বিপদে লক্ষ লক্ষ boAt প্রোডাক্ট ব্যবহারকারী, যেকোনো মুহূর্তে ফাঁকা হয়ে যেতে পারে অ্যাকাউন্ট

আবারো সাইবার আক্রমণের শিকার হল একটি স্বনামধন্য ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড। সম্প্রতি দেশীয় সংস্থা boAt -এর 7.5 মিলিয়ন বা 75...
SUMAN 8 April 2024 1:35 PM IST

আবারো সাইবার আক্রমণের শিকার হল একটি স্বনামধন্য ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড। সম্প্রতি দেশীয় সংস্থা boAt -এর 7.5 মিলিয়ন বা 75 লাখেরও বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশিত হয়েছে ডার্ক ওয়েবে। যা কিনা বড়সড় একটা ডেটা ব্রিচ হিসাবে গণ্য করা হচ্ছে। জানা গেছে ফাঁস হওয়া ডেটার মধ্যে গ্রাহকদের নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি এমনকি কাস্টমার আইডির মতো সংবেদনশীল তথ্য সামিল রয়েছে। যদিও boAt কর্ণধার সমীর মেহতা (Ashok Mehta) ও আমান গুপ্তা (Aman Gupta) কেউই এখনো পর্যন্ত বিষয়টি সম্পর্কে মুখ খোলেননি৷

75 লাখেরও বেশি boAt প্রোডাক্ট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হল

বোট সংস্থার সাম্প্রতিক ডেটা ফাঁসের ঘটনাটি প্রকাশ্যে নিয়ে এসেছেন শপফাইগাই (ShopifyGUY) নামের এক সুপরিচিত হ্যাকার। ব্যক্তিটি দাবি করেছেন যে, গত 5ই এপ্রিল একটি ডার্ক ওয়েবসাইটে তিনি বোট লাইফস্টাইল (boAt Lifestyle) -এর ডাটাবেস খুঁজে পেয়েছেন। এমনকি তার এই দাবি যে মিথ্যে নয়, তা প্রমান করতে হ্যাকারটি ডার্ক ওয়েব ফোরামে ফাঁস হওয়া ডেটার একটি ফাইলও শেয়ার করেন, যাতে মোট 7,550,000টি এন্ট্রি অন্তর্ভুক্ত।

থ্রেট ইন্টেলিজেন্স গবেষক সৌমায় শ্রীবাস্তব (Saumay Srivastava) এই ধরনের ডেটা ব্রিচের জন্য গ্রাহকদের উপর কতখানি গুরুতর প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন যে, ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করে সাইবার অপরাধীরা অত্যাধুনিক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস অর্জন, ক্রেডিট কার্ডের অপব্যবহার করতে পারে। এক কথায় বললে, সাম্প্রতিক এই ঘটনার কারণে যেসকল বোট গ্রাহকদের সংবেদনশীল তথ্য প্রকাশ্যে এসেছে তাদের আগাম ভবিষ্যতে আর্থিক জালিয়াতি, ফিশিং স্ক্যাম, পরিচয় চুরি যাওয়ার মতো নানাবিধ ঝুঁকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা ব্যাপক৷

জানিয়ে রাখি, আমান গুপ্তা এবং সমীর মেহতার অংশীদারিত্বে 2016 সালে প্রতিষ্ঠিত boAt সংস্থাটি সাশ্রয়ী মূল্যের অডিও প্রোডাক্ট এবং ওয়্যারেবল ডিভাইস লঞ্চের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এমনকি বর্তমানে সংস্থাটি ভারতের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় পরিধানযোগ্য ব্র্যান্ড হওয়ার তকমাও পেয়েছে। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, গুরুগ্রামের এই ইলেক্ট্রনিক সংস্থাটির সেল 2023 সালের প্রথম কোয়ার্টারে 3,000 কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করেছে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া এই ডেটা ব্রিচের কারণে boAt বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

Show Full Article
Next Story