মাত্র ১৮ টাকায় রোজ ১ জিবি ডেটা ও আনলিমিটেড কল, BSNL-এর ৫০ টাকার কমের প্ল্যান দেখে নিন

বেসরকারি টেলকোগুলির চড়া ট্যারিফ মাশুলের ধাক্কায় উপভোক্তারা যখন বেকায়দায়, ঠিক সেই সময়ে ৫০ টাকারও কম মূল্যে প্রিপেইড...
SUPARNAMAN 28 Jan 2022 12:14 PM IST

বেসরকারি টেলকোগুলির চড়া ট্যারিফ মাশুলের ধাক্কায় উপভোক্তারা যখন বেকায়দায়, ঠিক সেই সময়ে ৫০ টাকারও কম মূল্যে প্রিপেইড প্ল্যান অফারের দ্বারা বাজার মাত করার চেষ্টায় বিএসএনএল (BSNL)! আজ্ঞে হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত এই সংস্থার ঝুলিতে এমন কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যা অত্যন্ত সস্তা দরে গ্রাহকদের একাধিক প্রয়োজন মিটিয়ে দিতে পারে। একাধিক বলছি কারণ এই প্ল্যানগুলি ডেটা এবং কলিং উভয় বেনিফিট সহ উপলব্ধ। ফলে স্বল্পমেয়াদে চলনসই পরিষেবার স্বাদ পেতে চাইলে আগ্রহীরা ৫০ টাকার কম মূল্যে বিদ্যমান নিম্নোক্ত প্ল্যানগুলি বেছে নিতে পারেন।

১৮ টাকার BSNL প্রিপেইড প্ল্যান

খুবই সামান্য দামে উপলব্ধ এই প্ল্যানের ভ্যালিডিটি পুরো ২ দিন। এটি বেছে নিলে বিএসএনএল গ্রাহকেরা দৈনিক ১ জিবি ডেটা খরচ এর সাথে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ পাবেন। এক্ষেত্রে ডেটা ব্যবহার ফেয়ার ইউজেস পলিসি বা এফইউপি (FUP) সীমা অতিক্রম করলে ইন্টারনেট দ্রুততা ৮০ কেবিপিএসে (Kbps) নেমে আসবে। এই প্ল্যান বেছে নিলে উপভোক্তার দিন প্রতি খরচ হবে মাত্র ৯ টাকা।

২৯ টাকার BSNL প্রিপেইড প্ল্যান

২৯ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যান দৈনিক ডেটা সুবিধার সাথে বিদ্যমান নয়। এর বদলে গ্রাহক এখানে সর্বমোট ১ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। তাছাড়া এই প্ল্যান উপভোক্তাকে যে কোন নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল করার ছাড় দেবে। প্ল্যানটির ভ্যালিডিটি অর্থাৎ পরিষেবা মেয়াদ পুরো ৫ দিন।

জানিয়ে রাখি, উপরের বিএসএনএল প্রিপেইড রিচার্জ বিকল্পগুলি কোনোরকম এসএমএস সুবিধা প্রদান করবেনা। তবে জরুরি চাহিদা মেটাতে এরা বিশেষ কার্যকর হবে বলে আমাদের ধারণা। এছাড়া কোনো রকমে নিজের সিম কার্ড চালু রাখতে হলেও উপরের প্ল্যানগুলি বেছে নেওয়া যেতে পারে।

অন্যদিকে ১০০ টাকার কম মূল্যে রিচার্জ বিকল্প বেছে নিতে হলে BSNL গ্রাহকেরা ৯৯ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। এটি ২২ দিনের পরিষেবা মেয়াদ ও আনলিমিটেড ভয়েস কলিং ফেসিলিটি সহ উপলব্ধ। অপেক্ষাকৃত প্রবীণ বয়সের মানুষ, যারা ইন্টারনেট ব্যবহারে ততটা অভ্যস্ত নন, তাদের জন্য এই প্ল্যান খুবই উপযুক্ত হতে পারে।

Show Full Article
Next Story