BSNL এর জয়জয়কার, 4G পরিষেবা না থাকলেও পর পর দুমাস বাড়ালো গ্রাহক
সামগ্রিক গ্রাহক ভিত্তিতে পিছিয়ে পড়লেও পরিষেবার আওতায় নতুন সক্রিয় ইউজার যোগ করে সকলকে চমকে দিলো রাষ্ট্রায়ত্ত সংস্থা,...সামগ্রিক গ্রাহক ভিত্তিতে পিছিয়ে পড়লেও পরিষেবার আওতায় নতুন সক্রিয় ইউজার যোগ করে সকলকে চমকে দিলো রাষ্ট্রায়ত্ত সংস্থা, বিএসএনএল (BSNL)! শুধুমাত্র তাই নয়, জানুয়ারি ও ফেব্রুয়ারি - বছরের শুরুর দুই মাসেই এই অবহেলিত টেলিকম অপারেটর নিজস্ব পরিষেবার অধীনে নতুন ও সক্রিয় ওয়্যারলেস গ্রাহকদের টেনে আনতে সমর্থ হয়ে,ছে যা সত্যিই উল্লেখযোগ্য ঘটনা। টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই (TRAI) -এর ফেব্রুয়ারি মাসের রিপোর্টে সম্প্রতি BSNL -এর এই সাফল্য উঠে এসেছে।
ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে বিএসএনএলের পাশাপাশি ভারতের এক নম্বর টেলকো Reliance Jio তাদের সক্রিয় সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে সফল হয়েছে। যদিও বিএসএনএলের মতো উক্ত সময়ে তাদের সার্বিক গ্রাহক ভিত্তিতে ধ্বস নামার বিষয়টি লক্ষ্যণীয়। টেলকোগুলির মধ্যে একমাত্র Airtel আলোচ্য সময়ে সার্বিক সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে সফল হয়েছে।
4G ছাড়াই পরিষেবার অধীনে নতুন সক্রিয় সদস্য জুড়ছে BSNL
উল্লেখ্য, 4G ব্যবস্থার অনুপস্থিতি সত্ত্বেও একটানা দু'মাস বিএসএনএলের সক্রিয় ওয়্যারলেস গ্রাহক বৃদ্ধির ঘটনা রীতিমতো প্রশংসনীয় ব্যাপার। তাছাড়া একই সময়ে রিলায়েন্স জিও'র ফলাফলও খুব একটা মন্দ নয়। তবে সক্রিয় গ্রাহক ভিত্তির দিক থেকে ফেব্রুয়ারি মাসে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ভিআই (Vi)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেশীয় বাজারে টিকে থাকতে হলে তাদের অবশ্যই কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ডিসেম্বর মাসে (২০২১) ৮৭.৬৪ শতাংশ সক্রিয় উপভোক্তা রিলায়েন্স জিও'র পরিষেবার আওতায় উপস্থিত ছিলেন। কিন্তু ফেব্রুয়ারি মাসে বৃদ্ধির ফলে বর্তমানে টেলকোর পরিষেবা ব্যবহার করছেন মোট ৯৪.০১ শতাংশ সক্রিয় গ্রাহক। অন্যদিকে আলোচ্য সময়ে এয়ারটেলের সক্রিয় গ্রাহক ভিত্তি ৯৮.০১ থেকে ৯৮.০৮ শতাংশে পরিবর্তিত হয়েছে।
ফেব্রুয়ারি মাসে প্রায় ৩.৬৬ মিলিয়ন গ্রাহক হারালো Jio
আবার সামগ্রিকভাবে চোখ বোলালে দেখা যাবে, ফেব্রুয়ারি মাসের Jio মোট ৩.৬৬ মিলিয়ন গ্রাহক হারিয়েছে। অপরদিকে Airtel হারিয়েছে ১.৫৯ মিলিয়ন গ্রাহক। তাছাড়া Vi এবং BSNL এর হাত ছেড়েছে যথাক্রমে ১.৫৩ এবং ০.১১ মিলিয়ন গ্রাহক। সর্বোপরি মহানগর টেলিকম নিগম লিমিটেড বা MTNL হারিয়েছে মোট ৫,০৭৭ জন গ্রাহক।