দৈনিক ৫ জিবি অবধি ডেটা ব্যবহার করতে চান? ৪০০ থেকে ৬০০ টাকা রেঞ্জে রিচার্জ করুন এই BSNL প্ল্যানগুলি

প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির তুলনায় সরকারি টেলিকম কোম্পানি BSNL (বিএসএনএল) এখন ব্যবহারকারীদের কম দামে অর্থাৎ সাশ্রয়ী...
Anwesha Nandi 19 March 2022 10:45 PM IST

প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির তুলনায় সরকারি টেলিকম কোম্পানি BSNL (বিএসএনএল) এখন ব্যবহারকারীদের কম দামে অর্থাৎ সাশ্রয়ী মূল্যে প্রচুর দুর্দান্ত প্ল্যান সরবরাহ করে থাকে। এই প্ল্যানগুলি শুধুমাত্র আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাই দেয় না বরঞ্চ এতে আশ্চর্যজনক ডেটা এবং অন্যান্য সুবিধাও পাওয়া যাবে৷ সেক্ষেত্রে আপনি যদি ৪০০ টাকা থেকে ৬০০ টাকা খরচ করে রিচার্জ করতে চান, তাহলে আমাদের আজকের প্রতিবেদনটি থেকে আপনার ফায়দা হতে পারে। আসলে আজকে আমরা তিন-তিনটি সেরা BSNL রিচার্জ প্ল্যান সম্পর্কে তথ্য দেব৷ তাহলে আর দেরি কিসের? চলুন এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

BSNL-এর ৪২৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে ৮১ দিনের বৈধতার সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১ জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়। এর সাথে মেলে ১০০টি করে এসএমএসের সুবিধা। উপরন্তু এটি Eros Now-এর সাবস্ক্রিপশনের সুবিধাও প্রদান করে। এক্ষেত্রে কোম্পানির ওয়েবসাইটের 'ভয়েস ভাউচার' বিভাগ থেকে প্ল্যানটি অ্যাক্সেস করা যাবে।

BSNL-এর ৪৪৭ টাকার প্ল্যান

৪৫০ টাকার কম দামি এই প্রিপেইড প্ল্যানের সাথে, কোম্পানি মোট ১০০ জিবি হাই-স্পিড ডেটা দেয়। প্ল্যানটি ৬০ দিনের বৈধতার সাথে আসে এবং এতে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০টি করে এসএমএস মেলে। এছাড়াও এই প্ল্যানের সাথে, ব্যবহারকারীরা BSNL Tunes এবং Eros Now-এর ফ্রি অ্যাক্সেস পাবেন।

BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে কোম্পানি প্রতিদিন ৫ জিবি হাই স্পিড ডেটা দেয়, অর্থাৎ এতে মোট ৪২০ জিবি ডেটা পাওয়া যাবে।অন্যদিকে এটি যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস অফার করে। শুধু তাই নয়, এই প্ল্যানে Xing স্ট্রিমিং প্ল্যাটফর্মের অ্যাক্সেস, আনলিমিটেড ফ্রি নাইট ডেটা ইত্যাদি সুবিধা পাওয়া যায়।

Show Full Article
Next Story