Ola S1 Pro-তে পুজোর পর নয়া আপডেট, চার্জ হবে তাড়াতাড়ি, যুক্ত হবে নানা আকর্ষণীয় ফিচার্স, থাকবে বহু চমক

গ্রাহক সন্তুষ্টিতে আর কোনোরকম ফাঁকফোকর রাখতে নারাজ দেশের বহুল চর্চিত বৈদ্যুতিক স্কুটার কোম্পানি ওলা ইলেকট্রিক (Ola Electric)। MoveOS-এর দ্বিতীয় সংস্করণের পর, এবারে সংস্থার নজর MoveOS…

গ্রাহক সন্তুষ্টিতে আর কোনোরকম ফাঁকফোকর রাখতে নারাজ দেশের বহুল চর্চিত বৈদ্যুতিক স্কুটার কোম্পানি ওলা ইলেকট্রিক (Ola Electric)। MoveOS-এর দ্বিতীয় সংস্করণের পর, এবারে সংস্থার নজর MoveOS 3 ভার্সনের দিকে। ইতিমধ্যেই যার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে বলে আগেই নিশ্চিত করেছিল ওলা। এবারে তার ট্রেলার দেখালেন সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal) স্বয়ং। তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা যায় Ola S1 Pro-র নতুন সফটওয়্যার তিনি নিজেই পরীক্ষা করছেন। এ বছরের দিওয়ালির আগেই নয়া আপডেটটি ছাড়া শুরু করা হতে পারে বলে জানানো হয়েছে।

ওলার MoveOS 3 সফটওয়্যার আপডেটটি যে আগের তুলনায় উন্নততর হবে তা বেশ বোঝা যাচ্ছে। এই প্রসঙ্গে ভাবিশ বলেন, ওলা ফিউচার ফ্যাক্টরিতে নতুন সফটওয়্যার আপডেট ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে। আশা করছি দিওয়ালির আগে Ola S1 Pro-র সকল গ্রাহকের কাছে এটি পৌঁছে যাবে। নতুন সফটওয়্যার আপডেটে একাধিক ফিচারের মধ্যে হিল হোল্ড ফাংশন যোগ করা হয়েছে। তবে সবচেয়ে বড় চমকটি গোপন রাখতে চেয়েছেন ভাবিশ। টুইটারে তিনি লেখেন, “MoveOS 3 তাঁদের জন্য, যাদের এখনও আইসিই হ্যাংওভার আছে। নাম নেব না।”

Bhavish Aggarwal reveals launch date of MoveOS 3 update for Ola S1 Pro, Launch date of MoveOS 3 update for Ola S1 Pro Electric Scooter, MoveOS 3 update with hill hold calling feature and more, Ola to launch MoveOS 3.0 for S1 Pro in October

এদিকে ভিডিয়োতে ভাবিশ S1 Pro-র থ্রটল ঘোরানোর সময় মোটরের থেকে এগজস্ট পাইপের মতো আওয়াজ শোনা যায়। তবে কি তিনি আদতে একটি পেট্রল চালিত স্কুটারের মতো ওলার S1 Pro-তেও উৎপন্ন কৃত্রিম আওয়াজের কথাই বলতে চেয়েছেন? তেমনটাই অনুমান করা হচ্ছে। এছাড়া অন্যান্য ফিচারের মধ্যে থাকছে প্রক্সিমিটি আনলক, একাধিক মুড, নতুন প্রজন্মের V2, হাইপারচার্জিং (দ্রুত চার্জ), কলিং (কনসোল থেকে ফোন ধরা ও কাটা), কী শেয়ারিং সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

MoveOS 3-র উল্লিখিত ফিচারের মধ্যে ‘মুড’ একটি অন্যতম। উন্নত গ্রাফিক্সের সাথে এটি ডিজিটাল স্ক্রিনে রেট্রো স্টাইল প্রকট করতে অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ধরা দেবে। যা ভাবিশের পোস্ট করা ভিডিয়োতে পরিষ্কার দেখা যাচ্ছে। প্রসঙ্গত, গত জুনের শুরুতে MoveOS 2 সফটওয়্যার রোলআউট শুরু করেছিল ওলা। ফলে S1 Pro -তে বেশ কিছু নতুন ফিচার সক্রিয় হয়ে ওঠে। যেমন, নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ক্রুজ কন্ট্রোল। বর্তমানে ভারতের বৈদ্যুতিক স্কুটার এর বাজারে সর্বাধিক বিক্রিত স্কুটারগুলির মধ্যে Ola S1 Pro অন্যতম। যার হাত ধরে Hero Electric-কে স্থানচ্যুত করে এপ্রিলে বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলারের জায়গা দখল করেছিল ওলা। যদিও বর্তমানে চার নম্বরে নেমে এসেছে তারা।