Airtel-এর এই প্রিপেড প্ল্যানের সুবিধা কিন্তু Jio, Vi, বা BSNL কেউই দিচ্ছে না
ইউজারদের আকর্ষণীয় অফার প্রদানের ক্ষেত্রে ভারতী এয়ারটেল (Bharati Airtel) অন্যান্য অপারেটরদের নিরিখে সবসময় এগিয়ে থাকার...ইউজারদের আকর্ষণীয় অফার প্রদানের ক্ষেত্রে ভারতী এয়ারটেল (Bharati Airtel) অন্যান্য অপারেটরদের নিরিখে সবসময় এগিয়ে থাকার চেষ্টা করে। তাছাড়া প্রতিযোগিতার বাজারে গ্রাহক আকর্ষণের জন্যও নিত্য নতুন অফার সামনে আনতে হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বর্তমানে Airtel -এর ঝুলিতে প্রিপেইড ইউজারদের জন্য এমন দুটি চিত্তাকর্ষক প্ল্যান রয়েছে, যার সমান সুবিধা Reliance Jio, Vi অথবা BSNL, কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়।
ঠিকই পড়ছেন, অপরাপর প্ল্যানের তুলনায় দাম কিছুটা বেশি হলেও আলোচ্য প্ল্যানদ্বয় রিচার্জের ফলে Airtel গ্রাহকেরা মোট ১৬৮ থেকে ২১০ জিবি (GB) পর্যন্ত ডেটা খরচের সুবিধা পেতে পারেন! সুতরাং দেরি না করে আসুন, Airtel -এর লাভজনক সেই প্রিপেইড অফারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
৬৯৯ টাকার Airtel প্রিপেইড প্ল্যান
৬৯৯ টাকা প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে উপভোক্তারা দৈনিক ৩ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সুবিধা পাবেন। এছাড়া এই প্ল্যানের সাথে মিলবে যে কোনও নম্বরে অনলিমিটেড ভয়েস কল করার সুযোগ। সর্বোপরি ৬৯৯ টাকার এয়ারটেল প্ল্যান ৫৬ দিনের ভ্যালিডিটি প্রদান করবে যার অর্থ আলোচ্য প্ল্যানের সাথে টেলকোর গ্রাহকেরা মোট (৫৬x৩)=১৬৮ জিবি ডেটা খরচের ফায়দা ওঠাতে পারবেন।
এখানেই শেষ নয়, বরং ৬৯৯ টাকার Airtel প্ল্যান Airtel Thanks Benefits -এর সাথে উপলব্ধ। ফলে এর সাথে Airtel Xstream Mobile Pack, Shaw Academy প্রভৃতি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এবং FASTag ক্যাশব্যাক সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
৯৯৯ টাকার Airtel প্রিপেইড প্ল্যান
এই প্ল্যান বেছে নিলে এয়ারটেল গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড ভয়েস কল করার ছাড়পত্র পেয়ে যাবেন। এছাড়া ৯৯৯ টাকা রিচার্জ করলে তারা পাবেন রোজ ২.৫ জিবি ডেটা এবং ১০০ এসএমএস খরচের সুবিধা। তাছাড়া এই প্ল্যানের সাথেও গ্রাহকেরা উল্লিখিত এয়ারটেল থ্যাংকস বেনিফিটগুলি পেয়ে যাবেন।
উল্লেখ্য, এর বাইরে ৬৯৯ ও ৯৯৯ টাকা মূল্যে আগত এয়ারটেলের আলোচ্য দুই প্ল্যান আরো একটি এমন সুবিধা অফার করে, যা সমমূল্যের অন্য কোনও জিও, ভোডাফোন আইডিয়া বা বিএসএনএল রিচার্জ বিকল্পের সাথে উপলব্ধ নয়।
আলোচ্য এয়ারটেল প্রিপেইড প্ল্যানদুটির সাথে বাড়তি হিসেবে উপভোক্তা পাবেন Amazon Prime Membership যার ফলে তিনি বিভিন্ন অ্যামাজন অ্যাপ যথা, Prime Music, Prime Video প্রভৃতি থেকে অবাধে নিজের মনপসন্দ কনটেন্ট উপভোগ করতে পারবেন। তবে এজন্য ইউজারকে কোনওরকম অর্থ খরচ করতে হবেনা। প্রসঙ্গত বলে রাখি, ৬৯৯ টাকার প্ল্যানের সঙ্গে Airtel ইউজারেরা মোট ৫৬ দিনের অ্যামাজন প্রাইম সদস্যপদ পেয়ে যাবেন যা তাদের প্ল্যান ভ্যালিডিটির অনুরূপ। একইভাবে ৯৯৯ টাকার প্ল্যানের সাথে মোট ৮৪ দিনের Amazon Prime সদস্যপদ পাওয়া যাবে।