15,000 টাকার মধ্যে ভাল স্মার্টফোন খুঁজছেন? রইল বাছাই করা সেরা চারটি ফোনের তালিকা

15,000 টাকার কম মূল্যে একটি উপযুক্ত স্মার্টফোন বেছে নেওয়া খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো মনে হতে পারে। তবে চিন্তা করবেন আপনার কাজ কিছুটা সহজ করবে…

Best Smartphones To Buy Under Rs 15000 In India

15,000 টাকার কম মূল্যে একটি উপযুক্ত স্মার্টফোন বেছে নেওয়া খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো মনে হতে পারে। তবে চিন্তা করবেন আপনার কাজ কিছুটা সহজ করবে এই নিবন্ধ। বেশ কিছু স্মার্টফোনকে তাদের পারফরম্যান্স, ইউজার ইন্টারফেস, ক্যামেরা এবং আরও অনেক কিছুর ওপর ভিত্তি করে মূল্যায়ন করে এই নিবন্ধে, 15,000 টাকার মূল্যসীমার মধ্যে কয়েকটি টপ-পারফর্মিং ডিভাইসের নাম প্রকাশ করা হয়েছে। আসুন এই এগুলির সর্ম্পকে জেনে নেওয়া যাক।

iQOO Z9x:

আইকিউ ব্র্যান্ডের ফোনগুলি তাদের দ্রুত কর্মক্ষমতা এবং ভাল ক্যামেরা সেটআপের জন্য পরিচিত। এটি তাদের বাজেট প্রস্তাবেও স্পষ্ট। কোম্পানিটি মে মাসে তাদের আইকিউ জেড9এক্স লঞ্চ করেছে এবং এটি ইতিমধ্যেই 15,000 টাকার সেগমেন্টে বেঞ্চমার্কিং চার্টের শীর্ষে রয়েছে। ফোনটি আনটুটু বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে 5,52,168 পয়েন্ট এবং গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটের সিঙ্গেল কোর এবং মাল্টি-কোর টেস্টে 938 এবং 2,735 পয়েন্ট স্কোর করেছে।

iQOO Z9x হ্যান্ডসেটে Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টা-কোর প্রসেসরটি রয়েছে। এটি 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ক্যামেরার ক্ষেত্রে, ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। ফোনটি 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z9x ফোনে রয়েছে 6,000 এমএএইচ ব্যাটারি, যা 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে।

সুতরাং, আপনি যদি ভাল পারফরম্যান্স, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জিং সহ একটি ডিভাইস খুঁজছেন, তাহলে iQOO Z9x একটি শক্তিশালী বিকল্প হতে পারে।

Moto G64:

মোটোরোলা এবছরের এপ্রিলে তাদের Moto G64 ফোনটি লঞ্চ করেছে। প্রিমিয়াম নান্দনিকতা এবং ভাল ক্যামেরার জন্য প্রযুক্তি প্রেমীদের মধ্যে এটি সঙ্গে সঙ্গেই জনপ্রিয়তা লাভ করে। Moto G64 ফোনটি 3D PMMA দিয়ে তৈরি করা হয়েছে, এক ধরনের প্লাস্টিক যা সাধারণত 3D প্রিন্টিংয়ে ব্যবহৃত হয়। প্রথম নজরে, এটিকে সাধারণ স্মার্টফোনের মতো দেখতে হতে পারে, কিন্তু এটি ইউজারদের হাতে ধরে রাখার ক্ষেত্রে একটি প্রিমিয়াম অনুভূতি দেয়। ডিভাইসটি আনটুটু বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে 4,97,235 পয়েন্ট এবং গিকবেঞ্চের সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে যথাক্রমে 1,015 এবং 2,469 পয়েন্ট স্কোর করেছে।

Moto G64 ফোনটিতে MediaTek Dimensity 7025 অক্টা-কোর প্রসেসরটি রয়েছে। এটি 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ক্যামেরার ক্ষেত্রে, Moto G64 ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। ফোনটিতে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, হ্যান্ডসেটটি 6,000 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা 33 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এটিও অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে।

সামগ্রিকভাবে, আপনি যদি প্রিমিয়াম ফিনিশ, ভাল ক্যামেরা পারফরম্যান্স এবং প্রায় ব্লোট-ফ্রি অভিজ্ঞতা সহ একটি বাজেট ডিভাইস খুঁজছেন, তাহলে Moto G64 একটি পছন্দসই বিকল্প হতে পারে।

Realme P1:

Realme P1 হল ব্র্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় ডিভাইসগুলির মধ্যে একটি। এটি দুটি কালার অপশনে এসেছে – ফিনিক্স রেড এবং পিকক গ্রিন। ফোনটি আনটুটু বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে 568,006 পয়েন্ট এবং গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে 961 পয়েন্ট এবং 2,247 পয়েন্ট অর্জন করেছে।

Realme P1 হ্যান্ডসেটে MediaTek Dimensity 7050 অক্টা-কোর প্রসেসরটি রয়েছে। ডিভাইসটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন রয়েছে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যায়। ডিভাইসটি 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের সাথে এসেছে। Realme P1 পাওয়ার ব্যাকআপের জন্য, 5,000 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে।

সুতরাং, আপনি যদি একজন মাল্টিমিডিয়া প্রেমী হন যিনি ফোনে প্রচুর কন্টেন্ট দেখে থাকেন, তাহলে Realme P1 আপনার জন্য উপযুক্ত হতে পারে।

Tecno Pova 5 Pro:

Tecno Pova 5 Pro হল এই তালিকার মধ্যে সবচেয়ে অভিনব ডিজাইনের ডিভাইস। আপনি যদি আপনার ডিভাইসে একটি স্বচ্ছ ব্যাক প্যানেল এবং আরজিবি লাইট পছন্দ করেন, তাহলে এটি আপনাকে আকৃষ্ট করবে। Tecno Pova 5 Pro ফোনটি আনটুটু বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে সামগ্রিকভাবে 413,805 পয়েন্ট স্কোর করেছে। আর গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে ডিভাইসটি 758 পয়েন্ট পেয়েছে এবং মাল্টি কোর টেস্টে 2,077 পয়েন্ট অর্জন করেছে।

Tecno Pova 5 Pro ফোনটি MediaTek Dimensity 6080 অক্টা-কোর প্রসেসরে চলে। ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, হ্যান্ডসেটটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অবস্থান করছে। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। ডিভাইসটিতে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি জিবি স্টোরেজ রয়েছে। ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য, 5000 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে এবং এটি 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন