BSNL সহ বেসরকারি কোম্পানিতে চীনা প্রযুক্তি ব্যবহার বন্ধের নির্দেশ দিল টেলিকম দপ্তর

সম্প্রতি ভারতের টেলিকম দপ্তর বিএসএনএল এবং এমটিএনএল সহ অন্যান্য বেসরকারি কোম্পানি গুলিকে চীনের সমস্ত অফার এবং দ্রব্যাদি ব্যান করার নির্দেশ দিয়েছে। এছাড়াও তারা জানিয়েছে যে…

সম্প্রতি ভারতের টেলিকম দপ্তর বিএসএনএল এবং এমটিএনএল সহ অন্যান্য বেসরকারি কোম্পানি গুলিকে চীনের সমস্ত অফার এবং দ্রব্যাদি ব্যান করার নির্দেশ দিয়েছে। এছাড়াও তারা জানিয়েছে যে তাদের সিস্টেম আপগ্রেডে কোনরকম চীনের দ্রব্য ব্যবহার করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে ৪জি নেটওয়ার্ক আপগ্রেডেশনে এটি বড়োসড়ো পরিবর্তন দেখা যেতে পারে।

সার্ভিস প্রোভাইডারদের জানানো হয়েছে যে, তারা যতটা সম্ভব তাড়াতাড়ি নিজেদের পরিস্থিতির পরিবর্তন করুক যাতে চীনের কোম্পানিগুলি টেন্ডার প্রসেসে যুক্ত হতে না পারে। এছাড়াও তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যাতে পুরনো টেন্ডারগুলিকে সমস্ত বাতিল করে দেওয়া হয়। শুধু তাই নয় বেসরকারি মোবাইল সার্ভিস প্রোভাইডারদের আদেশ দেওয়া হয়েছে যেন তারা যেকোন চীনের দ্রব্যাদি ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। যদি তাদের কাজে আগে কোন চীনের দ্রব্য ব্যবহার হয়ে থাকে সেটিকেও পরিবর্তন করার আদেশ দেওয়া হয়েছে।

লাদাখের গালওয়ান সীমান্তে শুরু হওয়া ইন্দো-চীন রক্তক্ষয়ী সংঘর্ষের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার রাত্রে, লাদাখের গালওয়ান ভ্যালি লাইন অফ কন্ট্রোলে চীনের সৈন্য বাহিনী ২০ জন ভারতীয় জনকে গুলি করে হত্যা করে। এরপর থেকেই ভারতে চীনের দ্রব্য বয়কট করার এবং চীনের অ্যাপ্লিকেশনগুলিকে বাতিল করার প্রসঙ্গ উঠে আসে।

আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস বা সিএআইটি চীনের তৈরি দ্রব্য বয়কট করার দাবি তুলেছে। চীন থেকে ভারতে বেশ কিছু জিনিস আমদানি করা হয় তার মধ্যে সিএআইটি ৪৫০ টি দ্রব্যের তালিকা তৈরি করেছে। এই তালিকায় উল্লেখযোগ্য দ্রব্যগুলি হল কসমেটিক্স, ব্যাগ, খেলনা, ফার্নিচার, জুতো এবং ঘড়ি। সিএআইটি-র তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের চীনের দ্রব্য আমরা যদি আমদানি করা বন্ধ করি তাহলে ২০২১ র ডিসেম্বরের মধ্যে চীনের ব্যবসার বেশ কিছুটা ক্ষতি হবে যার পরিমাণ ১৩ বিলিয়ন মার্কিন ডলার বা ১ লক্ষ কোটি টাকা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *