অতি সস্তায় Boult লঞ্চ করল ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক, রয়েছে 20000mAh ব্যাটারি
বোল্ট অ্যাম্পভল্ট ভি১০ ও অ্যাম্পভল্ট ভি২০ পাওয়ার ব্যাঙ্কের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,০৯৯ টাকা ও ১,৪৯৯ টাকা। এগুলি ফ্লিপকার্ট, অ্যামাজন ও বোল্ট অডিও ওয়েবসাইট থেকে কেনা যাবে।
জনপ্রিয় অডিও ব্র্যান্ড বোল্ট এবার ভারতীয় বাজারে দুটি নতুন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করল। এদের নাম রাখা হয়েছে Boult AmpVault V10 ও V20। এদের দাম রাখা হয়েছে ১,৫০০ টাকার কম। বোল্টের এই দুই পাওয়ার ব্যাঙ্কে ২০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি ও ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং পাওয়া যাবে। আর এগুলি স্লিক ডিজাইন সহ এসেছে, ফলে যেকোনো জায়গায় সাথে করে নিয়ে যাওয়া যায়। আসুন বোল্ট অ্যাম্পভল্ট ভি১০ ও অ্যাম্পভল্ট ভি২০ পাওয়ার ব্যাঙ্কের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
Boult AmpVault V10 ও V20 পাওয়ার ব্যাঙ্কের দাম
বোল্ট অ্যাম্পভল্ট ভি১০ ও অ্যাম্পভল্ট ভি২০ পাওয়ার ব্যাঙ্কের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,০৯৯ টাকা ও ১,৪৯৯ টাকা। এগুলি ফ্লিপকার্ট, অ্যামাজন ও বোল্ট অডিও ওয়েবসাইট থেকে কেনা যাবে।
বোল্ট অ্যাম্পভল্ট ভি১০ ও অ্যাম্পভল্ট ভি২০ পাওয়ার ব্যাঙ্কের ফিচার
বোল্ট অ্যাম্পভল্ট ভি২০ পাওয়ার ব্যাঙ্কে ২০,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি আইফোন ১৫ মডেলকে ৪.৯ বার এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে ৪.১ বার চার্জ করতে পারবে। এই পাওয়ার ব্যাঙ্কে একাধিক পোর্ট আছে, যেমন মাইক্রো ইউএসবি, টাইপ-সি এবং ইউএসবি। এর মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ইয়ারবাডস চার্জ করা যাবে। এটি টিল, রেড ও পিওর ব্ল্যাক কালারে পাওয়া যাবে।
ব্যাটারি স্ট্যাটাস দেখার জন্য এই পাওয়ার ব্যাঙ্কে ডিজিটাল এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া আছে বিভিন্ন ধরনের প্রোটেকশন ফিচার, যার মধ্যে উল্লেখযোগ্য - ওভার কারেন্ট প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, স্মার্ট শাটডাউন ইত্যাদি।
এদিকে বোল্ট অ্যাম্পভল্ট ভি১০ এর ব্যাটারি ক্যাপাসিটি ১০,০০০ এমএএইচ। এটিও ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে। এতেও ভি২০ এর মতো ফিচার উপস্থিত। এটি সেই সব ক্রেতাদের জন্য আদর্শ যারা কম দামে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পাওয়ার ব্যাঙ্ক খোঁজ করছে।
বোল্ট অ্যাম্পভল্ট ভি১০ ও অ্যাম্পভল্ট ভি২০ পাওয়ার ব্যাঙ্কের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,০৯৯ টাকা ও ১,৪৯৯ টাকা। এগুলি ফ্লিপকার্ট, অ্যামাজন ও বোল্ট অডিও ওয়েবসাইট থেকে কেনা যাবে।