অনলাইন ক্লাসের জন্য ট্যাবলেট চাই? ১৫ হাজার টাকার কমে সেরা বিকল্পগুলি দেখে নিন

করোনা ভাইরাসের বিস্তার রুখতে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, স্কুল বা কলেজ পড়ুয়াদের এখন ই-লার্নিং পদ্ধতিতে শিক্ষা অর্জন করতে হচ্ছে।…

করোনা ভাইরাসের বিস্তার রুখতে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, স্কুল বা কলেজ পড়ুয়াদের এখন ই-লার্নিং পদ্ধতিতে শিক্ষা অর্জন করতে হচ্ছে। কিন্তু, ভারতে এমন অনেক পরিবার আছে যারা আর্থিক অনটনের কারণে বাচ্চাদের ল্যাপটপ বা কম্পিউটার কিনে দিতে পারছেন না। ফলে ডিজিটাল সিস্টেমে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে মধ্যবিত্ত ঘরের অধিকাংশ স্টুডেন্টদের ভরসা এখন স্মার্টফোন। তবে, হ্যান্ডসেটগুলির স্ক্রিন সাইজ ছোট হওয়ার দরুন খানিকটা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এমত পরিস্থিতিতে আজকাল বহু স্টুডেন্ট সস্তা ট্যাবলেট খোঁজ করছে। আর তাই আজ আমরা আপনাদের এমন কয়েকটি ট্যাবলেটের খোঁজ দেব যেগুলির দাম থাকছে ১৫,০০০ টাকারও কম!
আসুন Samsung, iBall, Lenovo ও Panasonic -এর মত নামজাদা সংস্থার বাজেট-রেঞ্জের ট্যাবলেটগুলির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

১৫,০০০ টাকার নিচে উপলব্ধ Tablet

Samsung Galaxy Tab A7 Lite : স্যামসাংয়ের সর্বাধিক সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট, গ্যালাক্সি ট্যাব এ ৭ লাইট মডেলটির দাম, ১৪,৯৯৯ টাকা। এটিতে, ১,৩৪০x৮০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত একটি ৮.৭ ইঞ্চির WXGA TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। ট্যাবলেটটি, ২.৩ গিগাহার্টজ + ১.৮ গিগাহার্টজ ক্লক রেট সহ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এটিতে, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ বর্তমান। অন্যান্য ফিচারের মধ্যে ট্যাবটিতে, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ব্লুটুথ ৫.০ কানেকশন এবং ৫,১০০ এমএএইচ ক্যাপাসিটির একটি শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে।

iBall iTab MovieZ : আইবল আইট্যাব মুভিজ মডেলটির এমআরপি ১২,৬৯০ টাকা। এটিতে, একটি ১০.১ ইঞ্চির IPS FHD LED ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ১,২০০x১,৯২০। ফাস্ট-পারফরম্যান্সের জন্য ট্যাবটি, ১.৬ গিগাহার্টজ + ১.২ গিগাহার্টজ ক্লক রেট সহ এআরএম কার্টেক্স-এ৫৫ অক্টা-কোর প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই। এরই সাথে ডিফল্ট রূপে পাওয়া যাবে, ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ। আবার, দ্রুত কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.০ সাপোর্ট। অডিও ফ্রন্টের কথা বললে ট্যাবে, ডুয়াল-স্টেরিও স্পিকার আছে। থাকছে, একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আইবলের এই ডিভাইসটি, ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারির সাথে এসেছে।

Lenovo Tab4 8 : নামজাদা ইলেকট্রনিক কোম্পানি লেনোভোর, ট্যাব৪ ৮ মডেলটির রিটেল মূল্য, ১১,৪৯০ টাকা। এটিতে, ১,২৮০x৮০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত একটি ৮ ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া হয়েছে। উন্নত পারফরম্যান্স সরবরাহ করতে ট্যাবলেটটিতে, অ্যান্ড্রয়েড ৮ ভিত্তিক অপারেটিং সিস্টেম এবং কোয়ালকম MSM8917 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে ডিফল্ট রূপে থাকছে, ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ। এছাড়া, লেনোভোর এই ট্যাবলেটটিতে, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ডলবি-অ্যাটমস টেকনোলজি সহ ডুয়াল ফ্রন্ট-ফেসিং স্পিকার এবং ব্লুটুথ ৪.০ সাপোর্ট পাওয়া যাবে। এই ডিভাইসটিতে পাওয়া যাবে ৪,৮৫০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি

Panasonic Tab 8 HD : প্যানাসনিক ট্যাব ৮ এইচ মডেলটির দাম রাখা হয়েছে, ১০,৪৯৯ টাকা। এই ট্যাবলেটটিকে, ১,২৮০x৮০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত একটি ৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লের সাথে নিয়ে আসা হয়েছে। এই ডিভাইসটি ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে, এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক অক্টা-কোর প্রসেসর। ট্যাবটি, অ্যান্ড্রয়েড ৯ ভিত্তিক অপারেটিং সিস্টেমে কাজ করবে। এছাড়া, ভিডিও কলিং এবং ছবি তোলার জন্য ট্যাবে, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ডিভাইসটিকে দীর্ঘক্ষন সক্রিয় রাখতে, ৫,১০০ এমএএইচ ক্যাপাসিটির একটি ব্যাটারি রয়েছে।

Samsung Galaxy Tab A : স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ মডেলটিকে, ১৪,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। ট্যাবলেটটিতে, ১,৯২০x১,২০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত একটি ১০.১ ইঞ্চির বড়ো সাইজের ডিসপ্লে দেখা যাবে। ফাস্ট-পারফরম্যান্সের জন্য মডেলটিতে, সংস্থার নিজেস্ব এক্সিনস ৭৯০৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটিতে, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ দেওয়া আছে। ফটোগ্রাফির জন্য ডিভাইসের সামনের দিকে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা এবং পিছনে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। স্যামসাংয়ের এই ট্যাবলেটটিতে, ৬,১৫০ পাওয়ারের বড়ো ব্যাটারি আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন