4G লঞ্চের অল্প সময়ের মধ্যে চালু হবে BSNL 5G পরিষেবা

নতুন কোনও প্রতিবন্ধকতা তৈরী না হলে 4G রোলআউটের খুব অল্প দিনের মধ্যেই দেশব্যাপী নিজস্ব 5G পরিষেবা চালু করতে পারে বিএসএনএল...
SUPARNAMAN 23 May 2022 8:24 PM IST

নতুন কোনও প্রতিবন্ধকতা তৈরী না হলে 4G রোলআউটের খুব অল্প দিনের মধ্যেই দেশব্যাপী নিজস্ব 5G পরিষেবা চালু করতে পারে বিএসএনএল (BSNL)। সদ্য সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর প্রবীণ কুমার পুর্বার নিজেই একথা জানিয়েছেন। তার বক্তব্য, চলতি বছরের আগস্ট মাস নাগাদ BSNL দেশের নির্বাচিত কিছু প্রান্তে আংশিকভাবে এবং ডিসেম্বর মাস নাগাদ সার্বিকভাবে 4G রোলআউট করবে। এর অল্প কিছুদিনের মধ্যেই BSNL দেশজুড়ে 5G পরিষেবা লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে।

আসলে 5G লঞ্চের জন্য বিএসএনএলের প্রয়োজন 4G কোর নেটওয়ার্ক, যা বর্তমানে তাদের করায়ত্ত। ফলে 4G রোলআউটের পর পরবর্তী প্রজন্মের 5G পরিষেবা চালু সংস্থাটির পক্ষে খুব একটা কঠিন হবে না। সেক্ষেত্রে ভবিষ্যতে বিএসএনএল বাজার দখলের লড়াইয়ে Jio, Airtel, Vi প্রমুখ প্রাইভেট টেলকোদের কড়া প্রতিপক্ষ হয়ে উঠতে পারে।

4G পরিষেবার চালুর জন্য ৬,৪০০ টাওয়ার অর্ডার করলো BSNL

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিএসএনএল 4G পরিষেবার চালুর জন্য প্রয়োজনীয় স্পেকট্রাম লাভ করেছে। এরপর বিন্দুমাত্র দেরি না করে সংস্থাটি মোট ৬,৪০০ টাওয়ার অর্ডার করেছে, যা দেশের সর্বত্র 4G ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার পক্ষে বিএসএনএলের সহায় হবে। বিশিষ্ট সংবাদ সংস্থা NewIndiaExpress -এর রিপোর্ট অনুযায়ী, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে 4G নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্দেশ্যে বিএসএনএল আরও ৬,০০০ টাওয়ার স্থাপন করবে। একই কথা শোনা গিয়েছে টেলকোর চেয়ারম্যান পুর্বারের মুখে। তার দাবি, চলতি বছরের শেষপর্বে বিএসএনএল দেশে মোট ১.৫০ লক্ষ 4G সাইট চালু করবে। এর ফলে রাষ্ট্রায়ত্ত অপারেটরের তরফ থেকে ইউজারেরা ভালো পরিষেবার আশা করতেই পারেন।

টেলিকম নিয়ামক সংস্থাকে BSNL -এর জন্য 5G স্পেকট্রাম সংরক্ষণের নির্দেশ দিল DoT

উল্লেখ্য, ইতিমধ্যে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তরের (DoT) পক্ষ থেকে TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া -র কাছে BSNL -এর জন্য উপযুক্ত 5G স্পেকট্রাম সংরক্ষণের নির্দেশ পৌঁছেছে। এমতাবস্থায় যখন 4G কোর নেটওয়ার্ক সম্পূর্ণরূপে করায়ত্ত তখন ২০২৩ সালের প্রথমার্ধে BSNL 5G পরিষেবা জনসমক্ষে আসতে পারে বলে অনেকের অভিমত। যদিও এবিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা অনুচিত হবে। তবে যথাসময়ে 4G রোলআউটে সফল হলে রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষে 5G লঞ্চ যে খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে না, সেকথা তো আগেই উল্লেখ করেছি।

Show Full Article
Next Story