আগস্ট নয়, আরও পিছিয়ে যাচ্ছে BSNL 4G পরিষেবা চালুর সময়

পিছিয়ে যাচ্ছে বিএসএনএল (BSNL) -এর 4G নেটওয়ার্ক রোলআউটের দিনক্ষণ? এবার সংবাদ সংস্থা ইকোনমিক টাইমসের একটি রিপোর্টে সে...
SUPARNAMAN 26 July 2022 11:31 AM IST

পিছিয়ে যাচ্ছে বিএসএনএল (BSNL) -এর 4G নেটওয়ার্ক রোলআউটের দিনক্ষণ? এবার সংবাদ সংস্থা ইকোনমিক টাইমসের একটি রিপোর্টে সে তথ্যই সামনে উঠে এল। রিপোর্টের মতে, সর্বভারতীয় পরিসরে 4G পরিষেবা চালু করতে BSNL -এর এখনো ১৮ থেকে ২৪ মাস দেরি হতে পারে, যা উক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষে মোটেও সুখবর নয়। এক্ষেত্রে মাত্রাতিরিক্ত দেরির ফলে BSNL ক্রমেই ভারতীয় বাজারে অপাঙক্তেয় হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

নির্ধারিত সময়ে 4G লঞ্চের ব্যর্থতায় আরো পিছিয়ে পড়বে BSNL

আসলে শীঘ্রই Jio, Airtel প্রভৃতি প্রাইভেট টেলকোগুলি দেশব্যাপী নয়া প্রজন্মের 5G নেটওয়ার্ক পরিষেবার সূচনা করতে উদ্যত। আগামী ২৬শে জুলাই, কেন্দ্রীয় ডট (DoT) অর্থাৎ টেলিযোগাযোগ দপ্তরের তত্ত্বাবধানে স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া সম্পন্ন হলেই তারা এবিষয়ে দ্রুত অগ্রসর হবে। সেক্ষেত্রে প্রস্তাবিত সময়ের মধ্যে 4G লঞ্চে ব্যর্থতা যে বিএসএনএলকে আরও অন্ধকারে ঠেলে দেবে, তাতে কোন সন্দেহ নেই।

সম্প্রতি একথা হয়তো সকলেই জানেন যে দেশব্যাপী 4G রোলআউটের ক্ষেত্রে টাটা গোষ্ঠীর অধীনস্থ সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস (TCS) শুরু থেকেই বিএসএনএলের পাশে দাঁড়িয়েছে। উপরন্তু রাষ্ট্রায়ত্ত টেলকো কেন্দ্রীয় সি-ডট (C-DoT) অর্থাৎ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্সের মতো সংস্থাকে নিজেদের পাশে পেয়েছে। এই দুই সংস্থার সহায়তায় বিএসএনএল পুরো স্বদেশী প্রযুক্তি-নির্ভর 4G ব্যবস্থা প্রস্তুত করতে সফল হয়েছে, যা ইতিপূর্বে আমাদের একাধিক আলোচনায় উঠে এসেছে। সাথেই বর্তমানে সংস্থাটি 5G NSA (নন-স্ট্যান্ডঅ্যালোন) প্রযুক্তি নিয়েও পরীক্ষা চালাচ্ছে বলে শোনা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এর আগে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান জানিয়েছিলেন যে তাদের সরকার একটানা অক্লান্তভাবেই বিএসএনএলের নেটওয়ার্ক ব্যবস্থাকে চাঙ্গা করার প্রচেষ্টা চালাচ্ছে। তাদের সক্রিয়তার ফলেই রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর চলতি বছরের আগস্ট মাসে 4G পরিষেবার সূচনা করবে বলেও তিনি দাবি করেন। কিন্তু সদ্য প্রকাশিত Economic Times -এর রিপোর্ট সত্যি হলে মন্ত্রীর আশ্বাস যে কার্যত বিফলে পর্যবসিত হবে তা বলা বাহুল্য।

Show Full Article
Next Story