সস্তা স্পোর্টস বাইকে কিস্তিমাত, TVS এর দৌলতে ভারতে অভূতপূর্ব সাফল্যের সাক্ষী জার্মান সংস্থা
TVS Apache RR 310-এর রিব্যাজড মডেল হিসেবে জুলাইয়ে ভারতে বাজারে জাঁকজমকপূর্ণ ভাবে পা রেখেছিল BMW G 310 RR। আর লঞ্চের...TVS Apache RR 310-এর রিব্যাজড মডেল হিসেবে জুলাইয়ে ভারতে বাজারে জাঁকজমকপূর্ণ ভাবে পা রেখেছিল BMW G 310 RR। আর লঞ্চের পাঁচ মাসের মধ্যেই নতুন কীর্তি গড়ল জার্মান সংস্থাটির সবচেয়ে সস্তা এন্ট্রি-লেভেল সুপারস্পোর্টস মোটরসাইকেলটি। এই ক’দিনেই ১,৫০০ ইউনিটের বেশি বিক্রির মাইলফলক স্পর্শের কথা ঘোষণা করল বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)। যা তাদের মতো প্রিমিয়াম ব্র্যান্ডের ক্ষেত্রে অত্যন্ত আশাব্যাঞ্জক।
BMW G 310 RR এদেশে সিঙ্গেল ভ্যারিয়েন্টে অফার করা হলেও দুটি ভিন্ন পেইন্ট স্কিমে বেছে নেওয়া যায় – ব্ল্যাক স্টোন মেটালিক এবং স্টাইল স্পোর্ট। এদের মূল্য যথাক্রমে ২.৯০ লক্ষ টাকা ও ২.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি হল এদেশে সংস্থার সবচেয়ে সস্তার মোটরসাইকেল। এতে Apache RR 310-এর ডিজাইন, ফিচার এবং পাওয়ারট্রেন ব্যবহার করা হয়েছে।
BMW G 310 RR ইঞ্জিন এবং গিয়ারবক্স
বিএমডব্লিউ জি ৩১০ আরআর-এ উপস্থিত একটি 313 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ৯,৫০০ আরপিএম গতিতে ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ৭,৭০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ার বক্স।
BMW G 310 RR ফিচার ও হার্ডওয়্যার
বাইকটির ফিচার ও হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, এতে দেওয়া হয়েছে ফুল এলইডি লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ৫-ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে, রাইড বাই ওয়্যার থ্রটেল, ডুয়েল চ্যানেল এবিএস সহ রিয়ার হুইল লিফট অফ প্রটেকশন। G 310 RR-এ আবার চারটি রাইডিং মোড উপলব্ধ – ট্র্যাক, আরবান, রেইন এবং স্পোর্ট।