উন্নত 4G পরিষেবা দিতে দেশের বিভিন্ন প্রান্তে ৬ হাজার সাইট স্থাপন করছে BSNL
টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস (TCS) -এর প্রত্যক্ষ সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে নতুন ৬০০০ সক্রিয় 4G সাইট...টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস (TCS) -এর প্রত্যক্ষ সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে নতুন ৬০০০ সক্রিয় 4G সাইট স্থাপন করতে চলেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএল (BSNL)। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাবার্তা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। ফলে আর কিছুদিনের মধ্যেই TCS, বিএসএনএলের বরাত অনুযায়ী দেশব্যাপী নতুন 4G সাইট স্থাপনের কাজ শুরু করতে পারে। রাষ্ট্রায়ত্ত BSNL -এর পক্ষে প্রযুক্তিগত উল্লম্ফনের জন্য এহেন নতুন 4G সাইট স্থাপনের কাজ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে আমাদের ধারণা।
টেলিকম পরিষেবার ক্ষেত্রে গোটা বিশ্বের নজর ভারতের দিকে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
বিএসএনএলের ৬০০০ নতুন 4G সাইট নির্মাণ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, টেলিকম পরিষেবাগত ক্ষেত্রে সারা বিশ্বের নজর আজ ভারতের দিকে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি নির্ভর 4G ব্যবস্থার বিকাশে সাফল্য লাভের ফলে বর্তমানে এই পরিসরে আমরা অন্যতম অগ্রণী দেশ হিসেবে উঠে এসেছি। সেক্ষেত্রে ভবিষ্যতে এহেন দেশীয় প্রযুক্তির উপর ভরসা রেখে আমরা যে সর্বোন্নত 5G পরিষেবা সরবরাহেও সফল হবো, সেই বিষয়টিও কেন্দ্রীয় টেলিকম মন্ত্রীর বক্তব্যে স্থান পেয়েছে।
ভবিষ্যতে দেশে আরো ১ লক্ষ ১২ হাজার 4G সাইট স্থাপন করবে BSNL
ইতিমধ্যে এ কথা হয়তো সকলেই জেনে গিয়েছেন যে টিসিএস, তেজস নেটওয়ার্ক এবং কেন্দ্রীয় সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স বা সি-ডটের (C-DoT) সাথে কাঁধে কাঁধ মিলিয়েই বিএসএনএল স্বদেশী প্রযুক্তি নির্ভর 4G পরিষেবা চালুর ব্যাপারে সাফল্য পেতে চলেছে। এক্ষেত্রে পরিষেবা শুরুর প্রথম ধাপে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা ৬০০০ নয়া 4G সাইটে 40W রেডিও স্থাপনের উদ্দেশ্যে টিসিএস'কে ৫৬০ কোটি টাকার বরাত দিয়েছে। এভাবে ভবিষ্যতে বিএসএনএল সারা দেশে আরো ১ লক্ষ ৬ হাজার 4G সাইট গড়ে তুলবে যা তাদের নিজস্ব পরিষেবার গুণমান বাড়াতে সহায়তা করবে।
নকশাল অধ্যুষিত অঞ্চলে ২,৫৪২টি 2G টাওয়ার আপগ্রেড করবে রাষ্ট্রায়ত্ত টেলকো
উল্লেখ্য, সম্প্রতি BSNL সরকারের তরফ থেকে নকশাল অধ্যুষিত অঞ্চলে ২,৫৪২টি টাওয়ার আপগ্রেডেশনের বরাত পেয়েছে। 2G থেকে 4G নেটওয়ার্কে টাওয়ার উন্নীত করার এই প্রকল্পে সরকার খরচ করছে মোট ২,৪২৬ কোটি টাকা। উক্ত প্রকল্পের অাওতায় টাওয়ার আপগ্রেডেশনের ক্ষেত্রে BSNL তাদের নবনির্মিত দেশীয় প্রযুক্তি ব্যবহার করবে বলে প্রকাশ্যে এসেছে।