Black Friday Sale: ব্ল্যাক ফ্রাইডে সেলে এই ভুল একদম নয়, অনলাইন কেনাকাটায় মারাত্মক প্রতারণার ফাঁদ
সবথেকে বড় সেলগুলির মধ্যে একটি ব্ল্যাক ফ্রাইডে। তবে এই সেল চলাকালীন অনলাইনে নানা সাইবার হানা সম্পর্কে সচেতন থাকা উচিত ক্রেতাদের। নিরাপদে কেনাকাটা করার জন্য কী কী বিষয় এড়িয়ে চলবেন জানুন।
২৯ নভেম্বর শুরু হবে ব্ল্যাক ফ্রাইডে সেল। ইতিমধ্যে নানা অফারের ডালি নিয়ে প্রস্তুতি আরম্ভ করেছে সংস্থাগুলি। একদিকে যেমন লোভনীয় দামে জিনিসপত্র কেনার সুযোগ, আর একদিকে তেমনই এক ক্লিকে নিঃস্ব হওয়ার ভয়। Black Friday Sale চলাকালীন অনলাইন প্রতারণার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। তাই ক্রেতাদের সচেতন থাকার কথা বলা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের পরের দিন শুরু হয় ব্ল্যাক ফ্রাইডে সেল। ক্রিসমাস মরশুমের আগে এটাই সবথেকে বড় সেল হিসাবে ধরা হয়। ভারতেও ব্ল্যাক ফ্রাইডে সেল আয়োজন করে থাকে ই-কমার্স সাইটগুলি। কম দামে নানা ইলেক্ট্রনিক্স পণ্য, জামা কাপড়, হোম অ্যাপ্লায়েন্স কেনার সুযোগ থাকে। তার সঙ্গে জড়িত থাকে সাইবার হানার আশঙ্কা।
অফলাইন এবং অনলাইন উভয় জায়গায় ব্ল্যাক ফ্রাইডে ডিল পাওয়া যায়। ঠিক এই সময় আকর্ষণীয় অফারের প্রলোভন দেখিয়ে জালিয়াতি করার চেষ্টা করে কিছু অসাধু মানুষ। তাই যারা আসন্ন সেলে কেনাকাটা করতে চাইছেন তারা এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন।
নিরাপদ অনলাইন কেনাকাটা করার টিপস
ইমেলের লিঙ্কগুলিতে ক্লিক করা এড়িয়ে চলুন : ইমেলের মাধ্যমে ডিসকাউন্ট এবং অফার পাঠিয়ে ব্যবহারকারীদের প্রতারণা করা হয়। এরকম সন্দেহজনক ইমেল পেলে তা এড়িয়ে চলুন।
URL যাচাই করুন : আপনি যে ওয়েবসাইট থেকে কেনাকাটা করছেন তার URL যাচাই করুন। শুধুমাত্র নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে কেনাকাটা করার পরামর্শ দেওয়া হচ্ছে। টাটা ক্লিক, অ্যাজিও এবং মিন্ত্রার মতো প্ল্যাটফর্মগুলি এই বছরও ছাড় দেবে বলে আশা করা হচ্ছে৷ সঠিক ইউআরএল, বানান ত্রুটির অনুপস্থিতি এবং ডিজাইন যাচাই করে অনলাইন কেনাকাটা করা উচিত।
নিরাপদ পেমেন্ট : অনলাইন ট্রাফিক বৃদ্ধির সাথে সাথে সাইবার হুমকিও বাড়ছে। তাই বিশ্বস্ত প্ল্যাটফর্মগুলিতে ক্রেডিট কার্ড বা UPI এর মতো নিরাপদ অর্থপ্রদানের পদ্ধতি বেছে নিন। আর অপরিচিত ওয়েবসাইটে সংবেদনশীল তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।
সবথেকে বড় সেলগুলির মধ্যে একটি ব্ল্যাক ফ্রাইডে। তবে এই সেল চলাকালীন অনলাইনে নানা সাইবার হানা সম্পর্কে সচেতন থাকা উচিত ক্রেতাদের। নিরাপদে কেনাকাটা করার জন্য কী কী বিষয় এড়িয়ে চলবেন জানুন।