ইন্টারনেট ডেটা সহ আনলিমিটেড কল, BSNL-এর 200 টাকার কমের এই 4G প্ল্যানগুলি দেয় দুর্দান্ত সুবিধা

দেশজুড়ে 4G রোলআউটের কাজে সাফল্য অধরা। অথচ এই মুহূর্তে সবথেকে সস্তা 4G প্রিপেইড প্ল্যান অফারের ব্যাপারে (নির্দিষ্ট...
SUPARNAMAN 22 Jan 2022 1:20 PM IST

দেশজুড়ে 4G রোলআউটের কাজে সাফল্য অধরা। অথচ এই মুহূর্তে সবথেকে সস্তা 4G প্রিপেইড প্ল্যান অফারের ব্যাপারে (নির্দিষ্ট কয়েকটি সার্কেলের জন্য) ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) অন্য বেসরকারি টেলকোগুলির কড়া প্রতিদ্বন্দ্বী! আজ্ঞে হ্যাঁ, সামান্য ২০০ টাকা বা তার কম মূল্যের 4G প্রিপেইড প্ল্যান চয়নের জন্য গ্রাহকেরা BSNL -এর দ্বারস্থ হতেই পারেন। কারণ, Reliance Jio, Airtel ও Vodafone -এর মতো দেশের প্রধানতম টেলিকম অপারেটর সংস্থাগুলি সম্প্রতি তাদের পরিষেবা মাশুলের দাম ব্যাপক হারে বাড়িয়ে দিলেও, রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL এখনো একাজে বিরত রয়েছে। ফলে কম দামে 4G পরিষেবা উপভোগের জন্য বর্তমানে টেলিকম গ্রাহকদের বড় ভরসা বিএসএনএল।

২০০ টাকার কমে উপলব্ধ BSNL প্রিপেইড প্ল্যান

এক্ষেত্রে প্রথমেই ৯৯ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যানের কথা বলে যেতে পারে। কোনোরকম ডেটা ও এসএমএস বেনিফিট ছাড়া উপলব্ধ এই প্ল্যান রিচার্জ করলে টানা ২২ দিন আনলিমিটেড ভয়েস কল করার ছাড়পত্র মিলবে।

এরপরেই বলতে হবে ১১৮ টাকার প্রিপেইড প্ল্যানের কথা। ২৬ দিনের ভ্যালিডিটি সহ আগত এই প্ল্যান দৈনিক ০.৫ জিবি ডেটা খরচ এবং আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা প্রদান করবে। এছাড়া এটি বেছে নিলে বিনামূল্যে পিআরবিটি (PRBT) পরিষেবা উপভোগের সুফল মিলবে। তবে ১১৮ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যান কোনরকম এসএমএস বেনিফিট সহ উপলব্ধ নয়।

১১৮ টাকার পরে সস্তায় প্রিপেইড পরিষেবা উপভোগের জন্য বিএসএনএল ব্যবহারকারীরা ১৩৯ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। অবশ্য সবার জন্য নয়, বরং এই প্ল্যান শুধুমাত্র সংস্থার নিষ্ক্রিয় গ্রাহকদের জন্য উপলব্ধ। এটি দৈনিক ২ জিবি ডেটা খরচ ও আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা প্রদান করবে।

উল্লেখযোগ্য হিসেবে এরপর ১৪৭ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যানের কথা বলা যাক। ৩০ দিন পরিষেবা মেয়াদের সঙ্গে হাজির এই প্ল্যান অফুরন্ত ভয়েস কল করার সুবিধার সাথে এককালীন ১০ জিবি ডেটা ও পিআরবিটি পরিষেবা উপভোগের সুফল প্রদান করবে।

এছাড়াও ২০০ টাকার কমে BSNL সম্প্রতি ১৮৪, ১৮৫ ও ১৮৬ টাকার প্ল্যান বাজারে এনেছে। প্রাথমিক অফারের দিক থেকে এদের মধ্যে বিশেষ তফাত না থাকলেও অতিরিক্ত সুবিধা প্রদানের ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য রয়েছে।

পরিশেষে ১৮৭ টাকার BSNL প্রিপেইড প্ল্যানের কথা বলা যায়। ২৮ দিনের ভ্যালিডিটি সহ আগত এই প্ল্যান প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দেবে।

Show Full Article
Next Story