Jio, Airtel পাত্তা পাবে না, ২০০ টাকার কমে BSNL দিচ্ছে রোজ ২ জিবি ইন্টারনেট ডেটা

২০০ টাকার কম দামে রোজ ২ জিবি ডেটা খরচের সুবিধা? তাও আবার হয় নাকি? নিশ্চয়ই হয়, তবে সেই অফার লাভের জন্য আগ্রহীকে...
SUPARNAMAN 23 Aug 2022 8:09 PM IST

২০০ টাকার কম দামে রোজ ২ জিবি ডেটা খরচের সুবিধা? তাও আবার হয় নাকি? নিশ্চয়ই হয়, তবে সেই অফার লাভের জন্য আগ্রহীকে বিএসএনএল (BSNL) কানেকশন ব্যবহারকারী হতে হবে। দেশীয় টেলিকম সার্কিটে একমাত্র টেলকো হিসেবে BSNL -ই ২০০ টাকার কম মূল্যে প্রাত্যহিক ২ জিবি ডেটা খরচের স্বাধীনতা প্রদান করে থাকে। প্রাইভেট অপারেটরদের পক্ষ থেকে এই সুবিধা লাভের জন্য গ্রাহকদের অনেক বেশি অর্থ খরচ করতে হয়। অবশ্য সেখানে ইউজারেরা উচ্চগতির 4G ব্যবস্থার আস্বাদ লাভ করতে পারবেন, যা BSNL -এর পক্ষে প্রদান করা সম্ভব নয়। কারণ এখনও পর্যন্ত আলোচ্য রাষ্ট্রায়ত্ত সংস্থাটি দেশব্যাপী 4G পরিষেবা রোলআউটে সফল হয়নি। যদিও BSNL -এর ঐতিহ্যবাহী নেটওয়ার্কের সঙ্গে প্রত্যহ ২ জিবি ডেটা খরচের সুযোগ লাভে ইচ্ছুক হলে, গ্রাহকেরা নিম্নোল্লিখিত প্ল্যানটি বেছে নিতে পারেন।

২০০ টাকার কম দামে উপলব্ধ এই BSNL প্রিপেইড প্ল্যান দেবে দৈনিক ২ জিবি ডেটা খরচের স্বাধীনতা

প্রথমেই জানিয়ে রাখি যে, এক্ষেত্রে আমরা ১৮৭ টাকার BSNL প্রিপেইড প্ল্যানের কথা বলতে চলেছি। ১৮৭ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যানের সাথে গ্রাহকেরা মোট ২৮ দিনের ভ্যালিডিটি লাভ করবেন। সেক্ষেত্রে এর সাথে ইউজারেরা প্রত্যহ ২ জিবি ডেটা খরচ ছাড়াও উল্লেখযোগ্য এসএমএস এবং ভয়েস কলিং বেনিফিট পেয়ে যাবেন। ১৮৭ টাকার প্ল্যান রিচার্জের ফলে বিএসএনএল ব্যবহারকারীরা, যে কোনো নম্বরে দিনে ১০০ এসএমএস তথা আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ পেয়ে যাবেন। পাশাপাশি এই প্ল্যান গ্রাহকদের বিনামূল্যে BSNL Tunes সাবস্ক্রিপশন প্রদান করবে, যা অপর একটি বাড়তি সুবিধা।

উল্লেখ্য, গ্রাহক পিছু গড় আয় বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি টেলকোগুলি খুব শীঘ্রই দ্বিতীয় দফায় ট্যারিফের দাম বাড়াতে পারে। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে অপেক্ষাকৃত সস্তা বিকল্পের খোঁজে ইউজারেরা বিএসএনএল কানেকশনের প্রতি নতুনভাবে আকৃষ্ট হলে তাতে অবাক হওয়ার কিছু থাকবেনা বলেই আমাদের ধারণা। সেক্ষেত্রে উপভোক্তাদের জন্য আলোচ্য গোত্রের প্রিপেইড প্ল্যানগুলি সত্যিই বেশ লাভজনক হয়ে উঠতে পারে।

Show Full Article
Next Story