এক রিচার্জে ১৪ মাস আনলিমিটেড কল ও ডেটা, BSNL এই প্ল্যানের সাথে পাবেন ৬০ দিন অতিরিক্ত ভ্যালিডিটি

আনুষ্ঠানিকভাবে 4G লঞ্চের আগে একের পর এক চিত্তাকর্ষক অফার প্রকাশ হয়নি গ্রাহকদের মন জয় করতে মরিয়া রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল…

আনুষ্ঠানিকভাবে 4G লঞ্চের আগে একের পর এক চিত্তাকর্ষক অফার প্রকাশ হয়নি গ্রাহকদের মন জয় করতে মরিয়া রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। সদ্য এই টেলকো নিজেদের বাৎসরিক ২,৩৯৯ টাকার প্ল্যানের সাথে ৬০ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি প্রদানের কথা ঘোষণা করেছে। অবশ্য এই প্রথম নয়, এর আগেও BSNL গ্রাহক আকর্ষণের উদ্দেশ্যে একাধিকবার তাদের বিভিন্ন রিচার্জ প্ল্যানের সাথে বাড়তি ভ্যালিডিটি অফার করেছে। সেই প্রয়াসের ধারাবাহিকতাতেই এবার টেলকোর ২,৩৯৯ টাকার বিনিময়ে আগত প্ল্যানের সাথে ৬০ দিনের অতিরিক্ত বৈধতা মিলবে।

২,৩৯৯ টাকার BSNL প্ল্যানের সাথে অতিরিক্ত ভ্যালিডিটি পেতে শীঘ্রই রিচার্জ করুন

আজ্ঞে হ্যাঁ, এই মুহূর্তে বার্ষিক ২,৩৯৯ টাকা মূল্যে আগত প্ল্যানের সাথে বিএসএনএল যে ৬০ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে, তা সীমিত সময়ের অফার হিসেবে সামনে এসেছে। তাই এর লাভ ওঠাতে হলে আগ্রহী ইউজারকে যত দ্রুত সম্ভব নিজের নম্বর রিচার্জ করতে হবে। রিপোর্ট অনুযায়ী, এপ্রিলের ১ তারিখ আলোচ্য অফারের সূচনা হয়েছে, যা আগামী ২৯শে জুন পর্যন্ত বহাল থাকবে। সুতরাং, ৬০ দিনের অতিরিক্ত বৈধতা পেতে হলে আগ্রহীদের ২৯শে জুনের মধ্যে তাদের কানেকশন রিচার্জ করতে হবে।

BSNL -এর ২,৩৯৯ টাকার প্ল্যানের সুবিধা

বিএসএনএলের ২,৩৯৯ টাকার প্ল্যান মূলত ৩৬৫ দিনের পরিষেবা মেয়াদ সহ বাজারে উপলব্ধ। তবে ২৯শে জুনের আগে প্ল্যানটি রিচার্জ করলে আগ্রহীরা এর সাথে সম্পূর্ণ ৬০ দিনের বাড়তি ভ্যালিডিটি পাবেন। এর ফলে বর্তমানে এই প্ল্যান ৩৬৫+৬০ অর্থাৎ মোট ৪২৫ দিনের বৈধতা প্রদান করবে, যা ইউজারদের ক্ষেত্রে সত্যিই লাভজনক হতে পারে।

কলিং সুবিধার কথা বলতে গেলে ২,৩৯৯ টাকার বিএসএনএল প্ল্যানের সাথে সমস্ত নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল করার সুবিধা মিলবে। তাছাড়া এই প্ল্যান লোকাল বা স্থানীয় সার্ভিস এলাকার পাশাপাশি জাতীয় বা ন্যাশনাল স্তরে রোমিং পরিষেবা প্রদান করবে। সবথেকে বড় কথা, প্ল্যানটি বেছে নিলে গ্রাহকেরা দৈনিক ২ জিবি ডেটা খরচের সুবিধা পেয়ে যাবেন, যা একজন সাধারণ গ্রাহকের পক্ষে যথেষ্ট। উপরন্তু এই প্ল্যান রোজ ১০০ এসএমএস প্রেরণ, ফ্রি পিআরবিটি (PRBT) পরিষেবা এবং Eros Now সাবস্ক্রিপশন (বিনা খরচে) প্রদান করবে।