boAt Stone Lumos: চমকে দিল বোট, লঞ্চ করল প্রথম প্রজেক্টের ব্লুটুথ স্পিকার

আজ (২৫শে জুন) ভারতে লঞ্চ হল boAt Stone Lumos। এটি কোনো রেগুলার স্পিকার নয়, বরং একটি LED প্রজেক্টর ব্লুটুথ স্পিকার ইউনিট। ডিভাইসটি ৬০ ওয়াট আউটপুট…

আজ (২৫শে জুন) ভারতে লঞ্চ হল boAt Stone Lumos। এটি কোনো রেগুলার স্পিকার নয়, বরং একটি LED প্রজেক্টর ব্লুটুথ স্পিকার ইউনিট। ডিভাইসটি ৬০ ওয়াট আউটপুট সহ এসেছে এবং এতে সাতটি ভিন্ন LED লাইট মোড সাপোর্ট করে। এক্ষেত্রে স্পিকারে থাকা LED লাইটগুলি সংগীতের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় এবং চিত্তাকর্ষক লাইট শো তৈরি করে৷ এটি আউটডোর মুভি নাইট হোক বা ইনডোর রিইউনিয়ন, যে কোনও অনুষ্ঠানের জন্য উপযুক্ত। এই স্পিকার – ইউএসবি পোর্ট, ইন-বিল্ট মাইক্রোফোন এবং ব্লুটুথ ৫.৩ ভার্সনের সাপোর্ট সহ এসেছে।

BoAt সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও সমীর মেহতা বলেছেন, “তাৎক্ষণিক বিনোদন প্রদানের জন্য স্টোন লুমোস বিশেষভাবে ডিজাইন করা হয়েছে৷ BoAt -এ আমরা দুর্দান্ত অডিও গুণমান প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউজাররা এতে সাশ্রয়ী মূল্যে ইমার্সিভ অডিও অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।”

চলুন boAt Stone Lumos স্পিকারের দাম, প্রাপ্যতা এবং ফিচার সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে boAt Stone Lumos ব্লুটুথ স্পিকারের দাম ও প্রাপ্যতা

এদেশের বাজারে BoAt Stone Lumos স্পিকারের দাম ৬,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি মিডনাইট ব্ল্যাক কালারে এসেছে। আপনারা এই অডিও ডিভাইস – সংস্থার ওয়েবসাইট (boAt-lifestyle.com), ফ্লিপকার্ট (Flipkart), অ্যামাজন (Amazon) সহ রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital), ক্রোমা (Croma) এবং বিজয় সেলস (Vijay Sales) স্টোর থেকে কিনতে পারবেন৷

boAt Stone Lumos ব্লুটুথ স্পিকার স্পেসিফিকেশন

বোট স্টোন লুমোসে ৬০ ওয়াট আউটপুট যুক্ত স্পিকার রয়েছে, যা ইনডোর ও আউটডোর উভয় ইভেন্টের ক্ষেত্রেই দুর্দান্ত তথা জোরালো অডিও কোয়ালিটি অফার করে। ব্যবহারকারীরা ‘বোট হেয়ারেবলস’ (boAt Hearables) অ্যাপের মাধ্যমে এটি অডিও নিয়ন্ত্রণ ও কাস্টমাইজ করতে পারবে। একই সাথে এই অ্যাপের মাধ্যমে – সেটিংস সামঞ্জস্য, টুইক সাউন্ড প্রোফাইল, এবং ব্যাটারি লাইফ নিরীক্ষণও করা যাবে। এতে ডুয়েল ইকিউ (EQ) মোড আছে, যা – সংগীতের মেজাজ, পরিবেশ, ইত্যাদির উপর ভিত্তি করে চমৎকার অডিও অভিজ্ঞতা নিশ্চিত করে।

আবার ইমার্সিভ স্টেরিও অভিজ্ঞতা লাভের জন্য ব্যবহারকারীরা দুটি boAt Stone Lumos স্পিকার একসাথে কানেক্ট করার বিকল্পও পেয়ে যাবেন। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫.৩ ভার্সন পাওয়া যাবে। আবার ডিভাইসটিতে AUX এবং ইউএসবি পোর্টের মাধ্যমে ডুয়াল-অপশন কানেক্টিভিটি সাপোর্ট করে, যার মাধ্যমে ইউজাররা একাধিক ডিভাইসে একসাথে মিউজিক প্লে করতে পারবেন। এতে ইন-বিল্ট মাইক্রোফোন আছে, যা ‘ক্রিস্টাল ক্লিয়ার’ হ্যান্ডস-ফ্রি কলিংয়ের সুবিধা দেয়। boAt Stone Lumos ব্লুটুথ স্পিকার দীর্ঘ ৯ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করে। এটি স্প্ল্যাশ এবং জল প্রতিরোধের জন্য IPX4 রেটিং প্রাপ্ত।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন