Redmi Note 10, Samsung Galaxy F41 সহ ১৫,০০০ টাকার কমে বেস্ট সেলিং ফোনগুলি দেখে নিন

ভারতীয় বাজারে বাজেট সেগমেন্টে একাধিক স্মার্টফোন উপলব্ধ। কিন্তু এতো বিকল্প থাকায় কোনটি সেরা তা নির্বাচন করা কঠিন। তাই আপনার জন্য সেরা বিকল্প খুঁজে দিতে, আজ…

ভারতীয় বাজারে বাজেট সেগমেন্টে একাধিক স্মার্টফোন উপলব্ধ। কিন্তু এতো বিকল্প থাকায় কোনটি সেরা তা নির্বাচন করা কঠিন। তাই আপনার জন্য সেরা বিকল্প খুঁজে দিতে, আজ আমরা এমন কয়েকটি জনপ্রিয় হ্যান্ডসেটের প্রসঙ্গে জানাবো, যেগুলির ফিচার হবে দুর্দান্ত আর দাম থাকবে ১৫,০০০ টাকার মধ্যে। এই ফিচারে ঠাসা সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটের তালিকায় – Poco X3, Samsung Galaxy M31, Samsung Galaxy M21, Realme 7, Realme 8 5G, Xiaomi Redmi Note 10, Samsung Galaxy F41 এবং Realme Narzo 30 সামিল আছে। আসুন ফোনগুলির স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক।

১৫,০০০ টাকার নীচে উপলব্ধ ‘টপ-সেলিং’ স্মার্টফোনের তালিকা

Poco X3 : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর দ্বারা চালিত পোকো এক্স৩ স্মার্টফোনে, ৬.৬৭ ইঞ্চির (১,০৮০x২,৩০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১০ ওএস বেসড এমআইইউআই কাস্টম ওস-এ চলে। এই ফোনে, ৬৪ মেগাপিক্সেল (অ্যাপারচার এফ/১.৭৩) প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) সেকেন্ডারি সেন্সর, ২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৪) সেন্সর এবং ২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৪) সেন্সর সমেত একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। সাথে থাকছে ২০ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.২) একটি সেলফি ক্যামেরাও। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির একটি ব্যাটারি থাকছে।

দাম : পোকো এক্স৩ স্মার্টফোনের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন সেলে ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এটি কোবাল্ট ব্লু এবং শ্যাডো গ্রে কালারে উপলব্ধ।

Samsung Galaxy M31 : স্যামসাং গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনে, ১,০৮০x২,৩৪০ পিক্সেল রেজোলিউশন যুক্ত একটি ৬.৪০ ইঞ্চির ডিসপ্লে আছে। এই ফোনে স্যামসাং এক্সিনস ৯৬১১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হলো, ৬৪ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৮) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) সেকেন্ডারি সেন্সর, ও দুটি ৫ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য ফোনে ৩২ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.০) একটি ফ্রন্ট ক্যামেরা থাকছে। এতে ৬,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

দাম : স্যামসাং গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনটির ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ১৪,৯৯৯ টাকা। এটিকে ব্লু এবং ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Samsung Galaxy M21 : ৬.৪০ ইঞ্চি (২,৩৪০x১,০৮০ পিক্সেল) ডিসপ্লে যুক্ত স্যামসাং গ্যালাক্সি এম২১ স্মার্টফোনে, ১.৭ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর স্যামসাং এক্সিনস ৯৬১১১ প্রসেসর ব্যবহার করা হয়েছে।ক্যামেরার বললে ফোনে, ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হলো, ৪৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.০) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) সেকেন্ডারি সেন্সর এবং ৫ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) সেন্সর। হ্যান্ডসেটের সামনের দিকে থাকছে ২০ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.২) একটি সেলফি ক্যামেরা। এছাড়া রয়েছে, ফেস আনলক, কম্পাস/ম্যাগনোমিটার, অ্যাকসিলরোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

দাম : স্যামসাং গ্যালাক্সি এম২১-এর ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১৪,১৯০ টাকা।

Realme 7 : ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড়ো ব্যাটারি যুক্ত রিয়েলমি ৭ স্মার্টফোনে ৬.৫০ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। ফাস্ট পারফরম্যান্স সরবরাহের জন্য এটি মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর সহ এসেছে। অন্যদিকে ফোনে, কোয়াড-রিয়ার ক্যামেরা (৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল) সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.০) ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

দাম : রিয়েলমি ৭ স্মার্টফোনের দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে। এটিকে মিস্ট ব্লু এবং মিস্ট হোয়াইট কালারে পাওয়া যাবে।

Realme 8 5G : রিয়েলমি ৮ ৫জি স্মার্টফোনে, ১,০৮০x২,৪০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত ৬.৫০ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত এই ৫জি ফোনটি ফটোগ্রাফির জন্য ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে‌। এই সেন্সরগুলি হলো, ৪৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৮) প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৪) সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৪) সেন্সর। সাথে থাকছে ১৬ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.১) একটি ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ৬৭ ওয়াট ফাস্ট-চার্জিং সহ ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে এই স্মার্টফোনে।

দাম : রিয়েলমির এই ৫ জি স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম ১৪,৯৯৯ টাকা। এটিকে সুপারসনিক ব্ল্যাক এবং সুপারসনিক ব্লু কালারে পাওয়া যাবে।

Xiaomi Redmi Note 10 : ৬.৪৩ ইঞ্চির (১,০৮০ পিক্সেল রেজোলিউশন) সুপার অ্যামোলেড যুক্ত শাওমি রেডমি নোট ১০ স্মার্টফোনে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এটি, এমআইইউআই ১২ (MIUI 12) বেসড অ্যান্ড্রয়েড ১১ ওএস ভার্সনে কাজ করবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ক্যামেরার কথা বললে ফোনে, কোয়াড-রিয়ার ক্যামেরা (৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল) সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৫) সেলফি ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট-চার্জিং সহ ৫,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম :রেডমি নোট ১০ স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১৩,৪৯৯ টাকা থেকে।

Samsung Galaxy F41 : স্যামসাং এক্সিনস ৯৬১১ প্রসেসর দ্বারা চালিত এই স্মার্টফোনটিতে, ৬.৪০ ইঞ্চির (১,০৮০x২,৩৪০ পিক্সেল) ডিসপ্লে আছে। আবার, ছবি তোলার জন্য এতে, ৬৪ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৮) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.০) সেকেন্ডারি সেন্সর এবং ৫ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৪) সেন্সর যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর থাকছে ৩২ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.০) একটি ফ্রন্ট ক্যামেরা। এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

দাম : স্যামসাং গ্যালাক্সি এফ৪১ স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম ১৪,৪৯৯ টাকা। এটিকে, ফিউশন গ্রিন, ফিউশন ব্লু এবং ফিউশন কালারে পাওয়া যাবে।

Realme Narzo 30 : ৬.৫০ ইঞ্চির (১,০৮০x২,৪০০ পিক্সেল) ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে আসা রিয়েলমি নারজো ৩০ স্মার্টফোনটি, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ ভার্সনে কাজ করবে। ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে, ৪৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৮) প্রাইমারি সেন্সর, ও দুটি ২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ আছে। আর সাথে ১৬ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.১) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে। এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ।

দাম : রিয়েলমি নারজো ৩০ স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১২,৪৯৯ টাকা। এটিকে, রেসিং ব্লু এবং রেসিং সিলভার কালারে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন