Broadband Tariff hike: বড় খবর! প্রিপেইডের পর দাম বাড়তে পারে পোস্টপেইড ও ব্রডব্যান্ড প্ল্যানের

যেদিকেই দেখো শুধু মূল্যবৃদ্ধি আর মূল্যবৃদ্ধি, এছাড়া যেন আজকাল আর কোনো খবর নেই! সম্প্রতি দেশের প্রায় সবকটি টেলিকম অপারেটর তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম ২০%-২৫%…

যেদিকেই দেখো শুধু মূল্যবৃদ্ধি আর মূল্যবৃদ্ধি, এছাড়া যেন আজকাল আর কোনো খবর নেই! সম্প্রতি দেশের প্রায় সবকটি টেলিকম অপারেটর তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম ২০%-২৫% বাড়ানোয় সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে। এখন আবার মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো খবর উঠে। আসলে এবার পোস্টপেইড এবং ব্রডব্যান্ড প্ল্যানগুলির দামও বাড়বে বলে শোনা যাচ্ছে। Meghbala Broadband-এর সহ-প্রতিষ্ঠাতা তপব্রত মুখার্জি সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন যে, ব্রডব্যান্ড প্ল্যানগুলির জন্য ব্যবহারকারী পিছু গড় আয় (average revenue per user বা ARPU) বৃদ্ধি করা দরকার, এর জন্য সেগুলির দামও ২০ শতাংশ বাড়ানো প্রয়োজন।

তবে এই মূল্যবৃদ্ধি সম্পর্কে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (ISP) তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুখার্জি উল্লেখ করেছেন যে, প্রায় প্রতিটি ISP তাদের হাই-এন্ড প্ল্যানগুলিতে গ্রাহকদের বিভিন্ন ওভার-দ্য-টপ (OTT) প্ল্যাটফর্মগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশন দিচ্ছে, যার ফলে ISP-গুলির ব্যয়ভার দিন-কে-দিন বেড়েই চলেছে।

মুখার্জির কথায়, “ব্রডব্যান্ডের পাশাপাশি টেলিকম ইন্টারনেট পরিষেবার জন্য ব্যবহারকারী পিছু গড় আয় (ARPU) বাড়ানোর প্রয়োজন রয়েছে। যদি ব্রডব্যান্ড পরিকল্পনার শুল্ক বৃদ্ধি বাস্তবায়িত হয়, তাহলে এন্ট্রি-লেভেল ব্রডব্যান্ড প্ল্যানগুলির জন্য আরও ১৫০ থেকে ২০০ টাকা খরচ হবে। যেহেতু ভারতে ব্রডব্যান্ড ট্যারিফ সস্তা নয়, তাই যাবতীয় সমস্যা সমাধানের জন্য প্রচুর পরিকল্পনা এবং সতর্কতার সাথে মূল্যায়ন প্রয়োজন।”

এদিকে, বিশ্লেষকরা অনুমান করেছেন যে আগামী মাসগুলিতে পোস্টপেইড ট্যারিফও বৃদ্ধি পেতে পারে। মিডিয়া ও বিনোদন ও টেলিযোগাযোগ (media and entertainment and telecommunications বা TMT) লিডার প্রশান্ত সিঙ্ঘল সম্প্রতি Financial Express-কে বলেন, “এই বৃদ্ধি অনিবার্য কারণ ভারত এখনও বিশ্বের সর্বনিম্ন শুল্ক সরবরাহকারী দেশ এবং প্রিপেইড, পোস্টপেইড প্ল্যানের দাম বৃদ্ধির সাথে সাথে এই অবস্থার কিছুটা উন্নতি হবে।” তার ইচ্ছা পোস্টপেইড গ্রাহকরা যেন মূল্যবৃদ্ধির চাইতে পরিষেবার দিকে বেশি মনোযোগ দেন। তাহলে অতিরিক্ত খরচ মনে হবে না।

উল্লেখ্য যে, মোট পোস্টপেইড গ্রাহকদের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ এন্টারপ্রাইজ গ্রাহক, ৩৪ শতাংশ পোস্টপেইড গ্রাহক তিনটি মেট্রোতে এবং আরও ৩৬ শতাংশ শহুরে কেন্দ্রিক এ-সার্কেলে (urban-centric A-circles) রয়েছে। অপারেটরদের মধ্যে Vodafone Idea-র মার্কেট শেয়ার সর্বোচ্চ ৪৩ শতাংশ এবং Airtel-এর শেয়ার ২৮ শতাংশ।