সাবধান! এক সপ্তাহে ৪০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল BGMI, এরপর নিশানায় আপনি নেই তো?

একাধিক বিতর্ক ও জল্পনাকল্পনার পর গত বছরের ২ জুলাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বহুপ্রতীক্ষিত PUBG Mobile-এর ভারতীয়...
techgup 23 April 2022 3:33 PM IST

একাধিক বিতর্ক ও জল্পনাকল্পনার পর গত বছরের ২ জুলাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বহুপ্রতীক্ষিত PUBG Mobile-এর ভারতীয় সংস্করণ Battlegrounds Mobile India (ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া) বা BGMI (বিজিএমআই) গেমটি সর্বপ্রথম প্লে স্টোরে আসে। এই গেমের মোহে ইতিমধ্যেই ব্যাপকভাবে মজে গিয়েছেন বিপুল সংখ্যক ভারতীয় গেমার। তাই পুনরায় যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, তার জন্য সদা তৎপর গেমটির নির্মাতা সংস্থা Krafton (ক্রাফটন)। আর সেই লক্ষ্যেই সম্প্রতি BGMI এবার ৪০,০০০-এরও বেশি অ্যাকাউন্ট চিরতরে নিষিদ্ধ করে বসল। হ্যাঁ ঠিকই পড়েছেন! Battlegrounds Mobile India-র অফিসিয়াল ওয়েবসাইটে এই কথা জানিয়েছে Krafton। দক্ষিণ কোরিয়ার গেম ডেভেলপারটি প্রতি সপ্তাহেই এই ধরনের অ্যাকাউন্টগুলির একটি তালিকা প্রকাশ করে। সেক্ষেত্রে সংস্থার মতে, গত ১১ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে এই অ্যাকাউন্টগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।

এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে, কেন প্রতি সপ্তাহেই এরকম কিছু অ্যাকাউন্টকে ব্যান করা হয়? আসলে এই আকর্ষণীয় গেমটিতে জেতার জন্য বেশ কিছু ইউজার এমন উন্মত্ত হয়ে উঠেছে যে, তারা এখন অসাধু উপায় অবলম্বন করতেও বিন্দুমাত্র দ্বিধা বোধ করছে না। এই ধরনের ঘটনাগুলি দীর্ঘদিন ধরেই ক্রাফটনের নজরে এসেছে এবং তারা বরাবরই ব্যবহারকারীদের সাবধান করে আসছে যে, গেম খেলার সময় যদি প্লেয়াররা কোনোরকম অসৎ কার্যকলাপ করেন, তাহলে তাদের অ্যাকাউন্ট তৎক্ষণাৎ নিষিদ্ধ করা হবে। কিন্তু এত সাবধানবাণী দেওয়া সত্ত্বেও কিছু গেমারকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। আর ফলস্বরূপ প্রতি সপ্তাহেই ক্রমাগত এই ধরনের পদক্ষেপ নেওয়া জারি রাখছে ক্রাফটন।

ক্রাফটনের লেটেস্ট পোস্ট অনুযায়ী, তারা গত সপ্তাহে অবৈধ অ্যাপ এবং প্রোগ্রাম ব্যবহার করে গেম খেলার জন্য ৪১,৮৯৮টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। গেম ডেভেলপাি এই অ্যাকাউন্টগুলির প্রোফাইল নেমও প্রকাশ করেছে। উল্লেখ্য, এর আগে ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে ক্রাফটন ৪৯,৩২৭ টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। শুধু তাই নয়, বিগত বেশ কয়েক মাস ধরেই গেম নির্মাতা সংস্থাটি এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, গেম খেলার জন্য কেউ যদি কোনো চৌর্যবৃত্তির আশ্রয় নেয়, তবে তা কোনোমতেই বরদাস্ত করা হবে না; এক্ষেত্রে তৎক্ষণাৎ তাদের অ্যাকাউন্টগুলিকে ব্যান করা হবে। অর্থাৎ ক্রাফটন আগেও এই ধরনের কাজ করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও যে নিশ্চিতভাবে করবে – সেকথা বলাই বাহুল্য।

গেমের জন্য এসেছে নতুন আপডেটও

প্রসঙ্গত, এসবের পাশাপাশি সম্প্রতি BGMI-এর জন্য একটি নতুন আপডেটও প্রকাশ করেছে ক্রাফটন। এই প্যাচ বা আপডেটে BGMI অনেক বাগ এবং গ্লিচেস (glitches)-এর সমস্যা দূর করেছে। প্যাচ নোট অনুযায়ী, খেলোয়াড়রা নিম্বাস আইল্যান্ড (Nimbus Island)-এ যে অকস্মাৎ স্পিড বুস্ট করতে পারছিলেন, সেই সমস্যাটিকে এই আপডেটে দূর করা হয়েছে। সেইসাথে ইউজারদের সেনসিটিভ কোড ব্যবহার না করতে পারার সমস্যাটিকেও দূরীভূত করা হয়েছে। উল্লেখ্য যে, একটি সেনসিটিভ কোডে ব্যবহারকারীদের ক্যামেরা, এডিএস (ADS) বা এইম ডাউন সাইট এবং জাইরোস্কোপসের কাস্টম সেটিংস থাকে যা সহজেই অন্যান্য খেলোয়াড়দের সাথে শেয়ার করা যায়। তাই খুব স্বাভাবিকভাবেই নয়া আপডেট যে গেমটির প্রতি ইউজারদের আকর্ষণ আরও বহুল পরিমাণে বাড়িয়ে তুলবে বলেই ধরে নেওয়া যায়।

Show Full Article
Next Story