আগামী বছরে 5G পরিষেবা চালু করতে পারে BSNL, জোর টক্কর চলবে Jio, Airtel-এর সাথে
চলতি বছরে Jio, Airtel, Vi প্রমুখ প্রাইভেট টেলকোগুলি দেশে তাদের শক্তিশালী 5G নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে। স্পেকট্রাম নিলাম...চলতি বছরে Jio, Airtel, Vi প্রমুখ প্রাইভেট টেলকোগুলি দেশে তাদের শক্তিশালী 5G নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে। স্পেকট্রাম নিলাম সম্পন্ন হলেই সংস্থাগুলি এ ব্যাপারে উদ্যোগী হতে পারে। যদিও সরকার এখনও স্পেকট্রাম নিলামের তারিখ নির্দিষ্ট করেনি, যা আনুষ্ঠানিক 5G লঞ্চের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ। নিলাম আয়োজনে দেরি হলে তা প্রাইভেট টেলকোদের 5G লঞ্চ সংক্রান্ত পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামী বছরেই ভারতে আসছে BSNL 5G পরিষেবা
প্রাইভেট টেলকোগুলি এবছর তাদের 5G পরিষেবার সাথে অবতীর্ণ হলেও রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL ২০২৩ সালে তাদের নিজস্ব 5G নেটওয়ার্ক লঞ্চ করতে পারে। সদ্য পিটিআই (PTI) সূত্রে 5G লঞ্চ সম্পর্কিত BSNL -এর উক্ত পরিকল্পনা সামনে এসেছে। তবে আপাতত সংস্থাটি দেশীয় নাগরিকদের 4G পরিষেবা দিতে তৈরী। সেক্ষেত্রে চলতি বছরের শেষ পর্বে আগ্রহীরা বিএসএনএল 4G পরিষেবা ব্যবহারে সমর্থ হবেন। সেজন্য বর্তমানে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা TCS বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং কেন্দ্রীয় C-DoT (Center for Development of Telematics) -কে পাশে নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত।
সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, একথাও শোনা গিয়েছে যে 4G পরিষেবার মতো বিএসএনএলের আসন্ন 5G পরিষেবাও পুরো দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল হতে চলেছে। এক্ষেত্রে অন্যান্য প্রাইভেট টেলকোগুলির তুলনায় বিএসএনএলের সাফল্য রীতিমতো ঈর্ষণীয়! বেসরকারি সংস্থাগুলি না পারলেও টিসিএস এবং সি-ডটের সহায়তায় বিএসএনএল ইতিমধ্যেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল 4G নেটওয়ার্ক গড়ে তুলতে সফল হয়েছে। এর ধারাবাহিকতা মেনেই আগামী বছর সংস্থাটি দেশীয় প্রযুক্তিনির্ভর 5G নেটওয়ার্ক লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে।
অবশ্য বিএসএনএলের প্রতি সরকারের মনোভাব রাষ্ট্রায়ত্ত সংস্থার 5G পরিষেবা চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তাছাড়া কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর ঠিক কোন এয়ারওয়েভগুলি সংস্থার হাতে তুলে দেয় সেটাও দেখার। কেননা এর উপরে আসন্ন বিএসএনএল 5G পরিষেবার গুণগত মান অনেকটাই নির্ভর করবে।
উল্লেখ্য, আর কিছুদিনের মধ্যেই রাষ্ট্রায়ত্ত BSNL পুনে, মহারাষ্ট্র, কেরল প্রভৃতি স্থানে আংশিকভাবে 4G পরিষেবা চালু করতে চলেছে। সেক্ষেত্রে চলতি বছরের শেষ পর্বে সংস্থাটি সার্বিকভাবে রাজ্যে রাজ্যে নয়া 4G নেটওয়ার্ক ছড়িয়ে দিতে পারে।