দৈনিক ২ জিবি কিংবা এককালীন অনেকটা ডেটা চান? BSNL-এর এই ডেটা ভাউচারগুলি হতে পারে সেরা বিকল্প
বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোনে ডেটা রিচার্জ প্ল্যানের গুরুত্ব বেশ বেড়েছে। এখন অনেকেই আছেন যারা দৈনিক ২ জিবি ডেটা...বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোনে ডেটা রিচার্জ প্ল্যানের গুরুত্ব বেশ বেড়েছে। এখন অনেকেই আছেন যারা দৈনিক ২ জিবি ডেটা প্ল্যানের সন্ধান করে থাকেন। আবার, অনেক ক্ষেত্রে দৈনিক ডেটার চাইতেও গ্রাহকরা এমন কোনো প্ল্যান চান যেখানে এককালীন অনেকটা ডেটা পাওয়া যাবে, যাতে দৈনিক কোনো ডেটার সীমাবদ্ধতা ছাড়াই নিজেদের প্রয়োজনমতো তারা সেটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে দেশের টেলিকম কোম্পানিগুলিও নানাবিধ রিচার্জ প্ল্যান অফার করে থাকে।
তবে যারা সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)-এর গ্রাহক, তাদের জন্য এই প্রতিবেদনটি বিশেষভাবে কাজে আসবে। কারণ এখানে আমরা সংস্থার এমন কয়েকটি ডেটা ভাউচারের কথা আপনাদেরকে জানাতে চলেছি যেগুলিতে দৈনিক ২ জিবি করে ডেটা কিংবা এককালীন অনেকটা ডেটা পাওয়া যাবে। তাহলে চলুন, ডেটা ভাউচারগুলির সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
BSNL-এর দৈনিক ২ জিবি ডেটা ভাউচার
১৪৯৮ টাকার ডেটা ভাউচারটি সংস্থার সবচেয়ে ব্যয়বহুল প্রিপেইড ডেটা ভাউচার। বিএসএনএলের এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা রোজ ২ জিবি করে ডেটা পেয়ে থাকেন, অর্থাৎ ইউজাররা মোট ৭৩০ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এক্ষেত্রে দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যায়৷
তবে যারা আর-একটু কমদামী ডেটা ভাউচারের সন্ধান করছেন, তাদের জন্য বিএসএনএলের স্বল্পমেয়াদী বিকল্পগুলিও উপলব্ধ রয়েছে। সংস্থার ১৯৮ টাকার স্পেশাল ট্যারিফ ভাউচারটিতে ৫০ দিনের জন্য দৈনিক ২ জিবি করে ডেটা পাওয়া যায়। সেইসাথে এই প্ল্যান মারফত ব্যবহারকারীরা Lokdhun-এর ফ্রি সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।
BSNL-এর এককালীন ডেটা ভাউচার
আবার যারা এককালীন ডেটা ভাউচারের খোঁজ করছেন, তাদের জন্যও একাধিক অপশন মজুত রেখেছে বিএসএনএল। সংস্থার ১৫১ টাকার ওয়ার্ক ফ্রম হোম ডেটা ভাউচারে ব্যবহারকারীরা ২৮ দিনের মেয়াদে Zing-এর ফ্রি সাবস্ক্রিপশনসহ ৪০ জিবি এককালীন ডেটা পাবেন। আবার, ২৫১ টাকার ওয়ার্ক ফ্রম হোম ডেটা ভাউচারে ২৮ দিনের জন্য Zing-এর ফ্রি সাবস্ক্রিপশনসহ ৭০ জিবি 4G ডেটা পাওয়া যাবে।
এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানিটি কর্তৃক প্রদত্ত সবচেয়ে ব্যয়বহুল এককালীন ডেটা ভাউচারটি হল ৪৪৭ টাকার স্পেশাল ট্যারিফ ভাউচার। এই ভাউচারের মাধ্যমে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০টি এসএমএস, BSNL Tunes এবং Eros Now Entertainment সার্ভিসসহ মোট ৬০ দিনের জন্য ১০০ জিবি ডেটা পাবেন। এক্ষেত্রে ইউজাররা প্রয়োজনে সংস্থার ওয়েবসাইট বা Selfcare মোবাইল অ্যাপে গিয়ে BSNL-এর সমস্ত ডেটা ভাউচারগুলি চেক করে নিতে পারেন।