BSNL-এর এই সস্তা প্ল্যানগুলিতে মিলবে ফ্রি কলিং এবং ডেটা বেনিফিট, দাম শুরু হচ্ছে মাত্র ৪৯ টাকা থেকে

সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর রিচার্জ প্ল্যানের কথা বললে সর্বপ্রথম ইউজারদের মাথায় একটাই টেলিকম কোম্পানির নাম আসে। হ্যাঁ ঠিকই...
techgup 12 April 2022 12:13 PM IST

সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর রিচার্জ প্ল্যানের কথা বললে সর্বপ্রথম ইউজারদের মাথায় একটাই টেলিকম কোম্পানির নাম আসে। হ্যাঁ ঠিকই ধরেছেন, বলছি রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (বিএসএনএল)-এর কথা। গত বছরের শেষের দিকে দাম বাড়ার পর Jio, Airtel, বা Vi-এর মতো বেসরকারি কোম্পানিগুলির চড়া ট্যারিফ মাশুলের ধাক্কায় গ্রাহকরা যখন নাজেহাল, ঠিক সেই সময়ে সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান অফার করে দেশের অধিকাংশ ইউজারদেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে BSNL।

সেক্ষেত্রে আপনি যদি বিএসএনএলের গ্রাহক হন বা হালফিলে বিএসএনএলে স্যুইচ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ আজ আমরা ১৫০ টাকার কমে উপলব্ধ সংস্থার সেরা ৫টি সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি। এই চরম মূল্যবৃদ্ধির বাজারে মোবাইল কানেকশন অ্যাক্টিভ রাখতে এই প্ল্যানগুলি ইউজারদের ব্যাপকভাবে সাহায্য করবে। তাহলে চলুন, প্ল্যানগুলির খুঁটিনাটি একটু বিশদে জেনে নেওয়া যাক।

BSNL-এর ৪৯ টাকার প্ল্যান

এই অগ্নিমূল্য বাজারে ৫০ টাকারও কম খরচে প্রায় এক মাসের কাছাকাছি ভ্যালিডিটিযুক্ত রিচার্জ প্ল্যান পাওয়া সম্ভব, একথা কি স্বপ্নেও ভাবা যায়? কিন্তু প্রকৃতপক্ষে অসম্ভব বলে মনে হলেও এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে বিএসএনএল। ৪৯ টাকার এই প্ল্যানে ২৪ দিনের মেয়াদে ভারতের যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে ১০০ মিনিট কল করা যাবে। সেইসাথে পাওয়া যাবে ২ জিবি ডেটাও।

BSNL-এর ৯৯ টাকার প্ল্যান

যারা শুধু ভয়েস কলিং করতে চাইছেন, তাদের জন্য এককথায় আদর্শ বিএসএনএলের এই প্ল্যানটি। এই প্ল্যানের ভ্যালিডিটি ২২ দিন। অর্থাৎ, ৯৯ টাকা খরচ করলেই ২২ দিনের জন্য দেশের যেকোনো নেটওয়ার্কে ফ্রি কলিংয়ের সুযোগ পাবেন ইউজাররা।

BSNL-এর ১৩৫ টাকার প্ল্যান

১৩৫ টাকার এই প্ল্যানেও কেবল ভয়েস কলিংয়ের সুবিধা উপলব্ধ। তবে, এতে ২৪ দিনের মেয়াদে ভারতের যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে ১,৪৪০ মিনিট ভয়েস কল করা যাবে।

BSNL-এর ১১৮ টাকার প্ল্যান

আপনি যদি বিএসএনএলের এমন কোনো প্ল্যানের সন্ধানে থাকেন যেখানে অত্যন্ত কম খরচে ডেটা এবং কল উভয় বেনিফিটই মিলবে, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য আদর্শ বলে বিবেচিত হতে পারে। এই প্ল্যানে ২৬ দিনের জন্য দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ০.৫ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

BSNL-এর ১৪৭ টাকার প্ল্যান

এই প্ল্যানটির মেয়াদ ৩০ দিন। এই প্ল্যানে ইউজাররা এককালীন ১০ জিবি ডেটা খরচ ও আনলিমিটেড ভয়েস কলিং বেনিফিটের পাশাপাশি সম্পূর্ণ নিখরচায় BSNL Tunes-এর অ্যাক্সেস পাবেন।

Show Full Article
Next Story