BSNL Self Care: রিচার্জ থেকে ব্যালেন্স চেক, সব সুবিধা এখন এক অ্যাপেই

এবার গ্রাহকদের সুবিধার্থে Jio, Airtel বা Vi-এর মতো আরো একটি নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল BSNL (বিএসএনএল) অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড। সরকারি এই টেলিকম…

এবার গ্রাহকদের সুবিধার্থে Jio, Airtel বা Vi-এর মতো আরো একটি নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল BSNL (বিএসএনএল) অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড। সরকারি এই টেলিকম অপারেটরটি ‘BSNL Self Care’ (বিএসএনএল সেল্ফ কেয়ার) নামের একটি অ্যাপ এনেছে, যা ইউজারদের রিচার্জ, ব্যালেন্স চেক এবং আরও কিছু সুবিধা উপভোগ করতে সাহায্য করবে। এই অ্যাপ্লিকেশনে সংস্থার বিদ্যমান ‘মাই বিএসএনএল অ্যাপ’-এর থেকে বেশি পরিষেবা এবং সহজ ইউজার ইন্টারফেস (UI) রয়েছে। ডিজাইনের দিক থেকে ‘BSNL Self Care’ মোবাইল অ্যাপ্লিকেশনটি অনেকটা Vi (ভোডাফোন আইডিয়া)-এর মোবাইল অ্যাপের মত লাগবে।

‘BSNL Self Care’ অ্যাপের বৈশিষ্ট্য

‘মাই বিএসএনএল অ্যাপ’-এর তুলনায় মসৃণ ইউআইযুক্ত বিএসএনএল সেল্ফ কেয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে ইউজাররা তাদের বর্তমান ব্যালেন্স চেক করতে, যেকোনো স্থান বা যেকোনো সময় রিচার্জ করতে এবং বর্তমান প্ল্যানে কী অবশিষ্ট সুবিধা আছে তা দেখতে পারবেন।

তাছাড়া এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্ল্যান পরিবর্তন, ব্যালেন্স যোগ বা নতুন সার্ভিস রিচার্জ করা যাবে। সাথে থাকবে ব্রডব্যান্ড সংযোগ এবং অন্যান্য নম্বর (নিজের নম্বর ব্যতীত) পরিচালনা করার সুযোগ। এটি ইউজারদের সুবিধাজনক প্ল্যান বেছে নিতেও সহায়তা করবে।

বলে রাখি, সংস্থার যে সমস্ত রিচার্জ প্ল্যান এই মুহূর্তে বিদ্যমান রয়েছে তার সমস্তই এই অ্যাপ্লিকেশনটিতে উপলব্ধ। ফলত গ্রাহকদের রিচার্জের জন্য অন্য কোনো বিকল্প বেছে নিতে হবে না, সরাসরি এই অ্যাপ ব্যবহার করলেই কেল্লাফতে!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন