সস্তায় স্মার্টফোন খুঁজছেন? Redmi Note 10 Lite, Oppo A31, Samsung Galaxy M12, Tecno Spark 7T পাওয়া যাচ্ছে অনেক ছাড়ে

আসন্ন ফেস্টিভ সিজন উপলক্ষে মানুষকে চুটিয়ে কেনাকাটা করতে সহায়তা করার জন্য গত ৩ অক্টোবর থেকে ই-কমার্স সাইট Amazon-এ শুরু হয়েছিল Great Indian Festival Sale, যা…

আসন্ন ফেস্টিভ সিজন উপলক্ষে মানুষকে চুটিয়ে কেনাকাটা করতে সহায়তা করার জন্য গত ৩ অক্টোবর থেকে ই-কমার্স সাইট Amazon-এ শুরু হয়েছিল Great Indian Festival Sale, যা প্রায় একমাস ধরে চলার পর অবশেষে আগামীকাল ২ নভেম্বর শেষ হতে চলেছে। এই সেলে ক্রেতারা স্মার্টফোন, ল্যাপটপ, হেডফোন, স্পিকার, ট্যাবলেট সহ অন্যান্য অ্যাক্সেসরিজ আকর্ষণীয় ডিসকাউন্টে কেনার সুযোগ পাচ্ছেন।

আর কয়েকদিন বাদেই আলোর উৎসব দীপাবলি, সেই উপলক্ষে আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সেলের শেষ দিনটি হাতছাড়া করা আপনার একেবারেই উচিত হবে না। আর আপনার কেনাকাটায় সাহায্য করার জন্য এই প্রতিবেদনে আমরা এমন পাঁচটি স্মার্টফোনের কথা জানাতে চলেছি, যেগুলি Amazon Great Indian Festival সেলে সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তাহলে চলুন, স্মার্টফোনগুলির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Samsung Galaxy M12

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি সেল চলাকালীন ১২,৯৯৯ টাকার পরিবর্তে ৯,৪৯৯ টাকায় কেনা যাবে। এর সঙ্গে ৯,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। আবার, আইসিআইসিআই এবং কোটাক ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। ক্রেতারা নো-কস্ট ইএমআই অপশনেও এই ফোনটি কিনতে পারবেন।

Tecno Spark 7T

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে টেকনো স্পার্ক ৭টি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১০,৯৯৯ টাকার পরিবর্তে ৮,৪৯৯ টাকায় কেনা যাবে। আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করেও ৮,০৫০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। এছাড়া আপনি যদি আইসিআইসিআই এবং কোটাক ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তবে ১,২৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পেতে পারেন। এছাড়া প্রতি মাসে ইএমআই দিয়েও এই ফোনটি কেনা যেতে পারে।

OPPO A31

ওপ্পো এ৩১ ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯০ টাকা, তবে চলতি সেলে ৪,৫০০ টাকা ছাড়ের সুবাদে ক্রেতারা ১১,৪৯০ টাকায় ফোনটি কেনার সুযোগ পাবেন। নো-কস্ট ইএমআই অপশনেও এই হ্যান্ডসেটটি কেনা যেতে পারে। আবার আইসিআইসিআই এবং কোটাক ব্যাঙ্ক কার্ডধারীদের ১,২৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। পাশাপাশি রয়েছে ১০,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা।

Redmi Note 10 Lite

সেল চলাকালীন রেডমি নোট ১০ লাইট ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১৬,৯৯৯ টাকার পরিবর্তে ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। সাথে রয়েছে ১৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা। অন্যান্য ফোনের মতো আইসিআইসিআই এবং কোটাক ব্যাঙ্ক কার্ড ব্যবহারের ক্ষেত্রে ১,২৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাওয়া যাবে।

iQOO Z3 5G

চলতি সেলে আইকো জেড৩ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯০ টাকা। তবে সেলে এই ভ্যারিয়েন্ট ১৮,৯৯০ টাকায় কেনা যাবে। এছাড়া রয়েছে নো-কস্ট ইএমআই-এর সুবিধা। সাথে ১৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। তদুপরি, আইসিআইসিআই এবং কোটাক ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ১,২৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও মিলবে।