রোজ ৩ জিবি ডেটা ও আনলিমিটেড কল, BSNL এর সস্তা প্ল্যানের ধারে কাছে নেই Jio কিংবা Airtel
4G পরিষেবার অবর্তমানে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL বেসরকারি টেলিকম অপারেটরদের সাথে...4G পরিষেবার অবর্তমানে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL বেসরকারি টেলিকম অপারেটরদের সাথে প্রতিযোগিতায় বরাবরই পিছিয়ে। তবে সত্যি কথা বলতে গেলে Jio, Airtel বা Vi -এর তুলনায় অপেক্ষাকৃত সস্তা দামে প্রয়োজনীয় পরিষেবা সরবরাহের ব্যাপারে BSNL -এর বিকল্প মেলা কঠিন। অথচ আগ্রাসী বাজারনীতি এবং সঠিক বিপণন প্রক্রিয়ার অভাবে তাদের আকর্ষণীয় প্ল্যানগুলিও অনেক সময় আড়ালেই থেকে যায়। তাই এই প্রতিবেদনে আমরা BSNL -এর এমন কিছু প্রিপেইড প্ল্যান নিয়ে কথা বলবো যারা অভাবিত রকমের কম খরচে গ্রাহকদের টেলিকম পরিষেবা উপভোগের সুযোগ দিয়ে থাকে।
Airtel, Jio বা Vi -এর তুলনায় অনেক কম খরচে উপলব্ধ BSNL প্রিপেইড প্ল্যান
এক্ষেত্রে শুরুতেই আমরা বিএসএনএলের STV_49 প্ল্যানের আলোচনা করতে পারি। মাত্র ৪৯ টাকা মূল্যে আগত এই প্ল্যান ২৪ দিনের ভ্যালিডিটিতে মোট ১০০ মিনিট ভয়েস কলিং এবং ২ জিবি ডেটা খরচের সুবিধা দিয়ে থাকে। এরপরেই STV_99 প্ল্যানের কথা উল্লেখ করতে হয়, যা রিচার্জ করতে হলে ৯৯ টাকা খরচের দরকার পড়বে। মোট ২২ দিনের পরিষেবা মেয়াদে উপলব্ধ ৯৯ টাকার বিএসএনএল প্ল্যান অফুরন্ত ভয়েস কল করার সুবিধা প্রদান করে। এছাড়া ১৩৫ টাকার বিনিময়ে আগত আলোচ্য টেলকোর Voice_135 প্যাক রিচার্জ করে গ্রাহকেরা মোট ১৪৪০ মিনিট ভয়েস কল করার সুবিধা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন।
অপেক্ষাকৃত বেশি ডেটা খরচ করতে হলে বিএসএনএল গ্রাহকেরা STV_118 বেছে নিতে পারেন, যার মূল্য ১১৮ টাকা। ২৬ দিনের মেয়াদে এই প্ল্যান ব্যবহারকারীদের প্রত্যহ ০.৫ জিবি ডেটা খরচ ও অফুরন্ত ভয়েস কল করার স্বাধীনতা দেবে। আবার ১৪৭ টাকা মূল্যের STV_147 প্ল্যান বেছে নিলে বিএসএনএল গ্রাহকেরা ৩০ দিনের পরিষেবা মেয়াদে এককালীন ১০ জিবি ডেটা খরচ এবং আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন।
এছাড়া রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্রাহকদের পক্ষে STV_185 এবং Voice_187 প্ল্যানদুটি খুব লাভজনক হতে পারে। ১৮৫ টাকা মূল্যে আগত প্রথম প্ল্যানের সাথে উপভোক্তাগণ দৈনিক ১ জিবি ডেটা ১০০ এসএমএস খরচ ছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পেয়ে যাবেন। অন্যদিকে সামান্য ২ টাকা বেশি দিয়ে ১৮৭ টাকার বিনিময়ে উপলব্ধ দ্বিতীয় বিকল্পটি রিচার্জ করলে গ্রাহকেরা প্রাত্যহিক ২ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ এর পাশাপাশি অফুরন্ত ভয়েস কল করার ছাড়পত্র পাবেন। উভয় প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
আবার নিজেদের প্রিপেইড নম্বর রিচার্জের দ্বারা অগ্রগণ্য ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পেতে চাইলে বিএসএনএল ব্যবহারকারীরা ২৪৭ টাকার প্ল্যান (STV_247) বেছে নিতে পারেন। ৩০ দিনের বৈধতা সহ উপলব্ধ এই প্ল্যান এককালীন হিসেবে ৫০ জিবি ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস খরচ সহ সমস্ত নেটওয়ার্কের অফুরন্ত ভয়েস কল করার সুবিধা দেবে। সাথে পুরো বিনামূল্যে মিলবে BSNL Tunes ও EROS Now প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।
এর বাইরেও ২৯৮ টাকার বিনিময়ে আগত STV_298 প্ল্যান রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকেরা পেয়ে যাবেন দৈনিক ১ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ এবং অফুরন্ত ভয়েস কল করার ফায়দা। প্ল্যানের বৈধতা ৫৬ দিন। তাছাড়া ২৯৯ টাকা মূল্যের সঙ্গে উপলব্ধ STV_299 রিচার্জ করলে BSNL গ্রাহকেরা পুরো ৩০ দিনের পরিষেবা মেয়াদে দৈনিক ৩ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ ছাড়া প্রতিটি নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাবেন। শেষোক্ত উভয় প্ল্যানের সঙ্গে বিনামূল্যে EROS Now সাবস্ক্রিপশন পাওয়া যাবে।