BSNL এর ধারে কাছে নেই Jio, Airtel, Vi, মাত্র ১৬ টাকায় পাবেন ৩০ দিনের ভ্যালিডিটি

বেসরকারি Jio, Airtel বা Vi নয়, বরং এই মুহূর্তে ইউজারদের সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান অফারকারী টেলিকম অপারেটর হল...
SUPARNAMAN 5 April 2022 8:28 PM IST

বেসরকারি Jio, Airtel বা Vi নয়, বরং এই মুহূর্তে ইউজারদের সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান অফারকারী টেলিকম অপারেটর হল রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)! বর্তমান অবস্থায় প্রায় অভাবিত মূল্যে এই সংস্থার গ্রাহকদের নিজ নিজ প্রিপেইড কানেকশন সচল রাখার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে আগ্রহীরা মাত্র কুড়ি টাকারও কম খরচে সারা মাসের ভ্যালিডিটি বিশিষ্ট প্ল্যান রিচার্জের সুযোগ পাচ্ছেন।

১৬ টাকার BSNL প্রিপেইড প্ল্যান রিচার্জের সুবিধা

আজ্ঞে হ্যাঁ, সবচেয়ে কম খরচের প্রিপেইড প্ল্যান রিচার্জের জন্য উৎসাহী BSNL গ্রাহকদের মাত্র ১৬ টাকা খরচ করতে হবে! ১৬ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে আলোচ্য টেলকোর গ্রাহকেরা পুরোপুরি ৩০ দিনের বৈধতা উপভোগ করতে পারবেন। এছাড়া এই প্ল্যান রিচার্জ করলে অন-নেট এবং অফ-নেট কলের জন্য প্রতি মিনিটে ২০ পয়সা মাশুল দিতে হবে। BSNL -এর ১৬ টাকার প্রিপেইড প্ল্যান কোনওরকম ডেটা বা এসএমএস সুবিধার সাথে উপলব্ধ নয়। তবে সারা মাস নিজের নম্বরকে সচল রাখতে হলে এর থেকে সস্তা প্ল্যান ভূভারতে অন্য কোথাও মিলবেনা।

BSNL_STV_147 বিকল্প রিচার্জের সুবিধা

১৬ টাকার প্রিপেইড প্ল্যানের কথা বাদ দিলে অপেক্ষাকৃত কম খরচে নম্বর রিচার্জ করতে হলে বিএসএনএল গ্রাহকেরা ১৪৭ টাকার বিএসএনএলএসটিভি১৪৭ প্ল্যান বেছে নিতে পারেন। ৩০ দিনের ভ্যালিডিটি প্রদানকারী এই প্ল্যান এককালীন ১০ জিবি ডেটা খরচ ও আনলিমিটেড ভয়েস কলিং সুবিধার পাশাপাশি পুরো বিনামূল্যে BSNL Tunes পরিষেবা ব্যবহারের সুযোগ দেবে। ফলে আলোচ্য টেলকোর এই বিকল্পটিও সস্তার পরিষেবা সন্ধানীদের পক্ষে উপযুক্ত হতে পারে।

BSNL_STV_247 বিকল্প রিচার্জের সুবিধা

এই ২৪৭ টাকার স্পেশাল ট্যারিফ ভাউচার রিচার্জ করলে বিএসএনএল ইউজারেরা এককালীন হিসেবে ৫০ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস খরচ এবং আনলিমিটেড ভয়েস কল করার স্বাধীনতা পাবেন। সাথে মিলবে BSNL Tunes এবং EROS Now প্ল্যাটফর্মের কনটেন্ট অ্যাক্সেসের সুবিধা।

BSNL_STV_299 বিকল্প রিচার্জের সুবিধা

ভারত সঞ্চার নিগম লিমিটেডের ২৯৯ টাকা মূল্যের স্পেশাল ট্যারিফ ভাউচার রিচার্জ করলে প্রাত্যহিক ৩ জিবি ইন্টারনেট ডেটা, ১০০ এসএমএস খরচ ছাড়াও অফুরন্ত ভয়েস কল করার ফায়দা মিলবে। প্ল্যানের এফইউপি (FUP) ডেটা নিঃশেষিত হলে ব্যবহারকারীদের ইন্টারনেট স্পিড মাত্র ৮০ কেবিপিএসে (Kbps) নেমে আসবে। পূর্বের বিকল্পগুলির মত এটিও বিএসএনএল ইউজারদের জন্য একটি খুবই লাভজনক প্রিপেইড প্ল্যান।

Show Full Article
Next Story