৩৯৯ টাকায় ১ হাজার জিবি ডেটা, BSNL আনল নতুন ব্রডব্যান্ড প্ল্যান

গ্রাহকদের জন্য রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) নিয়ে এলো নতুন এন্ট্রি লেভেল...
SUPARNAMAN 1 Nov 2021 11:35 PM IST

গ্রাহকদের জন্য রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) নিয়ে এলো নতুন এন্ট্রি লেভেল ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান। ৩৯৯ টাকার বিনিময়ে ৯০ দিনের প্রোমোশনাল পর্বের জন্য এই প্ল্যান গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। ৩৯৯ টাকার এন্ট্রি লেভেল BSNL Fiber Broadband Plan রিচার্জ করলে গ্রাহকেরা ৩০ এমবিপিএস (Mbps) ডাউনলোড গতিতে ১,০০০ জিবি পর্যন্ত ডেটা অ্যাক্সেসের ছাড়পত্র পাবেন। এই ডেটা লিমিট অতিক্রম করলে ইন্টারনেট স্পিড কমে হয়ে যাবে ২ এমবিপিএস (Mbps)। তবে আপনি সর্বোচ্চ ৬ মাসের জন্য এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। এরপর গ্রাহকদের বেসিক অর্থাৎ ৪৪৯ টাকার ফাইবার প্ল্যান ব্যবহার করতে হবে বলে বিএসএনএল জানিয়েছে।

৪৪৯ টাকার BSNL Fiber ব্রডব্যান্ড প্ল্যান

এই প্ল্যানে ৩০ এমবিপিএস গতিতে ৩,৩০০ জিবি পর্যন্ত ডেটা খরচের স্বাধীনতা মিলবে। এক্ষেত্রেও ফেয়ার ইউসেজ পলিসি সীমা অতিক্রমের পর স্পিড ২ এমবিপিএসে নেমে আসবে। এই প্ল্যানের সঙ্গে রিচার্জকারী যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়ের কলিং সুবিধা লাভ করবেন।

৭৪৯ টাকার BSNL Bharat Fiber সুপারস্টার প্রিমিয়াম ১ প্ল্যান

৪৪৯ টাকার পর বিএসএনএল ৭৪৯ টাকার প্ল্যান অফার করে। এই প্ল্যান রিচার্জ করলে ১০০ এমবিপিএস উচ্চ গতিতে ১০০ জিবি পর্যন্ত এফইউপি ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এফইউপি ডেটা শেষ হলে গতি ৫ এমবিপিএসে নেমে আসবে। আন্দামান ও নিকোবর বাদে বিএসএনএলের সমস্ত সার্কেলে এই প্ল্যান উপলব্ধ।

৯৪৯ টাকার BSNL Bharat Fiber সুপারস্টার প্রিমিয়াম ২ প্ল্যান

এই প্ল্যান রিচার্জকারীরা ২০০ এমবিপিএস গতিতে ২০০ জিবি পর্যন্ত এফইউপি ডেটা খরচের ছাড়পত্র পাবেন। এফইউপি লিমিট অতিক্রমের পর ১০ এমবিপিএস গতিতে পরিষেবা ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, বিএসএনএল ছাড়া Airtel, Jio এবং Excitel অপেক্ষাকৃত কম দামে ভালো মানের ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করে থাকে। যেমন ৩৯৯ টাকার JioFiber ব্রডব্যান্ড প্ল্যান রিচার্জ করলে ৩০ এমবিপিএস (Mbps) গতিতে 'ট্রুলি আনলিমিটেড ইন্টারনেট' ব্যবহারের আস্বাদ পাওয়া যাবে।

এছাড়া এন্ট্রি-লেভেলে ৪৯৯ টাকার Airtel XStream ব্রডব্যান্ড প্ল্যান ৪০ এমবিপিএস গতিতে ইন্টারনেট সার্ফিংয়ের সুযোগ দেবে। অতিরিক্ত সুবিধা হিসেবে এখানে গ্রাহকেরা Wync Music এ Shaw Academy সাবস্ক্রিপশন ফ্রি পাবেন।

আবার ৬৯৯, ৮৪৯ ও ৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে Excitel গ্রাহকেরা যথাক্রমে ১০০, ২০০ এবং ৩০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।

Show Full Article
Next Story
Share it