Google Search: গুগলে সার্চ করার সময় ব্যবহার করুন এই ফিচার, ছবির কোনো অংশ সহ সব কিছু জানতে পারবেন

সার্চের অভিজ্ঞতা উন্নত করার জন্য গুগল একের পর নতুন টুলস আনছে। এরমধ্যে ভয়েস কমান্ড থেকে শুরু করে সার্কেল টু সার্চ প্রভৃতি টুল অন্তর্ভুক্ত রয়েছে।

SUMAN 24 July 2024 3:57 PM IST

বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীই কোনো কিছু সার্চ করার জন্য গুগল সার্চ ব্যবহার করেন। আর এই সার্চের অভিজ্ঞতা উন্নত করার জন্য গুগল একের পর নতুন টুলস আনছে। এরমধ্যে ভয়েস কমান্ড থেকে শুরু করে সার্কেল টু সার্চ প্রভৃতি টুল অন্তর্ভুক্ত রয়েছে। আসুন এই টুলগুলি সম্পর্কে জেনে নিই, যাতে আপনার গুগল সার্চের অভিজ্ঞতা অনেক ভালো হয়।

ভয়েস কমান্ড সার্চ

গুগল সার্চের জন্য অনেকগুলি বিকল্প দেয়। গুগল ব্যবহারকারীদের মোবাইলে ভয়েস সার্চ ফিচার দিয়ে থাকে, যাতে ব্যবহারকারীরা কথা বলার মাধ্যমে সহজেই যেকোনো কিছু সার্চ করতে পারেন। এর জন্য আপনাকে শুধু 'হেই গুগল' বলতে হবে। এর পর গুগল অ্যাসিস্ট্যান্ট থেকেও যেকোনো বিষয়ে যেকোনো প্রশ্ন করতে পারবেন। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীদের আর আঙুল দিয়ে টাইপ করতে হবে না।

সার্চ করতে সার্কেল করুন

ব্যবহারকারীদের সার্চের জন্য নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল। সম্প্রতি যোগ হয়েছে সার্কেল টু সার্চ ফিচার। এখানে কোনো বিষয় বা বস্তুর ওপর একটি বৃত্ত তৈরি করতে হবে। এর পরে স্বয়ংক্রিয়ভাবে সেটি সম্পর্কে সার্চ করা হবে। এই ফিচারটি বর্তমানে কম ফোনেই উপলব্ধ। এর মধ্যে রয়েছে গুগল ও স্যামসাং ফোন।

ফটো বিশ্লেষণ সার্চ

ইউজাররা সার্চের জন্য গুগলের কাছ থেকে আরেকটি ফিচার পান। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই যেকোনো ছবি সম্পর্কে সার্চ ব্যবহার করতে পারবেন। এআইভিত্তিক এই প্রযুক্তি ছবি বিশ্লেষণ করে ফলাফল বের করে আনে। এর জন্য একটি পৃথক অ্যাপও রয়েছে এবং গুগল সার্চ থেকেও এটি ব্যবহার করা যাবে।

Show Full Article
Next Story