Geyser: 15 লিটার ট্যাঙ্ক সহ সেরা গিজার কিনুন অর্ধেক দামে, শীতে স্নান না করে থাকতে হবে না একদিনও

Water Heater Geyser: শীতে যদি গরম জল দিয়ে স্নান করার জন্য নতুন গিজার কিনতে চান তাহলে 15 লিটার জলের ট্যাঙ্কযুক্ত ওয়াটার হিটার নিতে পারেন।

Julai Mondal 18 Dec 2024 6:33 PM IST

ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে হিটার ও গিজারের (Heater and Geyser) মতো হোম অ্যাপ্লায়েন্সের চাহিদাও বেড়েছে। আপনিও যদি গরম জল দিয়ে স্নান করার জন্য নতুন গিজার কিনতে চান তাহলে 15 লিটার জলের ট্যাঙ্কযুক্ত ওয়াটার হিটার নিতে পারেন। অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ৫ স্টার পর্যন্ত রেটিং সহ আসা ওয়াটার হিটার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এই প্রিমিয়াম গিজারগুলি লবণাক্ত জলেও নষ্ট হবে না। এছাড়া এগুলি আয়রনের সাথে লড়াই করবে।

Havells Monza 15 Litre Storage Wall Mount Water Heater

আসল দামের তুলনায়, এই গিজারটি অ্যামাজনে 50 শতাংশেরও বেশি ছাড় পাওয়া যাচ্ছে, যারপর এটি 6,999 টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক কার্ড সহ এই গিজার আরও 2,000 টাকা ছাড়ে কেনা যাবে। গিজারটি 5 বছরের ওয়ারেন্টি সহ এসেছে এবং কয়েক মিনিটের মধ্যে 15 লিটার পর্যন্ত জল গরম করতে পারে।

Bajaj Shield Series New Shakti 15L Storage Water Heater For Home

বিশ্বস্ত ব্র্যান্ড বাজাজের গিজারটি 40 শতাংশেরও বেশি ছাড়ের পরে 6,999 টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। গিজারটি 5-স্টার রেটিং সহ এসেছে এবং 15 লিটারের ট্যাঙ্ক অফার করে। আর এর সাথে 10 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

AO Smith HSE-SHS-015 Storage 15 Litre Vertical Geyser

শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে প্রায় 47 শতাংশ ছাড়ের পর এটি 6,999 টাকায় কেনা যাবে। এছাড়া ব্যাঙ্ক কার্ডের সঙ্গে মিলছে 2,000 টাকা ছাড়। 15 লিটারের ট্যাঙ্কের সঙ্গে আসা এই ওয়াটার হিটার 5 স্টার রেটিং প্রাপ্ত। এটি 10 বছরের ওয়ারেন্টি অফার করবে।

Show Full Article
Next Story