দিনে ৫জিবি ইন্টারনেট ডেটা, BSNL এর ধারেকাছে নেই Jio, Airtel, Vi
বর্তমানে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) অন্যান্য বেসরকারি টেলিকম অপারেটরের (যথা - Jio, Airtel, Vi) তুলনায়...বর্তমানে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) অন্যান্য বেসরকারি টেলিকম অপারেটরের (যথা - Jio, Airtel, Vi) তুলনায় অনেক কম খরচে পরিষেবা সরবরাহ করে থাকে। তাছাড়া গতবছরের শেষ পর্বে বেসরকারি টেলকোগুলি রিচার্জ ট্যারিফের দাম বাড়ালেও, BSNL তাদের পরিষেবার মূল্য একই রেখেছে। তবে এত ইতিবাচক দিক থাকা সত্ত্বেও 4G ব্যবস্থার অনুপস্থিতির ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি Jio, Airtel, Vi প্রমুখ বেসরকারি অপারেটরের সাথে প্রতিযোগিতায় বারংবার পিছিয়ে পড়ছে। তবু তুলনায় কম খরচে পরিষেবা পেতে চাইলে, BSNL প্রিপেইড প্ল্যানগুলি আগ্রহীদের জন্য সেরা বিকল্প হতে পারে।
এখন এই প্রতিবেদনে আমরা এমন একটি BSNL প্ল্যানের কথা আলোচনা করবো, যা অতিরিক্ত ডেটা ব্যবহারে অভ্যস্তদের পক্ষে বেশ লাভজনক হবে। বর্তমানে অন্য কোনো টেলকো এই রিচার্জ প্ল্যানের সমান সুবিধা প্রদান করেনা। নিচে প্ল্যানটির ব্যাপারে সব তথ্য উল্লেখ করা হল।
এই BSNL প্ল্যানের কাছে হার মানবে Jio, Airtel, Vi প্রমুখ বেসরকারি অপারেটর
প্রতিবেদনের আগের অংশে আমরা BSNL -এর যে প্ল্যানের কথা উল্লেখ করেছি সেটি রিচার্জ করাতে হলে গ্রাহকদের ৫৯৯ টাকা খরচ করতে হবে। আজ্ঞে হ্যাঁ, ৫৯৯ টাকার বিএসএনএল রিচার্জ প্ল্যান প্রদত্ত অফারের নিরিখে বেসরকারি জিও, এয়ারটেল এবং ভিআই'কে মাটি ধরাতে পারে। ইতিপূর্বে এই প্ল্যানের কথা অনেকেই শুনে থাকবেন। তবু জানিয়ে রাখি, ৫৯৯ টাকার বিএসএনএল প্ল্যানের সাথে দৈনিক ৫ জিবি ডেটা খরচের সুবিধা পাওয়া যাবে, যা এই মুহূর্তে দেশের অপর কোনও টেলকোর পক্ষে প্রদান করা প্রায় অসম্ভব।
ঠিকই বলছি। বর্তমানে জিও, এয়ারটেল বা ভিআই দিনে সবচেয়ে বেশি ৩ জিবি ডেটা খরচের উপযোগী প্ল্যান অফার করে থাকে। কিন্তু দৈনিক ৫ জিবি ডেটা ব্যবহারের পক্ষে উপযুক্ত কোনও প্ল্যান এখন বাজারে নেই। থাকলেও নিশ্চয়ই মাত্র ৫৯৯ টাকা খরচের বিনিময়ে গ্রাহকেরা সেই প্ল্যান চয়ন করতে পারতেন না!
ডেটা সুবিধা ছাড়াও ৫৯৯ টাকার আলোচ্য প্ল্যানের সাথে বিএসএনএল গ্রাহকেরা দিনে ১০০ এসএমএস প্রেরণ ও অফুরন্ত ভয়েস কল করার সুযোগ পেয়ে যাবেন। তবে এই প্ল্যানের সাথে প্রধান কোনও ওটিটি (OTT) প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন উপলব্ধ নয়। তার বদলে এই প্ল্যান গ্রাহকদের পুরো বিনামূল্যে Zing সাবস্ক্রিপশন প্রদান করবে।
পরিশেষে জানিয়ে রাখি, ৫৯৯ টাকা মূল্যের বিএসএনএল প্ল্যান রাত্রি ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সম্পূর্ণরূপে আনলিমিটেড ডেটা খরচের সুবিধা সহ আগত। যদিও এই ডেটা খরচের কোনও প্রভাব গ্রাহকের এফইউপি (FUP) সীমার ওপর বর্তাবে না। ফলে এটি ৫৯৯ টাকার আলোচ্য প্ল্যানের অন্যতম বড় সুবিধা। উল্লেখ্য, এই বিএসএনএল রিচার্জ বিকল্পটি সম্পূর্ণ ৮৪ দিনের ভ্যালিডিটি সহ এসেছে।