Jio, Airtel, Vi কে চাপে ফেলবে BSNL এর 4G পরিষেবা, কবে লঞ্চ হবে জেনে নিন

এখনও পর্যন্ত স্পেকট্রাম নিলাম সম্পন্ন না হলেও Reliance Jio, Airtel, Vi -এর মতো বেসরকারি টেলকোগুলি আগামী আগস্ট মাসেই নয়া...
SUPARNAMAN 13 Jun 2022 2:16 PM IST

এখনও পর্যন্ত স্পেকট্রাম নিলাম সম্পন্ন না হলেও Reliance Jio, Airtel, Vi -এর মতো বেসরকারি টেলকোগুলি আগামী আগস্ট মাসেই নয়া প্রজন্মের 5G পরিষেবার সাথে অবতীর্ণ হতে পারে। সেদিক থেকে ভারতীয় টেলিকম শিল্প বর্তমানে এক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বেসরকারি টেলকোদের পাশাপাশি সামান্য কিছুদিনের মধ্যেই দেশীয় প্রযুক্তি-নির্ভর সম্পূর্ণ নিজস্ব 4G নেটওয়ার্ক লঞ্চের কথা BSNL -এর। আসন্ন এই ঘটনাও দেশের টেলিকম ব্যবসা -য় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আমাদের অনুমান। কারণ এর ফলে Jio, Airtel, Vi -দের প্রতিপক্ষ হিসেবে নতুনভাবে প্রকাশ্যে আসবে বিএসএনএল (BSNL)। সেক্ষেত্রে নিজেদের বিপণন নীতিতে পরিবর্তন এনে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি প্রাইভেট টেলকোগুলির দুর্ভাবনা বাড়াতেই পারে। তাছাড়া BSNL 4G ব্যবস্থা লঞ্চের ফলে সাধারণ গ্রাহকেরা টেলিকম পরিষেবা বেছে নেওয়ার ক্ষেত্রে একটি নতুন বিকল্প হাতের কাছে পাবেন, যা তাদের জন্য বেশ সাশ্রয়ী হওয়া সম্ভব।

BSNL 4G কবে লঞ্চ হচ্ছে জেনে নিন

বিএসএনএলের চিফ ম্যানেজিং ডিরেক্টর পি কে পূর্বারের বক্তব্য অনুযায়ী আগামী আগস্ট মাসে ভারতের কয়েকটি নির্বাচিত প্রদেশে তারা প্রাথমিকভাবে 4G পরিষেবা চালু করবেন। এরপর বছরের শেষ নাগাদ তারা সার্বিকভাবে সারা দেশে 4G লঞ্চের পথে হাঁটবেন বলে পূর্বার জানান। এজন্য প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতির কাজ তারা ইতিমধ্যেই সেরে ফেলেছেন বলে পূর্বারের দাবি।

দেশীয় টেলিকম সেক্টরে ভারসাম্য আনবে BSNL 4G

পূর্বারের আশ্বাস বাস্তবায়িত হলে এদেশের টেলিকম সেক্টরে যথাযথ ভারসাম্য রক্ষিত হতে পারে। মনে রাখতে হবে যে এই মুহূর্তে বেসরকারি অপারেটরেরাই টেলিকম ক্ষেত্র থেকে সর্বাধিক মুনাফা ঘরে তুলছে। সেই তুলনায় বিএসএনএলের মুনাফার পরিমাণ অতি নগণ্য। তবে 4G ব্যবস্থা রোলআউটে সক্ষম হলে রাষ্ট্রায়ত্ত টেলকোটি নিজেদের দৈন্যদশা অনেকটাই কাটাতে পারে। কারণ বেসরকারি টেলকোগুলির ট্যারিফ মূল্যের নিরিখে রাষ্ট্রায়ত্ত বিএসএনএলের পরিষেবা খরচ নেহাতই কম। তাছাড়া সংস্থাটি সর্বদা মুনাফা অর্জনের ভাবনায় চালিত হয়না। ফলে সস্তা পরিষেবা দিয়েই বিএসএনএল নিকট ভবিষ্যতে জিও, এয়ারটেল, ভিআই -এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, 4G লঞ্চের পর খুব শীঘ্রই BSNL স্বদেশী প্রযুক্তি-নির্ভর 5G ব্যবস্থার সূচনা করতে পারে। এ নিয়ে টেলকোটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে। একবার 5G পরিষেবা রোলআউটে সফল BSNL বাড়তি সাবস্ক্রাইবার ভিত্তি ছাড়াও এন্টারপ্রাইজ ব্যবসা থেকে বেশ বড় অঙ্কের মুনাফা ঘরে তুলতে পারবে বলে আমাদের ধারণা।

Show Full Article
Next Story