Earn Money Online: এই ৫ ওয়েবসাইটের মাধ্যমে বাড়ি বসে আয় করুন হাজার হাজার টাকা

Earn Money Online from Freelancer Website: স্থায়ী কাজের অভাবের কারণে কিংবা মূল্যবৃদ্ধির মুখে দাঁড়িয়ে অতিরিক্ত উপার্জনের...
Anwesha Nandi 13 Nov 2023 1:43 PM IST

Earn Money Online from Freelancer Website: স্থায়ী কাজের অভাবের কারণে কিংবা মূল্যবৃদ্ধির মুখে দাঁড়িয়ে অতিরিক্ত উপার্জনের প্রয়োজন মেটাতে অনেকেই এখন বিভিন্ন পার্ট-টাইম বা খন্ডকালীন কাজের দিকে ঝুঁকছেন। বিশেষত করোনা অতিমারীর সময় থেকে ফ্রিল্যান্সিং কাজের প্রতি তরুণ প্রজন্ম অত্যন্ত আকৃষ্ট হয়েছে – 'আর্ন মানি অনলাইন' (Earn Money Online), 'ওয়ার্ক ফ্রম হোম' (WFH) ইত্যাদি শব্দের সাথে পরিচিত হয়েছে ভারতসহ গোটা বিশ্ব। সেক্ষেত্রে আপনিও যদি কোনো না কোনো প্রয়োজনে ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মগুলিতে স্বাধীনভাবে, ইচ্ছামত বাড়ি বসে আয়-উপার্জন করতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে পাঁচ-পাঁচটি সেরা ওয়েবসাইটের সন্ধান, যেগুলির মাধ্যমে বিভিন্ন কাজ করে পকেট ভরানো যাবে। আসুন, জেনে নিই বিশদ…

Freelancer Website for Earn Money: এই পাঁচটি ওয়েবসাইট থেকে করা যাবে আয়

১. Fiverr: Fiverr.com এমন একটি ওয়েবসাইট, যেখানে ইউজাররা কোনো পরিষেবা কিনতে এবং বিক্রি করতে পারে। আদতে এটি অনলাইন মার্কেটপ্লেসের মতো একটি জায়গা, যেখানে গ্রাফিক ডিজাইন, লেখালেখি, প্রোগ্রামিং এবং আরও অনেক বিষয়ে ফ্রিল্যান্স কাজ খুঁজে পাওয়া যায়। উল্লেখ্য, এই ওয়েবসাইট আপনাকে সারা বিশ্বের ফ্রিল্যান্সারদের সাথে সংযুক্ত করবে এবং এটি নেভিগেট করাও বেশ সহজ।

২. Upwork: তালিকার দ্বিতীয় কাজের ওয়েবসাইট হল Upwork.com, যেখানে নিজের জন্য ফ্রিল্যান্স কাজ খোঁজা বা বিভিন্ন কাজের জন্য ফ্রিল্যান্সার নিযুক্ত করা যেতে পারে। এতেও বিশ্বব্যাপী ডিজাইনার, প্রোগ্রামার বা অন্য আরও পেশায় কাজ করার এবং ব্যবসায়িক সংযোগ স্থাপনের সুযোগ রয়েছে।

৩. Freelancer: Freelancer.com ওয়েবসাইটও কাজ পাওয়া এবং অন্যদের কাজে নিয়োগের সুবিধা দেয়। উল্লেখ্য, এই প্ল্যাটফর্মের ফ্রিল্যান্সাররা তাদের নিজস্ব সময় বেছে নিয়ে বাড়ির আরামে কাজ করতে পারে। তবে এটি কিছু ইউসেজ ফি নেয়।

৪. Guru: Guru.com ওয়েবসাইটও আগের তিনটির মতো কাজ করে। এটি একটি বড় অনলাইন মার্কেটপ্লেসের অনুরূপ, যেখানে ব্যবসায়িক সত্ত্বা এবং ব্যক্তিরা লেখা, প্রোগ্রামিং, ডিজাইন এবং আরও অনেক ক্ষেত্রে কাজের সুযোগ দেওয়া-নেওয়া যায়। এখানে কাজের জন্য প্রোফাইল তৈরি করতে হবে।

৫. PeoplePerHour: তালিকার সর্বশেষ ওয়েবসাইট PeoplePerHour.com-এ আপনি গ্রাফিক ডিজাইনার, লেখক, প্রোগ্রামার বা অন্য কোন ফ্রিল্যান্স কাজ পেতে বা কাজের সুযোগ দিতে সক্ষম হবেন।

Show Full Article
Next Story