মাত্র ৮৭ টাকায় মিলবে দৈনিক ডেটা, এসএমএস ও আনলিমিটেড কলের সুবিধা, রিচার্জ করুন BSNL-এর এই সস্তা প্ল্যান

গত বছরের শেষের দিকে দেশের শীর্ষস্থানীয় তিনটি বেসরকারি টেলিকম সংস্থা (Reliance Jio, Airtel, এবং Vodafone Idea বা Vi) তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম ২০%-২৫% পর্যন্ত…

গত বছরের শেষের দিকে দেশের শীর্ষস্থানীয় তিনটি বেসরকারি টেলিকম সংস্থা (Reliance Jio, Airtel, এবং Vodafone Idea বা Vi) তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম ২০%-২৫% পর্যন্ত বাড়িয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের পকেটে বেশ ভালোরকমের চাপ সৃষ্টি করেছে। আবার সম্প্রতি খবর পাওয়া গিয়েছে যে, চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে আরও একবার ট্যারিফ প্ল্যানের দাম বাড়াতে চলেছে দেশের প্রথম সারির তিন টেলিকম অপারেটর। তবে এসব দিকে কোনো তোয়াক্কা না করেই ইউজারদের সুবিধার্থে অত্যন্ত সস্তায় এখনও একাধিক রিচার্জ প্ল্যান অফার করে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (এসএনএল)। বেসরকারি কোম্পানিগুলি লাগাতার প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে ইউজারদের নাজেহাল করে তুললেও এই চরম মূল্যবৃদ্ধির বাজারে গ্রাহকদের স্বস্তি দিতে মাঠে নেমেছে সরকারি মালিকানাধীন এই টেলিকম কোম্পানিটি৷ তাই ইদানীংকালে অনেকেই বেসরকারি কোম্পানিগুলির হাত ছেড়ে BSNL-এর ছত্রছায়ায় চলে আসছেন।

সেক্ষেত্রে আপনি যদি কোম্পানিটির গ্রাহক হন বা হালফিলে বিএসএনএলে স্যুইচ করার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে আসবে। কারণ আজ আমরা ১০০ টাকার কমে উপলব্ধ সংস্থার একটি সেরা সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি। এই প্ল্যানে কল, ডেটা এবং এসএমএসের পাশাপাশি ‘ওয়ান৯৭ কমিউনিকেশন’ (One97 Communications)-এর ‘হার্ডি মোবাইল গেমস’ (Hardy Mobile Games) পরিষেবা উপভোগের ছাড়পত্র পাবেন ব্যবহারকারীরা। তাহলে চলুন, আর দেরি না করে প্ল্যানটির খুঁটিনাটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

BSNL-এর ৮৭ টাকার প্ল্যান

এই প্ল্যানটির মেয়াদ ১৪ দিন। এই প্ল্যান রিচার্জ করলে দৈনিক ১ জিবি ডেটা খরচের সুযোগ পেয়ে যাবেন ইউজাররা, তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে নেট স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে। সেইসাথে এই প্ল্যানে রয়েছে রোজ ১০০ টি করে এসএমএস এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা। উল্লেখ্য যে, এই প্ল্যানে ৪জি ডেটা পাওয়া যাবে না, কারণ সংস্থাটি এখনও পর্যন্ত সারা দেশে ৪জি পরিষেবা চালু করে উঠতে পারেনি।

BSNL-এর অন্যান্য প্রিপেইড প্ল্যান

বিএসএনএলের ঝুলিতে ১০০ টাকার কমে আরও একাধিক রিচার্জ প্ল্যান মজুত রয়েছে। এক্ষেত্রে ‘STV_99’ প্ল্যানটিতে মাত্র ৯৯ টাকা খরচ করলেই ইউজাররা ২২ দিনের বৈধতায় যে-কোনো নম্বরে অফুরন্ত ভয়েস কল করার সুযোগ পাবেন। এছাড়া, গ্রাহকদের সুবিধার্থে ১৮ দিনের বৈধতাসহ ‘STV_97’ অফার করে সংস্থাটি। এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ, মোট ৩৬ জিবি ডেটা ব্যবহারের সুবিধা মিলবে মাত্র ৯৭ টাকায়।