5G: উন্নত পরিষেবা পেতে দিতে হবে প্রিমিয়াম চার্জ, ইঙ্গিত দিল Airtel
ভারতে 5G (৫জি) নেটওয়ার্কের উপলভ্যতা – এই মুহূর্তে বাজারের চর্চার অন্যতম প্রধান বিষয়! মাসের শুরুতে বহুপ্রতীক্ষিত...ভারতে 5G (৫জি) নেটওয়ার্কের উপলভ্যতা – এই মুহূর্তে বাজারের চর্চার অন্যতম প্রধান বিষয়! মাসের শুরুতে বহুপ্রতীক্ষিত স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই, দেশীয় টেলিকম কোম্পানিগুলি কবে এই পরিষেবা ব্যবহারের সুযোগ দেবে সেই আশায় দিন গুনছে সাধারণ মানুষ তথা প্রযুক্তিমহল। তবে এরই মাঝে অনেকেরই মনে কৌতুহল হচ্ছে যে হাই স্পিড পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহারে কেমন খরচ হবে? এই পরিস্থিতিতে দেশের তৃতীয় বৃহত্তম টেলকো Vi (ভিআই) বা Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) কিছুদিন আগেই জানিয়েছিল যে, নিলামে মোটা টাকা খরচা হওয়ায় তাদের 5G প্ল্যানের দাম বেশি হবে। আর এখন এই সম্ভাবনার ইঙ্গিত দিল জনপ্রিয় Bharti Airtel (ভারতী এয়ারটেল)-ও।
আসলে অতিসম্প্রতি একটি সাক্ষাৎকারের দরুন ভারতী এন্টারপ্রাইজের ভাইস-চেয়ারম্যান অখিল গুপ্তা ৫জি ব্যবহারের জন্য মোবাইল ইউজারদের মোটা টাকা চার্জ দেওয়ার কথা বলেছেন। তাঁর মতে, এয়ারটেল উচ্চ শুল্কে ৫জি প্ল্যান লঞ্চ করবে। তবে যদি সংস্থা সুপারফাস্ট নেটওয়ার্কের জন্য প্রিমিয়াম চার্জ নাও করে, তাহলেও সামগ্রিকভাবে তারা ডেটা খরচ বাড়াবে।
শুল্ক বাড়িয়ে বেশি আয় করতে চায় Airtel?
বিগত কয়েক মাসে, ট্যারিফ শুল্ক বাড়িয়ে এয়ারটেলসহ অন্যান্য কোম্পানিগুলি তাদের আয় বৃদ্ধির চেষ্টা করেছে। এই বছরের শুরুতেও এয়ারটেল ফের বিদ্যমান রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ানোর কথা বলে। তবে ৫জি পরিষেবা প্রিমিয়াম সেগমেন্টে এলে তাদের রেভেনিউ সহজেই বাড়বে বলে আশাবাদী অখিল। কারণ ৫জি চালু হলে বেশিরভাগ গ্রাহকই উন্নত পরিষেবা ব্যবহার করবেন – এমনটাই তাঁর অভিমত। শুধু তাই নয়, এই খরচের স্বপক্ষে যুক্তি দিয়ে অখিল বলেছেন যে, বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় ভারতে ট্যারিফ শুল্ক অত্যন্ত কম। তাই ইউজাররা যদি আরো ভালো এবং দ্রুত পরিষেবা পেতে চান, তাহলে তার জন্য তাঁদের বেশি দাম দিতে হওয়াটা স্বাভাবিক বিষয়।
গত সপ্তাহে Airtel স্পেকট্রামের বকেয়া মিটিয়েছে
গত সপ্তাহের শুরুতে ভারতী এয়ারটেল, ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন বা ডিওটি (DoT)-কে ৫জি স্পেকট্রামের বকেয়া বাবদ ৮৩১২.৪ কোটি টাকা পরিশোধ করেছে। চলতি মাস থেকেই ধাপে ধাপে নতুন পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে সংস্থার। তবে ঠিক কবে এয়ারটেল ৫জি (Airtel 5G) উপলব্ধ হবে, তা বলবে সময়ই!