Car Price: কর ছাঁটাইয়ের ফলে লাভবান হবেন গ্রাহকরা, এখানে 4% পর্যন্ত কমতে পারে গাড়ির দাম

ব্রাজিলে গাড়ির দাম ১.৪% থেকে ৪.১% কমতে পারে। সে দেশে গাড়ি শিল্প করে ছাড় দেওয়া হতে পারে বলে ঘোষণা করেছিল ব্রাজিল সরকার। করোনা অতিমারিতে দেশের…

ব্রাজিলে গাড়ির দাম ১.৪% থেকে ৪.১% কমতে পারে। সে দেশে গাড়ি শিল্প করে ছাড় দেওয়া হতে পারে বলে ঘোষণা করেছিল ব্রাজিল সরকার। করোনা অতিমারিতে দেশের অটোমোবাইল শিল্প ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব পড়েছিল। তা পুনরায় চাঙ্গা করে তুলতেই এই ঘোষণাটি কার্যকর করা হতে পারে বলে গাড়ি সংস্থাগুলির সংগঠন আনফাভিয়া (Anfavea) সূত্রে খবর।

ফেব্রুয়ারির শেষের দিকে কর ছাড়ের কথা শোনা গিয়েছিল ব্রাজিল সরকারের মুখে। বলা হয়েছিল খুব শীঘ্রই এটি কার্যকর করা হবে। যেখানে বেশিরভাগ পণ্যের দাম ২৫% হ্রাস করা হয়েছে, সেখানে ব্রাজিল সরকার গাড়ি শিল্পেও ১৮.৫% ছাড় দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তামাকজাত দ্রব্যগুলি এই ছাড়ের আওতার বাইরে রাখা হয়েছে।

এই প্রসঙ্গে আনফাভিয়ার সভাপতি লুইজ কার্লোস মোরাইস (Luiz Carlos Moraes) বলেন, “উপভোক্তাদের জন্য করে ছাড়টি পাশ করানোই মূল উদ্দেশ্য। কিন্তু প্রত্যেক গাড়ি নির্মাতা যে যার সিদ্ধান্ত নেবে। আমরা বর্তমানে একটি অযৌক্তিক মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা একাধিক গাড়ি প্রস্তুতকারীদের থেকে মূল্য হ্রাসের ইঙ্গিত পেয়েছি।”

অন্যদিকে সংগঠনটি জানিযেছে, এ বছর ফেব্রুয়ারিতে ব্রাজিলে ১,২৯,২৭৫ টি গাড়ি বিক্রি হয়েছে৷ জানুয়ারির তুলনায় বিক্রি বেড়েছে সামান্যই, ২.২%৷ আবার ২০২১-এর একই সময়ের তুলনায় বিক্রি ১৫.৮% কমতে দেখা গেছে। তবে গত মাসে ব্রাজিলে গাড়ির রপ্তানির পরিমাণ ছিল যথেষ্ট বেশি। ৪১,৪৪৯ টি গাড়ির রপ্তানির ফলে জানুয়ারির তুলনায় এক্সপোর্ট ৪৯.৬% এবং গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২৫.৪% বৃদ্ধি পেয়েছে।