গরমে 12 মিনিটে সিলিং ফ্যান ডেলিভারি করবে Blinkit, হাসির রোল নেটপাড়ায়
কুইক-কমার্স প্ল্যাটফর্ম Blinkit দ্রুত ডেলিভারির জন্য ভারতে ব্যাপক জনপ্রিয়। আর এখন সংস্থাটি অ্যাটমবার্গের সাথে হাত...কুইক-কমার্স প্ল্যাটফর্ম Blinkit দ্রুত ডেলিভারির জন্য ভারতে ব্যাপক জনপ্রিয়। আর এখন সংস্থাটি অ্যাটমবার্গের সাথে হাত মিলিয়ে 12 মিনিটের মধ্যে সিলিং ফ্যান ডেলিভারি করার দাবি করেছে। এর আগে Blinkit 10 মিনিটের মধ্যে ডেলিভারি করার ঘোষণা করেছে। তবে সম্প্রতি সিলিং ফ্যান ডেলিভারি করার প্রতিশ্রুতি দেওয়ার পর অনেকেই এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে Blinkit কে নিয়ে মজা করতে শুরু করেছে।
এক্স-এ টুইট করে মানুষ ব্লিঙ্কিটের দ্রুত ডেলিভারি নিয়ে নানান প্রতিক্রিয়া দিয়েছে। একজন ইউজার বলেছেন যে শীঘ্রই ব্লিঙ্কিট এয়ার কন্ডিশনারও বিক্রি শুরু হবে। একজন লিখেছেন, 'এসি নেক্সট'। আবার একজন বলেছেন যে "ব্লিঙ্কিট অ্যামাজন এবং ফ্লিপকার্টকে হত্যা করছে। "
এছাড়াও একজন এক্স ব্যবহারকারী লিখেছেন যে "ফ্যান অর্ডার করার আগে ফিটিংয়ের জন্য বুক করা উচিত এবং তারপরে ফ্যানটি অর্ডার করা উচিত। হাহাহা। এটা মজার, কিন্তু আমি এটা ঘটতে দেখতে পাচ্ছি। "
কেউ আবার লিখেছেন, একটি রোলস রয়েস / বিএমডাব্লু 10 মিনিটের মধ্যে ডেলিভারি করা হবে? আবার একজন এক্স ব্যবহারকারী বলেছেন, প্রাথমিক চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স পরিষেবা 10 মিনিটের মধ্যে চালু করা উচিত।