দুর্দান্ত ক্যামেরার সেরা Oppo স্মার্টফোনগুলি দেখে নিন, দাম ১৫,০০০ টাকার কম

বাজেট রেঞ্জে এই মুহূর্তে বাজারে একাধিক স্মার্টফোন উপলব্ধ। কিন্তু সেগুলির মধ্যে কোনটির ফিচার ও স্পেসিফিকেশন সেরা তা বিচার্য। এর আগে আমরা Samsung, Redmi, Realme, Vivo-র…

বাজেট রেঞ্জে এই মুহূর্তে বাজারে একাধিক স্মার্টফোন উপলব্ধ। কিন্তু সেগুলির মধ্যে কোনটির ফিচার ও স্পেসিফিকেশন সেরা তা বিচার্য। এর আগে আমরা Samsung, Redmi, Realme, Vivo-র সেরা বাজেট রেঞ্জের স্মার্টফোনগুলির বিষয় আপনাদেরকে জানিয়েছি। তবে বাজারে আরেকটি ব্র্যান্ডের বাজেট রেঞ্জের ফোনগুলি কিন্তু জনপ্রিয়, যার নাম Oppo। তাই আজ আমরা ‘টপ-ফিচার’ যুক্ত কয়েকটি ওপ্পো স্মার্টফোনের প্রসঙ্গে জানবো। যেগুলির দাম ১৫,০০০ টাকার কম। এই প্রত্যেকটি হ্যান্ডসেট আপনারা ই-কমার্স সাইট Amazon অথবা Flipkart থেকে পেয়ে যাবেন।

১৫,০০০ টাকার কমে Oppo স্মার্টফোনের তালিকা

Oppo A31 : বাজেট ১৫,০০০ হাজার টাকা? কিন্তু চাই ভালো ক্যামেরার স্মার্টফোন? তাহলে আপনি অ্যামাজন থেকে Oppo A31 স্মার্টফোনটি কিনে নিতে পারেন। ফোনটির ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১২,৪৯০ টাকা। এতে আপনারা একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৪,২৩০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি পেয়ে যাবেন।

Oppo A54 : ওপ্পো এ সিরিজের এই স্মার্টফোনটি আপনারা ১৩,৯৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন। এটি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। ফিচার হিসাবে এতে, একটি ৬.৫১ ইঞ্চির বড়ো ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি রয়েছে। ওপ্পো এ৫৪, মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর দ্বারা চালিত।

Oppo A53s : ওপ্পো এ৫৩এস স্মার্টফোনটির ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রকৃত মূল্য ১৫,০০০ টাকার থেকে একটু বেশি- ১৫,৯৯০ টাকা। তবে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে দেওয়া অফারের দৌলতে এটিকে ১৫,০০০ টাকার কমে কেনা যাবে। এই হ্যান্ডসেটে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ট্রিপল-রিয়ার ক্যামেরা (১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল) সেটআপ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে। এতে 5G কানেক্টিভিটি সাপোর্ট করে।

Oppo A53 : ১৫,০০০ টাকার কমে উপলব্ধ ওপ্পো এ৫৩ স্মার্টফোনটিতেও বেশ ভালো ফিচার রয়েছে। এর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে কিনতে খসাতে হবে মাত্র ১৩,৯৯০ টাকা। এই ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে আছে। এছাড়া উপস্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ট্রিপল রিয়ার-ক্যামেরা (১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল) সেটআপ। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Oppo A12 : আমাদের তালিকার সবচেয়ে কম দামি ফোন এটি। ওপ্পো এ১২ ফোনটি কেবল ৮,৯৯০ টাকায় উপলব্ধ। এটি ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। বিশেষত্বের কথা বললে এই ফোনে একটি ৬.২২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর যুক্ত একটি ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এতে ৪,২৩০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন