ঘুরপথে ফের প্ল্যানের দাম বাড়াল Airtel, ২০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে একই পরিষেবা পাওয়ার জন্য
প্রিপেইডের পাশাপাশি এবার পোস্টপেইড ইউজারদের জন্যেও ঘুরপথে প্ল্যানের দাম বাড়ানো শুরু করলো এয়ারটেল (Airtel)। আজ্ঞে...প্রিপেইডের পাশাপাশি এবার পোস্টপেইড ইউজারদের জন্যেও ঘুরপথে প্ল্যানের দাম বাড়ানো শুরু করলো এয়ারটেল (Airtel)। আজ্ঞে হ্যাঁ, দেশের ২য় বৃহত্তম এই প্রাইভেট টেলকো সদ্য ১,১৯৯ টাকার বিনিময়ে লভ্য এক নতুন পোস্টপেইড প্ল্যান লঞ্চ করেছে। নতুন হলেও এই প্ল্যানের সুবিধাগুলি কিন্তু Airtel -এরই তুলনামূলক কম মূল্যের অন্য এক পোস্টপেইড প্ল্যানের অনুরূপ। এখানে আমরা যে দ্বিতীয় এয়ারটেল প্ল্যানের কথা বলছি তার মূল্য ৯৯৯ টাকা। উক্ত প্ল্যানের সমস্ত সুবিধাগুলিই ১,১৯৯ টাকার নবাগত প্ল্যানের সাথে মিলবে। এভাবে পৃথক পৃথক মূল্যে একই সুবিধাযুক্ত প্ল্যান লঞ্চ করা যে ঘুরপথে মূল্যবৃদ্ধিকে কার্যকর করার প্রয়াস তা বুঝে নিতে অসুবিধে হয়না।
১,১৯৯ টাকার Airtel পোস্টপেইড প্ল্যানের সুবিধা
১,১৯৯ টাকার বিনিময়ে আগত এয়ারটেল পোস্টপেইড প্ল্যানের সাথে ব্যবহারকারীরা মাসিক ১৫০ জিবি ডেটা খরচের স্বাধীনতা পেয়ে যাবেন। এর সাথে প্রতিটি অ্যাড-অন কানেকশনের জন্য নয়া প্ল্যানের আওতায় প্রতি মাসে ৩০ জিবি বাড়তি ডেটা খরচের ফায়দা মিলবে। উপরন্তু ১,১৯৯ টাকার এই প্ল্যানের সাথে ২০০ জিবি ডেটা রোলওভার সুবিধা উপলব্ধ।
এখানেই শেষ নয় বরং উপরের প্ল্যান চয়ন করলে প্রত্যহ ১০০ এসএমএস খরচ এবং অানলিমিটেড ভয়েস কল করার ছাড়পত্র পাওয়া যাবে। তাছাড়া এই প্ল্যানটির সাথে আকর্ষণীয় ওটিটি (OTT) সুবিধা উপলব্ধ। Airtel Thanks Platinum Reward -যুক্ত এই প্ল্যান উপভোক্তাদের বিনামূল্যে মাসিক Netflix Basic, সম্পূর্ণ ৬ মাসের Amazon Prime, সারা বছরের Disney+ Hotstar এবং Wynk Music প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রদান করবে।
৯৯৯ টাকার Airtel পোস্টপেইড প্ল্যানের সুবিধা
এই প্ল্যানের সাথেও এয়ারটেল ইউজারেরা নিজস্ব ব্যবহারের জন্য মাসিক ১০০ জিবি ডেটা ও প্রতিটি অ্যাড-অন সংযোগের জন্য ৩০ জিবি বাড়তি ডেটা ছাড়াও ২০০ জিবি পর্যন্ত মাসিক ডেটা রোলওভারের ফায়দা পাবেন। এর সাথেই মিলবে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০ এসএমএস পাঠানোর ছাড়পত্র। সর্বোপরি ৯৯৯ টাকার আলোচ্য পোস্টপেইড প্ল্যানও এয়ারটেলের Thanks Platinum Reward সহ এসেছে। অর্থাৎ ১,১৯৯ ও ৯৯৯ টাকার প্ল্যানদ্বয়ের সুবিধায় বিশেষ কোনো ফারাক নেই বললেই চলে।