৩০,০০০ টাকার কমে সেরা Dell ল্যাপটপগুলি দেখে নিন

গতকালই আমরা HP-র সাশ্রয়ী মূল্যের কয়েকটি ল্যাপটপের কথা আপনাদের জানিয়েছে। তবে, আমেরিকা ভিত্তিক টেক সংস্থা Dell -ও কিন্তু ভারতীয় বাজারে বেশ কয়েকটি কম দামি ল্যাপটপ…

গতকালই আমরা HP-র সাশ্রয়ী মূল্যের কয়েকটি ল্যাপটপের কথা আপনাদের জানিয়েছে। তবে, আমেরিকা ভিত্তিক টেক সংস্থা Dell -ও কিন্তু ভারতীয় বাজারে বেশ কয়েকটি কম দামি ল্যাপটপ লঞ্চ করেছে। সাশ্রয়ী মূল্যের Dell ল্যাপটপের সংখ্যা HP -এর তুলনায় কম হলেও, ফিচারের দিক থেকে ডিভাইসগুলি খুবই উন্নত আর কোনোটাই ৩০,০০০ টাকার সীমানা ছাড়ায়নি। তাই যারা ওয়ার্ক-ফ্রম-হোম বা ই-লার্নিং -এর জন্য ভালো মানের কিন্তু কম দামের ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য আজ আমরা ডেল -এর এমন কয়েকটি সেরা ল্যাপটপের খোঁজ দেব, যেগুলির দাম থাকবে আপনাদের বাজেটের মধ্যেই। তাহলে আসুন ৩০,০০০ টাকার কমে কিনে নেওয়া যাবে এমন ডেল ল্যাপটপগুলির স্পেসিফিকেশন, প্রাপ্যতা ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

৩০,০০০ টাকার কমে উপলব্ধ সেরা Dell ল্যাপটপের তালিকা

Dell Vostro 14 3405 (D552147WIN9BE) Laptop : অ্যামাজন থেকে ডেল ভোস্ট্রো ১৪ ল্যাপটপটিকে মাত্র ২৭,৯৯০ টাকায় কিনে নেওয়া যাবে। ফিচারের কথা বললে এতে, একটি ১৪ ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। উক্ত ল্যাপটপটি, ৪ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ এএমডি ডুয়াল কোর অ্যাথলন প্রসেসর দ্বারা চালিত হবে। এটি একক চার্জে একটানা ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে ডেল -এর দাবি।

Dell Inspiron 15 3505 (D560483WIN9BE) Laptop :

অ্যামাজনে ডেল ইনস্পিরণ ১৫ ল্যাপটপটিকে ২৯,৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। ফিচারের প্রসঙ্গে বললে এতে, ১,৩৬৬x৭৬৮ পিক্সেল রেজোলিউশন যুক্ত একটি ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসে আছে ৪ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এতে ব্যবহার করা হয়েছে এএমডি ডুয়াল কোর অ্যাথলন প্রসেসর। উইন্ডোজ ১০ ভিত্তিক অপারেটিং সিস্টেমে কাজ করা ডেল -এর এই ল্যাপটপকে একক চার্জে অবিচ্ছিন্ন ভাবে ৭ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন