এপ্রিলেই তীব্র গরম, ঘরে দার্জিলিংয়ের ঠান্ডা দেবে 1500 টাকার এই Portable AC Cooler

Portable AC Cooler: ক্যালেন্ডার অনুযায়ী বসন্তকাল হলেও, গ্রীষ্মের জ্বালা এখনই বেশ টের পাওয়া যাচ্ছে! কার্যত শীত যেতে না...
Anwesha Nandi 2 April 2024 11:02 AM IST

Portable AC Cooler: ক্যালেন্ডার অনুযায়ী বসন্তকাল হলেও, গ্রীষ্মের জ্বালা এখনই বেশ টের পাওয়া যাচ্ছে! কার্যত শীত যেতে না যেতেই গরমের মরসুম হাজির হয়ে গেছে গোটা দেশেই – বাইরে বেরিয়ে সূর্যের চোখ রাঙানি তো সহ্য করতে হচ্ছেই, পাশাপাশি বাড়ি-ঘরের মধ্যে থেকেও মানুষের ঘাম ঝরতে শুরু করেছে। এমতাবস্থায় বাইরের আবহাওয়া-রোদ নিয়ে করার কিছু না থাকলেও, বাড়ির মধ্যে কুলার, ফ্যান, এসি জাতীয় অ্যাপ্লায়েন্স ব্যবহার করে বেশ স্বস্তি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনিও যদি গরম থেকে বাঁচতে এমনই কোনো আইটেম কিনতে চান, কিন্তু বাজেট নিয়ে একটু টানাটানি থাকে, তাহলে চিন্তার দরকার নেই। এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ একটি জিনিসের হদিশ, যা আপনার পকেটে টান ফেলবেনা।

আসলে আজ আমরা জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India-য় উপলব্ধ এমন একটি ডিভাইস সম্পর্কে কথা বলব, যা সস্তায় কিনে আপনি অসময়ে তাপমাত্রা কমিয়ে নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলতে পারবেন। এই ডিভাইসটি আদতে আর কিছুই নয়, Campfire Portable AC Mini Cooler Fan যা আকারে খুবই ছোট একটি ওয়াটার কুলার এবং এটি মিনি এসির পাশাপাশি হিউমিডিফায়ার হিসেবেও কাজ করে। আসুন, এখন মাল্টি ফিচার সম্বলিত এই মিনি এসির দাম এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক…

Campfire Portable AC Mini Cooler Fan-এর দাম

ক্যাম্পফায়ার পোর্টেবল এসি মিনি কুলার ফ্যান খুবই সাশ্রয়ী। এটি অ্যামাজন থেকে 1,499 টাকায় কেনা যাবে। আবার আপনি একবারে পুরো টাকা দিতে না চাইলে 12 মাসের জন্য মাত্র 136 টাকার ইএমআইয়ের বিনিময়েও কিনতে পারেন।

Campfire Portable AC Mini Cooler Fan-এর ফিচার বা কার্যকারিতা

ক্যাম্পফায়ার পোর্টেবল এসি মিনি কুল ফ্যান ব্যবহার করা খুবই সহজ এবং এতে আপনি ক্ষতিকর রাসায়নিক বিহীন প্রাকৃতিক জলের মাধ্যমে ঠান্ডা বাতাস পেতে পারেন। এটির ফ্যান খুব হালকা, তবে হাওয়ার স্পিড কন্ট্রোলের জন্য তিনটি মোড রয়েছে – হাই, মিড এবং লো। এক্ষেত্রে কুলার ফ্যানটি প্রখর গরমে আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, আবার ঐতিহ্যবাহী এয়ার কন্ডিশনারের তুলনায় বিদ্যুৎ সাশ্রয় করবে 90 শতাংশ পর্যন্ত।

অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল যে, এই মিনি এয়ার কুলার তথা পোর্টেবল এসির তিনটি পাওয়ার সাপ্লাই ইউনিট রয়েছে। ফলত এর সাহায্যে মোবাইল তো বটেই তাছাড়াও এতে উপলব্ধ ইউএসবি (USB পোর্ট) দিয়ে ল্যাপটপও চার্জ করা যাবে।

Show Full Article
Next Story