১,০০০ টাকার রেঞ্জে কিনুন Boat-এর ওয়্যারলেস চার্জার, চুটকিতে যেকোনো জায়গায় চার্জ হবে স্মার্টফোন

বর্তমান ডিজিটাল যুগে আমাদের সর্বক্ষণের সঙ্গী হল স্মার্টফোন। এখন এক মুহূর্তও হাতে এই ডিভাইসটি না থাকলে জীবন যেন অচল বলে মনে হয়। তবে স্মার্টফোনের পাশাপাশি…

বর্তমান ডিজিটাল যুগে আমাদের সর্বক্ষণের সঙ্গী হল স্মার্টফোন। এখন এক মুহূর্তও হাতে এই ডিভাইসটি না থাকলে জীবন যেন অচল বলে মনে হয়। তবে স্মার্টফোনের পাশাপাশি যে জিনিসটির গুরুত্ব প্রায় সমান তা হল এর চার্জার, যেটি ছাড়া আবার স্মার্টফোনটি কার্যত অচল। স্মার্টফোন কেনার সময় বহু কোম্পানি ইন-বক্স চার্জিং অ্যাডাপ্টার প্রোভাইড করলেও অনেক কোম্পানিই আবার করে না। সেক্ষেত্রে ইউজারদের আলাদা করে বাজার থেকে চার্জিং অ্যাডাপ্টার কিনতে হয়। তবে বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির যুগে সবকিছুতেই যখন একটু নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া লাগছে, তাহলে মোবাইল চার্জারের ক্ষেত্রেই বা তার অন্যথা হবে কেন? সেক্ষেত্রে চলতি সময়ে একটু মডার্ন এবং স্মার্ট হতে আপনি মার্কেট থেকে সাধারণ চার্জিং অ্যাডাপ্টার না কিনে একটি ওয়্যারলেস চার্জার কেনার কথা ভেবে দেখতে পারেন। এই ধরনের চার্জারের মাধ্যমে কোনো ওয়্যার বা তারের প্রয়োজন ছাড়াই ফোন চার্জ দেওয়া যায়।

অর্থাৎ সোজা কথায় বললে, রাস্তাঘাটে বা যে-কোনো জায়গায় অতি অনায়াসে ফোন চার্জ করতে এই ডিভাইসটির জুড়ি মেলা ভার! তবে অবশ্যই মনে রাখতে হবে যে, ফোনে ইন-বিল্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ফেসিলিটি থাকলে তবেই কিন্তু এই ধরনের চার্জারের মাধ্যমে ফোনে চার্জ দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনিও যদি একটি ওয়্যারলেস চার্জার কেনার প্ল্যান করে থাকেন, তবে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে। কেননা আজ আমরা আপনাদেরকে মার্কেটে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উপলব্ধ সেরা দুটি ওয়্যারলেস চার্জারের কথা জানাতে চলেছি।

১,০০০ টাকার কাছাকাছি দামে কিনুন এই ওয়ারলেস চার্জারগুলি

এই প্রতিবেদনে আলোচ্য ওয়ারলেস চার্জারগুলির একটির নাম হল বোট ফ্লোটপ্যাড ৩০০ (Boat Floatpad 300)। চিত্তাকর্ষক ডিজাইনের এই চার্জারটির আউটপুট রেঞ্জ ৫ ওয়াট, ৭.৫ ওয়াট, ১০ ওয়াট এবং ১৫ ওয়াটের মধ্যে সীমাবদ্ধ। সুরক্ষার কথা বললে, এটি একটি কিউআই (Qi) প্রত্যয়িত বা সার্টিফাইড ডিভাইস। এতে ইন-বিল্ট স্মার্ট আইসি প্রোটেকশন (Smart IC Protection) রয়েছে, যার ফলে ওভারচার্জিং হয়ে গেলেও ফোনের কোনো ক্ষতি হয় না। উপরন্তু, বোট ফ্লোটপ্যাড ৩০০-এর সাথে বিনামূল্যে টাইপ-সি কেবল পাওয়া যায়। ১ বছরের ওয়ারেন্টিযুক্ত এই ওয়্যারলেস চার্জারটির দাম ৯৯৯ টাকা। আবার, ওলা মানি (Ola Money) ব্যবহার করে পেমেন্ট করলে ১০% ক্যাশব্যাকও (সর্বোচ্চ ৭৫০ টাকা পর্যন্ত) পাওয়া যাবে। তদুপরি, বোটের অফিসিয়াল সাইট থেকে এই ডিভাইসটি কিনলে সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধাও পাবেন ক্রেতারা।

এই চার্জারটি ছাড়াও গ্রাহকরা Boat-এর আর-একটি ওয়্যারলেস চার্জার কেনার কথা ভেবে দেখতে পারেন, যেটির নাম ফ্লোটপ্যাড ৩৫০ (Floatpad 350)। এতে ১২ স্তরীয় স্মার্ট আইসি প্রোটেকশন রয়েছে, যা ডিভাইসটিকে শর্ট সার্কিটের সম্ভাবনা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখে। এটি কিনতে হলে ব্যবহারকারীদের ১,০৯৯ টাকা খরচা করতে হবে। এই চার্জারটিতেও Boat এক বছরের ওয়ারেন্টি অফার করছে। নিঃসন্দেহে বলা যায় যে, সস্তায় সেরা ওয়্যারলেস চার্জার হিসেবে Boat-এর এই দুটি ডিভাইস এককথায় অনবদ্য।