জাতীয় সিনেমা দিবস: ৯৯ টাকায় আইনক্সে গিয়ে দেখে আসুন Jawan বা Mission Raniganj, একদিনের অফার

National Cinema Day 2023 in India : প্রতি বছর ১৩ই অক্টোবর ভারতজুড়ে 'জাতীয় সিনেমা দিবস' পালিত হয়। সবথেকে মজার বিষয় হল,...
SUPARNA 12 Oct 2023 1:58 PM IST

National Cinema Day 2023 in India : প্রতি বছর ১৩ই অক্টোবর ভারতজুড়ে 'জাতীয় সিনেমা দিবস' পালিত হয়। সবথেকে মজার বিষয় হল, সিনেমা-প্রেমীরা শুধুমাত্র এই একটা দিনই বড় মাল্টিপ্লেক্সে ৯৯ টাকার পরিবর্তে চলচ্চিত্র দেখার সুযোগ পেয়ে থাকেন। এই বছরও এর ব্যতিক্রম ঘটবে না। কেননা আজ 'মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া' (MAI) ঘোষণা করেছে যে, জাতীয় সিনেমা দিবস ২০২৩ উপলক্ষে আগামীকাল দেশব্যাপী মোট ৪,০০০টি প্রেক্ষাগৃহে ৯৯ টাকায় সিনেমা দেখার সুযোগ করে দেওয়া হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, PVR INOX, Cinepolis এবং Movie Time -এর মত নামিদামি মাল্টিপ্লেক্স চেইন কোম্পানিগুলি MAI ঘোষিত ইভেন্টে অংশগ্রহণের কথা ইতিমধ্যেই নিশ্চিত করেছে।

চলতি বছরে একের পর এক 'ব্লকব্লাস্টার' সিনেমা রিলিজ হওয়ায় বক্স-অফিস ব্যাপকভাবে ফুলেফেঁপে উঠেছে। দেশবাসীর তরফ থেকে টলিউড, বলিউডের চলচ্চিত্রগুলির জন্য এরূপ সাড়াজাগানো প্রতিক্রিয়ার কথা মাথায় রেখেই হয়তো আলোচ্য অফারটিকে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

National Cinema Day 2023 : কিভাবে ৯৯ টাকায় অনলাইনে টিকিট বুক করবেন?

আপনি যদি জাতীয় সিনেমা দিবসে ৯৯ টাকায় সিনেমার টিকিট বুক করতে চান তবে প্রথমেই আপনাকে - BookMyShow, PayTM অথবা মাল্টিপ্লেক্স চেইন কোম্পানিগুলির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর, শাহরুখ খানের (Shahrukh Khan) 'জওয়ান' (Jawan), অক্ষয় কুমার অভিনীত (Akshay Kumar) 'মিশন রানিগঞ্জ' (Mission Raniganj) -এর মতো সদ্য রিলিজ হওয়া তথা 'ব্লকব্লাস্টার' বলিউড সিনেমা এবং একটি নির্দিষ্ট তারিখ চয়ন করতে হবে। এবার অনলাইনে মাত্র ৯৯ টাকা প্রদান করে টিকিট বুক করতে হবে। এর জন্য আপনাকে তারিখ এবং চলচ্চিত্র নির্বাচন করতে হবে।

এক্ষেত্রে কয়েকটা বিষয় আগেভাগেই বলে দেওয়া ভালো। ৯৯ টাকায় টিকিট বুক করার অফারটি - রিক্লাইনার সিট, IMAX, 4DX -এর মতো প্রিমিয়াম ফর্ম্যাট বা সিটের জন্য উপলব্ধ নয়। যদি আপনি এই ধরণের সিট বুক করতে চান, তবে কিন্তু প্রতিদিনের জন্য বরাদ্দ টাকাই দিতে হবে। এছাড়া, ৯৯ টাকায় টিকিট বুক করার সময় আপনাকে বুকিং চার্জ এবং GST -ও প্রদান করতে হবে। অর্থাৎ টিকিট পিছু প্রায় ১২২ টাকা খরচ করতে হবে আপনাকে। তবে অফলাইন মোডে অর্থাৎ সরাসরি সিনেমা হলের কাউন্টার থেকে টিকিট নিলে বুকিং চার্জ নেওয়া হবে না।

প্রসঙ্গত PVR INOX আজ X প্ল্যাটফর্মে ঘোষণা করেছে যে, National Cinema Day 2023 উপলক্ষে ৯৯ টাকায় টিকিট কেনার অফারটি নির্বাচিত কয়েকটি শহরেই পাওয়া যাবে। কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে এই অফারটি - তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের মতো দক্ষিণ ভারতীয় রাজ্যে প্রযোজ্য নয়।

এদিকে আগামীকাল অর্থাৎ ১৩ই অক্টোবর নির্বাচিত শহরগুলিতে অবস্থিত PVR INOX প্রেক্ষাগৃহে গিয়ে আপনারা ৯৯ টাকায় সিনেমার টিকিট কেনার পাশাপাশি খাবার এবং পানীয়ও কেবল ৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে পেয়ে যাবেন।

Show Full Article
Next Story