কিন্তু খুব বেশি কমতি পাবেন না আপনারা। প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি ল্যাপটপেই অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে প্যানেল, লেটেস্ট প্রসেসর, ফ্রন্ট ক্যামেরা, হাই-কোয়ালিটির অডিও স্পিকার পাওয়া যাবে। আর আগ্রহীদের জানিয়ে রাখি, ই-কমার্স সাইট Amazon থেকে আপনারা এই ল্যাপটপগুলিকে ক্রয় করতে পারবেন।

Amazon -এ উপলব্ধ ৫টি সেরা ল্যাপটপের তালিকা

Lenovo IdeaPad 3 Chromebook HD Laptop : ১৭,২৯৯ টাকা (৩০% বা ৭,৫৪১ টাকা ডিসকাউন্ট)

লেনোভো আইডিয়াপ্যাড ৩ ক্রোমবুক ল্যাপটপে সরু বেজেল সহ একটি ১১.৬ ইঞ্চির এইচডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে আছে, যার ব্রাইটনেস ২৫০ নিট পিক। এটি ইন্টেল সেলেরন এন৪০২০ প্রসেসর সহ এসেছে। আর এতে ক্রোম ওএস প্রি-লোডেড থাকছে। এই ল্যাপটপে ৪ জিবি DDR4 র‌্যাম এবং ৬৪ জিবি eMMC স্টোরেজ বর্তমান। ভিডিও চার্টিং করার জন্য এতে, ইন-বিল্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর অডিও ফ্রন্টের ক্ষেত্রে, এতে এইচডি কোয়ালিটির ২টি স্টেরিও স্পিকার সিস্টেম আছে, আজ ২ওয়াট আউটপুট অফার করে। কানেক্টিভিটির জন্য এতে, ২টি ইউএসবি টাইপ-সি ৩.২ জেন ১ পোর্ট, কার্ড রিডার এবং হেডফোন/মাইক কম্বো জ্যাক অন্তর্ভুক্ত। আর ব্যাটারি লাইফের কথা বললে, উক্ত ল্যাপটপে ৪২Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা একক চার্জে ১০ ঘন্টা পর্যন্ত ডিভাইসকে সক্রিয় রাখবে। এর ওজন ১.১২ কেজি।

HP Chromebook 11a, MediaTek MT8183 Touchscreen Laptop : ১৯,৯৯০ টাকা (২৫% বা ৬,৬৭৩ টাকা ডিসকাউন্ট)

এইচপি ক্রোমবুক ১১এ ল্যাপটপে রয়েছে একটি ১১.৬ ইঞ্চির এইচডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) অ্যান্টি-গ্লেয়ার টাচ-স্ক্রিন, যা ২২০ নিট পিক ব্রাইটনেস, ১৫৩ পিপিআই পিক্সেল ডেনসিটি ও ৪৫% NTSC সাপোর্ট করে। ক্রোম ওএস চালিত এই ডিভাইসে, ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এবং মিডিয়াটেকের ৫০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৪ জিবি LPDDR4x র‌্যাম এবং ৬৪ জিবি eMMC স্টোরেজ উপলব্ধ। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। অন্যান্য ফিচারের কথা বললে এতে, ডুয়েল স্পিকার সিস্টেম, নিউমেরিক কী-প্যাড সমন্বিত ফুল সাইজ কী-বোর্ড, বিল্ট-ইন গুগল অ্যাসিস্ট্যান্ট, ইন্টিগ্রেটেড ডুয়েল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন সমর্থিত এইচডি ওয়াইড ভিশন ৭২০পিক্সেল এইচডি ক্যামেরা আছে। কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫ সাপোর্ট পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ২ সেল সিলিন্ড্রিক্যাল লিথিয়াম-পলিমার ৩৭Whr ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

ASUS Notebook 12 (2022), 11.6-inch HD, Intel Celeron N4500 : ২৪,৯৯৯ টাকা (১৯% বা ৫,৯৯১ টাকা ডিসকাউন্ট)

আসুস নোটবুক ১২ ল্যাপটপে একটি ১১.৬ ইঞ্চির এইচডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) LED-ব্যাকলিট LCD অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১৬:৯ এসপেক্ট রেশিও, ৪৫% NTSC এবং ৬৩% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এটি ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স এবং ইন্টেল সেলেরন এন৪৫০০ প্রসেসর সহ এসেছে। ল্যাপটপটিতে উইন্ডো ১১ হোম প্রি-লোডেড থাকছে। আর স্টোরেজ হিসাবে এতে ৪ জিবি DDR4 র‌্যাম ও ১২৮ জিবি M.2 NVMe PCIe 3.0 SSD বর্তমান। সর্বোপরি আসুসের এই ল্যাপটপটি কম্প্যাক্ট ডিজাইনের সাথে আসার ফলে, ইউজাররা সহজেই এটিকে বহন করতে পারবেন।

Acer Travelmate Business Laptop : ২৩,৯৯০ টাকা (৩৭% বা ১৪,০০০ টাকা ডিসকাউন্ট)

আল্ট্রা-স্লিম ডিজাইনের এসারের এই ল্যাপটপে দেওয়া হয়েছে একটি ১১.৬ ইঞ্চির এইচডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) LED-ব্যাকলিট TFT LCD ডিসপ্লে। এই ডিসপ্লে, ১৬:৯ এসপেক্ট রেশিও এবং হাই-ব্রাইটনেস যুক্ত এসার কমফিভিউ টেকনোলজি সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য ডিভাইসটি, ইন্টেল সেলেরন ডুয়েল-কোর এন৪০২০ প্রসেসরের সাথে এসেছে। এতে ৪ জিবি DDR4 র‌্যাম ও ২৫৬ জিবি NVMe SDD বর্তমান। অন্যান্য ফিচারের কথা বললে, এসারের এই ল্যাপটপে ইউএস মিল এসটিডি ৮১০ (US MIL STD 810) চ্যাসিস ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে, স্পিল-রেজিস্ট্যান্স কী-বোর্ড, শাটার কভার যুক্ত এইচডি ক্যামেরা এবং ৭২০পিক্সেল অডিও/ভিডিও রেকর্ডিং সিস্টেম আছে। এই ল্যাপটপে আপনারা উইন্ডোজ ১০ হোম প্রি-লোডেড পেলেও, পরবর্তী সময়ে এটিকে লেটেস্ট উইন্ডোজ ১১ ওএস ভার্সনে উন্নীত করতে পারবেন।

HP Chromebook 14A G5, AMD A4 14-inch(35.6 cm) : ১৬,৫২৮ টাকা (৪০% বা ১১,১৪০ টাকা ডিসকাউন্ট)

এইচপি ক্রোমবুক ১৪এ ল্যাপটপে একটি ১৪ ইঞ্চির এইচডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ২২০ নিট পিক ব্রাইটনেস এবং ৪৫% NTSC সাপোর্ট করে। এতে এএমডি এ৪-৯১২০সি এপিইউ এবং রেডিয়ন আর৪ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। আর স্টোরেজ হিসাবে, ৪ জিবি DDR4 র‌্যাম ও ৩২ জিবি eMMC PCIe NVMe M.2 SSD উপলব্ধ থাকছে। কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.২, ২টি ইউএসবি ৩.১ টাইপ-সি জেন ১ পোর্ট এবং ১টি স্টেরিও হেডফোন/মাইক্রোফোন কম্বো জ্যাক অন্তর্ভুক্ত করা হয়েছে।

Show Full Article
Next Story