ফোন থেকে চীনা অ্যাপ ডিলিট করলেই পাবেন বিনামূল্যে মাস্ক, বিজেপি বিধায়কের অভিনব প্রচার

ফোন থেকে চীনা অ্যাপ আনইনস্টল করলেই বিনামূল্যে পেয়ে যাবেন একটি মাস্ক। আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এক বিজেপি বিধায়ক এমনই শর্ত রেখেছে জনগণের সামনে। করোনা…

ফোন থেকে চীনা অ্যাপ আনইনস্টল করলেই বিনামূল্যে পেয়ে যাবেন একটি মাস্ক। আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এক বিজেপি বিধায়ক এমনই শর্ত রেখেছে জনগণের সামনে। করোনা থেকে বাঁচতে আমাদের মাস্কের প্রয়োজন, আবার চীনা অ্যাপ আমাদের দেশের জন্য ক্ষতিকর। ফলে বিজেপি বিধায়কের এই কথা শোনার পর অনেকে রসিকতা করে বলেছেন যে, তিনি এক ঢিলে দুই পাখি মারলেন। আসুন পুরো ঘটনাটি জেনে নিই।

আমরা জানি যে সম্প্রতি ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রক ৬৯ এর এ ধারা প্রয়োগ করে ৫৯ টি চীনা মোবাইল অ্যাপস নিষিদ্ধ করেছে, যার মধ্যে রয়েছে টিকটক, শেয়ারইট, ক্লাব ফ্যাক্টরির মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশন। এই অবস্থায় উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী অনুপমা জয়সওয়াল ফোন থেকে সমস্ত চীনা অ্যাপ রিমুভ করার জন্য একটি অভিনব প্রচার শুরু করেছেন। ফোন থেকে চীনা অ্যাপ আনইনস্টল করার পর লোকজনকে বিনামূল্যে মাস্ক দেওয়া হচ্ছে।

অনুপমা জয়সওয়াল জানিয়েছেন, এই ক্যাম্পেইনের লক্ষ্য মানুষের ফোন থেকে চাইনিজ অ্যাপ ডিলিট করা। দলের মহিলা মোর্চার সহায়তায় এই প্রচার চালানো হচ্ছে। এই অভিযানে পাঁচজন মহিলা কর্মীর একটি গ্রুপ বাজারে গিয়ে মানুষজনকে চীনা অ্যাপ্লিকেশন ডিলিট করার পরামর্শ দিচ্ছে এবং অ্যাপ ডিলিট করলেই মাস্ক দেওয়া হচ্ছে।

এই অভিযানে কিছু স্মার্টফোন বিশেষজ্ঞও রয়েছেন, যারা সাধারণ মানুষের ডিভাইস থেকে চীনা অ্যাপ আনইনস্টল করতে সাহায্য করেছেন।
সূত্রের খবর গত বুধবার অবধি ১০০ জনের বেশি মানুষের ডিভাইস থেকে বিভিন্ন চাইনিজ অ্যাপ ডিলিট করা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *