Tariff Hike: চলতি বছরে ফের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে Airtel, Vi, নিশ্চিত করল সংস্থা
গ্রাহক পিছু আয় বাড়াতে আরো একবার রিচার্জ ট্যারিফের মূল্যবৃদ্ধির পথে হাঁটছে দেশের প্রধান দুই টেলিকম অপারেটর সংস্থা ভারতী...গ্রাহক পিছু আয় বাড়াতে আরো একবার রিচার্জ ট্যারিফের মূল্যবৃদ্ধির পথে হাঁটছে দেশের প্রধান দুই টেলিকম অপারেটর সংস্থা ভারতী এয়ারটেল (Bharati Airtel) এবং ভোডাফোন আইডিয়া লিমিটেড বা ভিআই (Vi)। এর ফলে ভবিষ্যতে টেলিকম পরিষেবা আরো মহার্ঘ হওয়া আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২১ সালের শেষ পর্বে বেসরকারি টেলকোগুলি সমবেতভাবে ট্যারিফ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। তার রেশ কাটতে না কাটতেই এবার পুনরায় ট্যারিফ মূল্য বাড়ানোর ঘোষণা প্রকাশ্যে এল, যা দেশের অগুন্তি টেলিকম ইউজারের পক্ষে প্রকৃত অর্থেই দুঃসংবাদ।
২০২২ সালে বাড়বে ট্যারিফ মাশুল, বলছে Airtel, Vi
সম্প্রতি এয়ারটেল সিইও (CEO) গোপাল ভিত্তল প্রকাশ্যেই জানিয়েছেন যে, ২০২২ সালে তারা দ্বিতীয়বার ট্যারিফ মাশুল বাড়ানোর কথা ভাবছেন। তবে আগামী দুই-তিন মাসের মধ্যে এই বৃদ্ধি ঘটার কোনো সম্ভাবনা নেই বলে তার বক্তব্য।
শুধুমাত্র এয়ারটেলই নয় বরং একইসাথে ট্যারিফ মাশুল বাড়ানোর কথা ভাবছে ভিআই (Vi)। এক্ষেত্রে ২০২১ সালের মাশুল বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনে সংস্থার সিইও রবিন্দর টক্কর জানান যে পুনরায় রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর জন্য তারা দুই বছর অপেক্ষা করতে রাজি নন। পরিবর্তে তিনি ২০২২ সালেই পরিষেবা মাশুল বৃদ্ধির পক্ষে সওয়াল করেন।
মোবাইল ট্যারিফের দাম বাড়িয়ে লাভবান Airtel
গতবার অর্থাৎ ২০২১ সালের শেষ পর্বে রিচার্জ ট্যারিফের দাম বাড়ানোর সুফল হাতেনাতেই পেয়েছে এয়ারটেল। এর ফলে সংস্থার গ্রাহক পিছু আয়ের পরিমাণ অনেকটাই বেড়েছে। ত্রৈমাসিক-ভিত্তিক পরিসংখ্যানে উক্ত বৃদ্ধির চিত্র স্পষ্ট হয়েছে। দেখা গিয়েছে ট্যারিফ মাশুল বৃদ্ধির ফলে ত্রৈমাসিক ভিত্তিতে (QoQ) এয়ারটেলের গ্রাহক পিছু আয় ১০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৩ টাকা! অবশ্য এরপরেও সংস্থাটি ট্যারিফ মূল্য বাড়ানোর ভাবনা থেকে সরে আসতে নারাজ বলে প্রকাশ্যে এসেছে।
ট্যারিফের দাম বাড়ানোর পক্ষে সাফাই গাইতে গিয়ে এয়ারটেলের বক্তব্য আগামী দিনে তারা তাদের গ্রাহক পিছু আয়ের পরিমাণ ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে রাখতে আগ্রহী। এটুকু মুনাফা না হলে তারা বিনিয়োগের বদলে ন্যূনতম ১৫ শতাংশ রিটার্ন আদায়ে ব্যর্থ হবে বলে Airtel জানিয়েছে।
অন্যদিকে Vi -এর পক্ষ থেকেও স্বাস্থ্যকর রিটার্ন আদায়ের জন্য পরিষেবা খরচ বাড়ানোর কথা জানানো হয়েছে। তেমনটা না হলে ভারতীয় টেলিকম বাজারে তাদের পক্ষে টিকে থাকা মুশকিল হবে বলে সংস্থার বক্তব্য।