দিনরাত কবজি ডুবিয়ে শুধু বিরিয়ানি খাচ্ছে মানুষজন, মিনিটে কত প্লেট অর্ডার করছে শুনলে চমকে যাবেন!
এ বছর অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগিতে সবথেকে জনপ্রিয় খাবারের তকমা পেল বিরিয়ানি। এদিন রিপোর্ট প্রকাশ করল সংস্থা। তা থেকে জানা গিয়েছে, প্রতি মিনিটে বিরিয়ানির 158টি অর্ডার পেয়েছে সুইগি।
দেশে সবথেকে জনপ্রিয় খাবার যে বিরিয়ানি তা আরও একবার প্রমাণ করল Swiggy এর 2024 রিপোর্ট। এ বছর এখনও পর্যন্ত 8.3 কোটি বিরিয়ানি অর্ডার পেয়েছে সংস্থাটি। যার মানে প্রতি মিনিটে 158টি অর্ডার পেয়েছে সুইগি। এই নিয়ে টানা নবমবার সেরার সেরা খাবার হিসাবে স্বীকৃতি পেল বিরিয়ানি।
সুইগির রিপোর্ট বলছে, এ বছর বেঙ্গালুরুর এক ব্যক্তি একাই 49,000 টাকার পাস্তা অর্ডার করেছেন। এছাড়াও তাঁর অর্ডারে ছিল 55টি আলফ্রেডো পদ, 40টি ম্যাক ও চিজ প্লেট এবং 30টি স্প্যাগেটি পাস্তা। চোখ ছানাবড়া করা এই পরিসংখ্যান শুনে যদি অবাক হবেন, তাহলে ভুল করবেন। এটা তো সবে শুরু!
চিকেন রোল 2024 সালে দেশের সর্বাধিক অর্ডার করা স্ন্যাক হিসাবে আবির্ভূত হয়েছে। এ বছর 20 লাখ 48 হাজার চিকেন রোল অর্ডার হয়েছে সুইগিতে। 2.3 কোটি অর্ডার হয়েছে দোসা। 16 লাখ 30 হাজার অর্ডার হয়েছে চিকেন মোমো। 13 লাখ অর্ডার হয়েছে আলুর ফ্রাই। সাইড ডিশ হিসাবে ব্যাপক জনপ্রিয় এই খাবারগুলি।
সুইগির রিপোর্ট অনুযায়ী, 2024 সালে, বেঙ্গালুরুতে 25 লাখ মশলা দোসা অর্ডার হয়েছে। এদিকে, দিল্লি, চণ্ডীগড় এবং কলকাতায় সবথেকে বেশি অর্ডার হয়েছে - ছোলে ভাটুরে, আলু পরোটা এবং কচুরি। রাত 12টা থেকে 2টোর মধ্যে 18 লাখ 40 হাজার চিকেন বার্গার অর্ডার হয়েছে সুইগিতে। এই সমস্ত পদগুলির মধ্যে বিরিয়ানি একমাত্র খাবার যা 24/7 অর্ডার করেছেন গ্রাহকরা।
এ বছর অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগিতে সবথেকে জনপ্রিয় খাবারের তকমা পেল বিরিয়ানি। এদিন রিপোর্ট প্রকাশ করল সংস্থা। তা থেকে জানা গিয়েছে, প্রতি মিনিটে বিরিয়ানির 158টি অর্ডার পেয়েছে সুইগি।