BGMI Returns: ফিরে আসছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, অ্যাকাউন্ট ট্রান্সফারের মেসেজ পাচ্ছে গেমাররা
'ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া' ওরফে BGMI ভারতীয় গেমিং বাজারে বিদ্যমান সবচেয়ে জনপ্রিয় ফ্যান্টাসি গেমগুলির মধ্যে একটি...'ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া' ওরফে BGMI ভারতীয় গেমিং বাজারে বিদ্যমান সবচেয়ে জনপ্রিয় ফ্যান্টাসি গেমগুলির মধ্যে একটি ছিল। তবে চলতি বছরে গেমটির বিরুদ্ধে আনা বিধিনিষেধের দরুন বর্তমানে এদেশের উদীয়মান ই-স্পোর্টস ইকোসিস্টেম বাধাগ্রস্ত হয়। কেননা গত ২৮শে জুলাই থেকে হঠাৎ করে আলোচ্য গেমটিকে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়। যারপর, PUBG এর ন্যায় BGMI -ও পুনরায় ভিন্ন সফ্টওয়্যার রূপে শীঘ্রই প্রত্যাবর্তন করবে এমন ইতিবাচক ভাবনা পোষণ করে একের পর এক পোস্ট শেয়ার করতে থাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ সমগ্র গেমিং কমিউনিটি। এমনকি এই বিষয়ে গেমারদের আশা এতটাই দৃঢ়পক্ক ছিল যে, মাঝে গেমটির 'রিটার্ন' তারিখও রটিয়ে দেওয়া হয় অনলাইনে, যদিও এই তথ্য সম্পূর্ণই ভুয়ো ছিল। এক কথায় বললে, এটা আশা বাঁচিয়ে রাখার প্রচেষ্টা ছিল মাত্র। যাইহোক, সম্প্রতি টুইটার জুড়ে বহু BGMI খেলোয়াড় নির্দিষ্ট প্লেয়ার আইডি অনুসন্ধান করার পরে একটি "অ্যাকাউন্ট মাইগ্রেশন" প্রম্পট বা মেসেজ পাচ্ছে বলে প্রমাণ সহকারে দাবি করেছে। যার দরুন Krafton তাদের BGMI গেমিং প্ল্যাটফর্মকে নতুন ভাবে ফিরিয়ে আনার কাজে ব্যস্ত বলেই মনে হচ্ছে।
নির্দিষ্ট আইডি অনুসন্ধান করায় 'অ্যাকাউন্ট মাইগ্রেশন' মেসেজ প্রদর্শিত হচ্ছে, দাবি BGMI গেমারদের
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি খবর বিশেষ চাউর হচ্ছে। যেখানে, BGMI গেমিং প্ল্যাটফর্মে নির্দিষ্ট কোনো আইডি অনুসন্ধানের পর সার্চ রেজাল্টে কিছু দেখানো হচ্ছে না বলে দাবি করেছেন একাধিক গেমার। যদিও এইসকল আইডি -কে কয়েকটি র্যাঙ্কিং পেজে তালিকাভুক্ত হতে দেখা গেছে, কিন্তু আইডি ওপেন করার সময় একটি মাইগ্রেশন নোটিস আসছে ডিভাইসে। এই মাইগ্রেশন নোটিসে লেখা আছে - "আপনি যে প্লেয়ারের আইডি দেখছেন তিনি ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে চলে (মাইগ্রেটেড) গেছেন।" ফলে এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে, বর্তমান সার্ভারগুলি চীনা সার্ভারের সাথে যোগাযোগ রাখার জন্য অভিযুক্ত হওয়ার কারণে, দক্ষিণ কোরিয়া ভিত্তিক গেম ডেভলপার কোম্পানি ক্রাফটন হয়তো এখন নতুন সার্ভারে প্লেয়ার ডেটা স্থানান্তর করছে বলেই মনে হচ্ছে।
তবে আশ্চর্যজনকভাবে, এই মাইগ্রেশন প্রম্পটটি PUBG থেকে মোবাইল বিজিএমআই-এ ডেটা স্থানান্তরের অনুরূপ দেখাচ্ছে। আরো সোজাসাপ্টা ভাবে বললে, ২০২১ সালে ক্রাফটন ভারতীয় PUBG মোবাইল খেলোয়াড়দের মূল গেম থেকে তাদের অ্যাকাউন্ট নতুন প্ল্যাটফর্মে স্থানান্তর করার সুযোগ দিয়েছিল। আর এবারও যদি ক্র্যাফটন এই একই পন্থা অবলম্বন করে, তাহলে কোম্পানিটি হয়তো তাদের গেমগুলিকে ভার্চুয়াল স্টোরফ্রন্টে ফিরিয়ে আনতে একটি নতুন BGMI অ্যাপ চালু করবে।
যাইহোক, গত বছর ডেটা স্থানান্তরের কাজ সম্পূর্ণ হওয়ার পরে প্লেয়াররা PUBG মোবাইলে স্থানান্তরিত অ্যাকাউন্টগুলি অনুসন্ধান করতে অক্ষম ছিল। ফলস্বরূপ, তৎকালীন সময় একটি নতুন অ্যাপ চালু হওয়া নিয়ে গুজব রটেছিল, যা আদপেই সত্যি প্রমাণিত হয়। আর এবারও একই প্রকার বিজ্ঞপ্তি BGMI -তেও প্রদর্শিত হওয়ার কারণে, মূল PUBG মোবাইলের ন্যায় তার ভারতীয় সংস্করণেও ডেটা স্থানান্তর করা হচ্ছে বলে অনেকেই অনুমান করছেন। তবে সংস্থার তরফ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়া অবধি নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। হয়তো এই নোটিস একটি গ্লিচ বা ত্রুটি হতে পারে। কেননা সাম্প্রতিক নিষেধাজ্ঞা জারির পর, আলোচ্য গেমটিতে বেশ কয়েকটি ইন্টারনাল সার্ভার ইস্যু দেখা দিয়েছিল। আর তাই ক্র্যাফটন গেমটি সচল রাখার জন্য ছোটখাটো কিছু আপডেট রিলিজ করে। যারপর, ইউসি (UC) পারচেজ বিকল্প ব্যতীত গেমটি ভাল ভাবেই কাজ করছে।
BGMI -এর প্রত্যাবর্তন বিষয়ে 'ওয়ার ম্যানিয়া' (War Mania) ভিডিও গেমের প্রতিষ্ঠাতা ও সিইও হৃষভ ভট্টাচার্যের বলেছিলেন যে, BGMI নিষেধাজ্ঞার বিষয়ে সরকার এবং ক্রাফটন একাধিকবার ব্যক্তিগত বৈঠক করেছে। একই সাথে, ডেটা প্রাইভেসি জনিত উদ্বেগগুলি সমাধান করা হয়েছে এবং অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরের শুরুতে গেমটি ফিরে আনার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। অন্যদিকে, স্টারওয়ালার ইস্পোর্টস (Starwalr Esports) -এর সহ-প্রতিষ্ঠাতা তৌকির গিলকার বলেছেন যে, তিনি আলোচ্য গেমের ডেভেলপারদের সাথে কয়েকটি মিটিংয়ে অংশ নিয়েছিলেন, যেখানে গেমটির নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে। আর, এই মিটিং একটি ইতিবাচক প্রতাশ্যার সাথে সমাপ্ত হয়েছে এবং BGMI -এর প্রত্যাবর্তনের সম্ভাবনা ৯৫% -এরও বেশি বলে এদেশের গেমিং সম্প্রদায়কে আশ্বাস দিয়েছেন গিলকার।